Download Aadhar Card

Download Aadhar Card – আধার কার্ডে ভুল থাকলে কিভাবে ঠিক করবেন? জেনে নিন।

আধার কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের প্রমান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে (Download Aadhar Card)। তাই আধার কার্ড নম্বর ছাড়া কোনো চাকরিপ্রার্থী চাকরির পরীক্ষাও দিতে পারেন না। কিন্তু সেই আধার কার্ডেই যদি কোনো ভুল ভ্রান্তি থাকে? তবে জরুরি জাজে হয়রানির সীমা থাকে না। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।

Advertisement

আধার কার্ডে নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যদি সম্পর্কে লেখা থাকে। কিন্তু অনেক সময় তাতে নানান ভুল ভ্রান্তি থাকে। সেগুলি বাড়িতে বসেই অনলাইনে ঠিক করা সম্ভব। কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। (Download Aadhar Card)

জানেন কি মেয়েরা কোন পেশার পুরুষকে বেশি পছন্দ করে, ম্যাট্রিমনিয়াল সাইটের সার্চ দেখলে অবাক হবেন

কিভাবে অনলাইনে আধার কার্ডের জন্ম তারিখ ঠিক করা যাবে?
১) UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
২) ‘Update Demographics Data & Check Status’ অপশনে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ ওপেন হলে সেখানে আবেদনকারীর ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে। (Download Aadhar Card)

Ads

রেশন কার্ড থাকলে এই মাসে বিনামূল্যে 21Kg চাল ও 13Kg আটা পাবেন, দেখুন কোন কার্ডে কি কি পাবেন

৪) এরপর নিচে ক্যাপচা কোড আসবে, সেটি সঠিকভাবে লিখতে হবে।
৫) ‘Request OTP’ অপশনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। এরপর সঠিকভাবে OTP লিখে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
এইভাবে খুব কম সময়েই বাড়িতে বসে আধার কার্ডে থাকা জন্ম তারিখ ঠিক করা যাবে। (Download Aadhar Card)

Advertisement

এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Advertisement
One thought on “Download Aadhar Card – আধার কার্ডের ভুল ভ্রান্তি সংশোধন করুন মাত্র 5 মিনিটেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *