Case Status Calcutta High Court

Case Status Calcutta High Court – মামলা উঠলো কলকাতা হাইকোর্টে।

পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির আরেক পর্দাফাঁস। কোলকাতা হাইকোর্ট কি জানালো দেখুন(Case Status Calcutta High Court). নিয়োগ নিয়ে বড়সড় আপডেট।

Advertisement

দেশে কোথাও কোনো অন্যায় হলে তার সুবিচারের দায়িত্বে থাকে বিচার বিভাগ অর্থাৎ আদালত (Case Status Calcutta High Court)। তবে যদি স্বয়ং বিচার বিভাগ অর্থাৎ আদালতের দ্বারাই কোন অন্যায় অবিচার হয় তবে? কে নেবে তার সুবিচারের দায়িত্ব? এবার খাস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা আদালতে অনিয়মের নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো রাজ্যবাসী তথা দেশবাসী।

সকলেই জানেন গত কয়েকমাস ধরে রাজ্যের স্কুল, মাদ্রাসা, কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে সামনে আসা দুর্নীতির করা হাতে পদক্ষেপ নিতে দেখা গেছে আদালতকে (Case Status Calcutta High Court)। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা মামলায় সিবিআই-কেও নিয়োগ করা হয়েছে তদন্তের স্বার্থে। ইতিমধ্যে আবার বরখাস্ত হয়েছেন কয়েকশো শিক্ষক।

Ads

তবে পশ্চিম বর্ধমান জেলা আদালতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি হল, পশ্চিম বর্ধমান জেলা আদালতে কর্মী নিয়োগ পরীক্ষায় (Case Status Calcutta High Court) মানা হয়নি কোন নিয়ম। এই মর্মে মামলা রুজু করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আদালতে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে রুজু করা হয় মামলাটি।

Advertisement

দুদিন বৃষ্টি হতেই, পশ্চিমবঙ্গে স্কুল খোলার অর্ডার, কবে খুলছে দেখুন

মামলাটি বিচারের দায়িত্বে রয়েছেন শম্পা সরকার মহাশয়। এদিন বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলাটির শুনানি হলে তিনি পশ্চিম বর্ধমানের জেলা আদালতের নিয়োগ নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ (Case Status Calcutta High Court) দেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি পরীক্ষাটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জানানো হয়েছিল, পরীক্ষার মাধ্যমেই করা হবে কর্মী নিয়োগ। যদিও পরবর্তী গত দু’বছরে অতিমারির কারণে নেওয়া হয়নি পরীক্ষা।

Advertisement

তবে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি নেওয়া হয় পরীক্ষা। মামলাকারীর অভিযোগ পরীক্ষা কেন্দ্রগুলিতে বহু ভুয়ো পরীক্ষার্থী কাগজপত্র দেখিয়ে পরীক্ষা (Case Status Calcutta High Court) দিতে বসেন। এরপরেও নিয়োগের ক্ষেত্রে ঘটে অনিয়মের ঘটনা। মামলাকারীর আরো জানান এ বিষয়ে পুলিশকে অবগত করা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

Ads

এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ না দিলে অফিসারদের বেতন বন্ধের নির্দেশ, কলকাতা হাইকোর্টের

তবে গত বৃহস্পতিবার হাইকোর্টের মামলার শুনানির পর বিচারপতি বলেন, নিম্ন আদালতে নিয়োগ নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন তদন্ত করে দেখা দরকার। তিনি আরো বলেন, এক সপ্তাহের মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র আইজি-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (Case Status Calcutta High Court) গঠন করা হবে এবং আগামী ২৮ জুনের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করে আদালতে তার রিপোর্ট পেশ করতে হবে।

প্রতিদিন নিত্যনতুন আরো খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ দিচ্ছে এই ২ স্কলারশিপ, জানুন আবেদনের শেষ তারিখ

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *