SBI bank update

SBI তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সারা ভারতে এক অন্যতম জায়গা করে নিয়েছে জনগণের মনে। শুধু তাই নয়, এই ব্যাংকের রয়েছে 22 হাজারের বেশি শাখা, 62 হাজারের বেশি এটিএম। 31 টি দেশে পরিষেবা দিয়ে চলেছে যেখানে রয়েছে 200 টির বেশি শাখা। তবে এবারে তারা কি এমন পরিবর্তন আনতে চলেছে, সে বিষয়েই আজকের এই প্রতিবেদন।

Advertisement

আগে থেকে SBI তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর এই নিয়ম জেনে রাখা ভালো।

ব্যাংকিং সিস্টেমে গতি আনতে বর্তমানে বেশ প্রচলিত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর ব্যবহার। এর সাহায্যেই এখন গ্রাহকেরা অধিকাংশ কেনাকাটা থেকে শুরু যাবতীয় সব রকম কাজ সেরে ফেলেন অনায়াসে। এবারে SBI তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর কর্তৃপক্ষের তরফে জারি হল নতুন নির্দেশিকা। চলুন তবে বিশদে জেনে নেওয়া যাক।

ব্যাংকের তরফ থেকে SBI তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্রেডিট কার্ডে আনা হচ্ছে বিরাট পরিবর্তন। জারি হতে চলেছে নতুন নিয়ম। আর SBI ব্যাংকের ক্রেডিট কার্ড হচ্ছে দেশের সব থেকে ভালো অপারেটরদের মধ্যে দ্বিতীয়। এই SBI এর ক্রেডিট কার্ডের বেশ কয়েকটি ধরণও আছে। এর মধ্যে এক প্রকারের Credit Card এর ক্ষেত্রে আনা হচ্ছে এই বিশেষ পরিবর্তন।

Ads

এক্ষেত্রে SBI ব্যাংকের Simply Click কার্ডের ক্ষেত্রে আনা হচ্ছে বিশেষ রকমের পরিবর্তন। আর এই পরিবর্তন চালু হতে চলেছে আগামী বছর অর্থাৎ 2023 সালের শুরু থেকেই। এক্ষেত্রে যে পরিবর্তন আনা হল, তা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করা বিভিন্ন ভাউচার এবং নানা রকমের রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়মের বিশাল পরিবর্তন। এবার থেকে আর আগের মতো সুযোগ সুবিধা থাকছে না।

Advertisement

ইতিমধ্যেই SBI এর তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সিম্পলী ক্লিক কার্ডে যে ক্লিয়ার ট্রিপ ভাউচার পাওয়া যায়, সেটি শুধুমাত্র একটি লেনদেন এর ওপরেই প্রযোজ্য থাকবে। আগামী নতুন বছর অর্থাৎ 2023 সালের শুরুতেই অর্থাৎ 6ই জানুয়ারি তারিখ থেকেই এই নতুন নিয়ম চালু হবে সকল গ্রাহকদের জন্য। তবে যারা অন্য ধরণের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে অফারে কোন রকমের পরিবর্তন হবে না।

Advertisement

এক্ষেত্রে SBI ব্যাংক এর তরফ থেকে আরো জানানো হয়েছে যে, এই ভাউচার একবার কাজে লাগালে অন্যান্য আর কোন অফার গ্রহণ করা যাবে না। অর্থাৎ এই অফার ভাইচার শুধুমাত্র একবারই ব্যবহার করার জন্য গ্রাহকদের ক্ষেত্রে উপলব্ধ হবে। সুতরাং, ভেবে চিন্তে এই অফার ব্যবহার করলেই লাভবান হতে পারবেন গ্রাহকেরা।

Ads

Fixed Deposit করলে পান 8.5% হারে সুদ। দিচ্ছে কোন কোন ব্যাংক! জেনে নিন।

এছাড়াও আরো একটি বিষয়ে SBI ব্যাংক জানিয়েছে যে, আগামী বছরের শুরুতে অর্থাৎ পয়লা জানুয়ারি, 2023 তারিখ থেকে এই সিম্পলী ক্লিক ক্রেডিট কার্ডের মাধ্যমে Amazon.in এর অনলাইন খরচের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে নানা ধরণের পরিবর্তন। এক্ষেত্রে কি পরিবর্তন করা হল তা দেখে নেওয়া যাক। আগের সুবিধা কি পাবেন গ্রাহকেরা? করা হচ্ছে কি কি পরিবর্তন?

আগে Amazon.in এর ওয়েবসাইটে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে রিওয়ার্ড পাওয়া যেত 10X. তবে এবার থেকে এই পয়েন্টের পরিমাণ রীতিমতো অর্ধেক করে দেওয়া হল। এতে অনেক গ্রাহকেরাই বেশ অবাক হলেন। অর্থাৎ এবার থেকে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে মিলবে মাত্র 5X পরিমাণ রিওয়ার্ড পয়েন্ট। এছাড়াও Cleartrip, Eazy Diner, Lenskart, Netmeds এর ক্ষেত্রে কেনাকাটায় আগের মতোই রিওয়ার্ড পাওয়া যাবে।

ATM থেকে টাকা তোলার সময় টাকা তুলতে পারলেন না কিন্তু অ্যাকাউণ্ট ফাঁকা হয়ে গেলো তখন কী করবেন?

তবে এই পরিবর্তন আনা হচ্ছে শুধুমাত্র Amazon.in এর মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে। এমন আরও আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়া আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ওয়েবসাইটে। বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *