Government Employee

কতটা লাভবান হবেন Government Employee এবং অবসারপ্রাপ্ত কর্মীরা?

রাজ্যে সকল সরকারি কর্মচারীদের da এখনও বকেয়া (Government Employee)। কিন্তু তার মাঝে লাভবান হতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের অধীন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বা da ৪ শতাংশ বাড়ানো হল।

Advertisement

অতিমারীর আবহে অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস থেকে Central Government Employee দের ডিএ ও ডিআর স্থগিত রাখা হয়েছিল। তবে মাঝে বাড়ানো হয়েছিল ডিএ ও ডিআর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বছরের জানুয়ারি মাস থেকে ৩৪ শতাংশ হারে ডিএ প্রদান করা হচ্ছিলো। এবার এবার তা আরো ৪ শতাংশ বাড়ানো হল।

আবেদন করলেই পাবে 6000 টাকার স্কলারশিপ। বিশদে জানতে ক্লিক করুন

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর (বুধবার) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। সিদ্ধান্ত নেওয়ার পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অনুরাগ সিং ঠাকুর জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ এবং ডিআর ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার থেকে Central Government Employeeরা ৩৮ শতাংশ হারে ডিএ এবং ডিআর পাবেন।

Ads

মোবাইল রিচার্জের দাম কমাতে বাধ্য হলো, মাত্র 24 টাকায় সারা মাসের ভ্যালিডিটি

কত টাকা ব্যয় হবে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ এবং ডিআর বাড়ায় অর্থবর্ষে কেন্দ্রের কোষাগার থেকে অতিরিক্ত ১২,৮৫২ কোটি টাকা খরচ করতে হবে। তবে আশা করা হচ্ছে এর ফলে সরকারি কর্মচারীরা ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা মূল্যবৃদ্ধির বাজারে উপকৃত হবেন।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের দিচ্ছে বার্ষিক 50 হাজার টাকা, আবেদন করুন সঠিকভাবে

Advertisement
One thought on “পুজোর মধ্যে সেরা উপহার পেল Government Employee রা, নয়া সিদ্ধান্তে কি জানানো হল?”
  1. My Name is Mr Shyamal Kanti Das Gupta,Flat E05/402,Peerless Nagar B.T.Road PO Panihati Kolkata 700114
    Wife-Mrs Renu Das Gupta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *