Gold Rate Today – পুজোর আগে সোনা কেনায় বাম্পার ছাড়। বুক করলেই সর্বনিম্ন দাম ও 3টি সুবিধা।

সামনেই রয়েছে পুজোর মরশুম। তার সাথে রয়েছে ধন্তেরাস উৎসব। আর এই সময় সারা দেশে প্রায় ৯ মিলিয়ন লোক Gold Rate Today বা সোনার দাম এর খোঁজ খবর রাখছেন। আর তাদের জন্য এই উৎসবের মরশুমে সোনার কেনার দারুন সুযোগ করে দিলো অন্যতম সোনা বিপনন সংস্থা পিসি চন্দ্র জুয়েলার্স। একদিকে সরকার সোনার দাম কমিয়েছে, আর তার উপরে এই লোভনীয় অফার আপনাকে আরও সুবিধা করে দেবে। তবে এই প্রতিবেদনটি স্পন্সর কৃত নয়। গ্রাহকদের জানানোর জন্যই এই তথ্য শেয়ার করা হলো।

Gold Rate Today in Kolkata

এখন থেকে সহজেই সোনার গয়না কেনার সুযোগ দিচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স। এখনই সুবিধা পেতে করুন এই কাজ।
যেকোনো ধরনের সামাজিক উৎসবে মানুষের প্রথম পছন্দ হলো সোনার গয়না। কিন্তু সোনার গয়না তো আর বললেই হলো না তা কেনা বেশিরভাগ মানুষের পক্ষে দুঃসাধ্য। বিশেষত মধ্যবিত্ত মানুষরা যেখানে দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে সোনার গয়না ক্রয় করা তো তাদের কাছে অলীক কল্পনা বলে মনে হয়।

কিন্তু সম্প্রতি দেশের প্রসিদ্ধ স্বর্ণ প্রতিষ্ঠান পিসি চন্দ্র জুয়েলার্স (P. C. Chandra Jewellers) দিচ্ছে এমন এক সুবিধা যেখান থেকে সহজেই এবং আকর্ষণীয় ছাড়ে ক্রয় করতে পারবেন নিজের পছন্দমত সোনার গয়না। আসুন জেনে নেয়া যাক।

আমরা সকলেই সোনার গয়না কেনার আগে যাচাই করি তা নিখুঁত এবং আকর্ষণীয় কিনা। তাই যেকোন বিশ্বস্ত এবং নাম করা স্থান থেকেই এই সোনার গয়না আমাদের মধ্যে সকলে কিনে থাকে। এ প্রসঙ্গে পিসি চন্দ্র জুয়েলার্স এর নাম অন্যতম উল্লেখযোগ্য। শুধু বিখ্যাতই নয় বরং আমাদের রাজ্যের একটি প্রাচীন এবং বিশ্বস্ত স্বর্ণালংকারের প্রতিষ্ঠান হল এটি।

খাঁটি এবং উন্নত মানের সোনার গয়নার বিক্রেতা (Gold Rate Today) হিসেবে এর নাম সারা দেশ জুড়ে প্রসিদ্ধ। পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন সুন্দর তথা আধুনিক ডিজাইনের সোনার গয়না। কোন বিয়ের অনুষ্ঠান হোক বা কোন অন্নপ্রাশন বা কারো জন্মদিন অথবা পূজো পার্বণ সব ধরনের সামাজিক উৎসবেই তাল মিলিয়ে ঠিক সেই রকম ধরনেরই সোনার গয়না প্রস্তুত করে থাকেন এনারা।

আর এসব কারণেই তো মানুষের মধ্যে এত জনপ্রিয় এই স্বর্ণ প্রতিষ্ঠান। এবার দেশের এই বিখ্যাত প্রতিষ্ঠান থেকে সোনার গয়না কেনার উপর দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। যে কারণে আরো বেশি সংখ্যক মানুষ এখন থেকে সোনার গয়না ক্রয় (Gold Rate Today) করতে পারবেন সহজেই।

Buy Gold online, Gold as Investment, Gold Rate today

flipkart, amazon ইত্যাদি শপিং অ্যাপে আমরা তো সকলেই প্রায় অনলাইন শপিং করে থাকি। কারণ এতে সুবিধা রয়েছে অনেক। একদিকে যেমন ঘরে বসেই সহজে নিজের পছন্দের জিনিসটি আমরা কিনতে পারি তেমনি অন্যদিকে তার সঙ্গে পাই আকর্ষণীয় ছাড়ের (Gold Rate Today) সুবিধাও। সম্প্রতি পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকেও চালু করা হয়েছে এরকম অনলাইন শপিং এর সুবিধা।

এই প্রতিষ্ঠানের যে সমস্ত স্টোর গুলি রয়েছে সেখানে কাস্টমারদের অত্যাধিক ভিড়বশত সকলের ঠিক ঠাক ভাবে গয়না দেখে শুনে কিনতে পারেন না। এ নিয়ে অনেকবারই অভিযোগ করা হয়েছে কর্তৃপক্ষের কাছে। আর তাই সেই সমস্যার সমাধান করতে এই অনলাইন পদ্ধতি এবার চালু করল কর্তৃপক্ষ।

সোনা ও রুপোর দাম (Gold Price Today)

এখন থেকে ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে এই জুয়েলার্সের যেকোন স্টোর থেকে সহজেই আপনি গয়না অর্ডার করতে পারবেন। তার সঙ্গে প্রতিটি অর্ডার এর ওপর পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় অথবা ক্যাশব্যাক এর সুবিধা। এছাড়া গয়নার মুজুরীর উপরে ৭০% পর্যন্ত ছাড়।

আরও পড়ুন, সোনার দাম ফের একধাক্কায় কমলো, পশ্চিমবঙ্গের নতুন রেট দেখুন।

বেশ কয়েকদিন হল চালু করা হয়েছে এই অনলাইন শপিং এর সুবিধা। আর মুহূর্তেই এর অনলাইন ট্রাফিক পৌঁছে গেছে আশ্চর্যজনক পর্যায়ে। পি সি চন্দ্র জুয়েলার্স এর কর্ণধার জানিয়েছেন গত কয়েকদিনের মধ্যেই প্রায় বেশ কয়েক হাজার জনের মত মানুষ ভিড় করেছে অনলাইন সাইটে তাদের স্টোর থেকে গয়না কেনার জন্য।

আরও পড়ুন, আজকের সোনার দাম দেখতে এখানে ক্লিক করুন

তাহলে অযথা আর দেরি করছেন কেন? আজই আপনিও অনলাইনে সোনার গয়না ক্রয় করুন পিসি চন্দ্র জুয়েলার্স এর স্টোর থেকে এবং পেয়ে যান আকর্ষণীয় ছাড়।
শুধু তাই নয়, বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে, টাকা থাকলে কিছু সোনা কিনে রাখুন, কয়েক বছরেই ডমল হয়ে যাবে। আপনি অনলাইনে ও ভার্চুয়াল গোল্ড কিনতে পারেন। Gold Rate Today বা সোনার দাম দেখে কিছুটা সোনা কিনে রাখুন।
আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন, এখানে।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, বাংলার নতুন প্রকল্প। পুজোর আগে সবাইকে চাকরী দিচ্ছে সরকার। আর টাকার অভাব থাকবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button