সরকারী কর্মীদের ছুটির তালিকা প্রকাশিত হয় আগে থেকেই। সেই রকম ভাবেই সারা দেশ জুড়ে ব্যাংক পরিষেবা সংক্রান্ত ছুটির তালিকা প্রকাশ করা হয় আগেভাগেই। প্রত্যেক কর্মী থেকে শুরু করে গ্রাহকদের যাতে এই ব্যাংক পরিষেবা তথা Banking Service নিতে কোন রকম অসুবিধা না হয়, সেই কারণে আগে থেকেই প্রকাশিত হয় এই ছুটির তালিকা।
কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, কাজের আগে জানা দরকার।
Closure Notice অনুসারে নতুন বছর তথা New Year-2023 শুরুর আগেই কমিশনের তরফ থেকে চালু করা হল এই ছুটির তালিকা। ব্যাংক কর্মীরা বছরের শুরুতেই পেতে চলেছেন বেশ কিছু ছুটি। তবে এর ফলে গ্রাহকদের যাতে কোন রকম অসুবিধা না হয়, তার জন্যই এই আগাম প্রতিবেদন। যদি তেমন কোন ব্যাংকিং সংক্রান্ত কাজ থাকে তাহলে আগে থেকে এই ছুটির তালিকা দেখে নিয়ে নিজের কাজগুলি কবে করবেন, তা ঠিক করে নিন।
সারা ভারতের সমস্ত ব্যাংকগুলি নিয়ন্ত্রণ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই নির্দেশিকা অনুসারে, স্বাভাবিকভাবেই প্রতি সপ্তাহের রবিবারগুলি ব্যাংক বন্ধ থাকে। এছাড়াও প্রতি মাসের 2য় এবং 4র্থ শনিবারেও থাকে ব্যাংক বন্ধ। তবে অঞ্চল ভিত্তিক ব্যাংকিং এর ক্ষেত্রে ছুটির সামান্য এদিক ওদিক হয়ে থাকে। সব মিলিয়ে সারা দেশ জুড়ে 14 দিনের জন্য বন্ধ থাকছে ব্যাংক পরিষেবা।
RBI যে ছুটির তালিকা প্রকাশ করেছে সেই অনুসারে,
সারা দেশ জুড়ে পয়লা জানুয়ারি থাকছে ছুটি অর্থাৎ বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। যদিও ঐদিন রবিবার। এরপর, ছুটি থাকবে 5ই জানুয়ারি, 2023 তারিখে।
এরপর আবার 8ই জানুয়ারি থাকছে রবিবারের ছুটি।
এরপরের ছুটি থাকবে 11ই জানুয়ারি 2023 তারিখে। তবে এই ছুটি সারা দেশে নয়। শুধুমাত্র মিজরামে মিশনারি দিবস হিসেবে থাকবে এই ছুটি। 15ই জানুয়ারি তারিখে রবিবার হলেও পোঙ্গল,মাঘ বিহু এর কারণে থাকবে ছুটি। এরপরে 22শে জানুয়ারিও থাকবে রবিবারের ছুটি।
Mutual Fund বিনিয়োগে ঘরে বসে কামান মোটা টাকা! কোথায় বিনিয়োগে সর্বাধিক লাভ, দেখে নিন।
23শে জানুয়ারি তারিখে সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। ঐদিন পশ্চিমবঙ্গ সহ অসমে থাকবে ব্যাংক বন্ধ। এরপর আগামী 25শে জানুয়ারি, বুধবার তারিখে হিমাচল প্রদেশে রাজ্য দিবসে থাকছে ব্যাংক পরিষেবা বন্ধ। 26শে জানুয়ারি, সারা দেশে ছুটি থাকবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে।
এরপর আগামী 28শে জানুয়ারি তারিখে শনিবারে থাকবে শনিবারের স্বাভাবিক ছুটি। 29শে রবিবার ছুটি। এরপরে আগামী 31শে জানুয়ারি তারিখে মঙ্গলবার আসামের স্থানীয় উপলক্ষ থাকার কারণে থাকবে ছুটি। এই সকল ছুটির খবর জেনে সঠিক দিনে নিজের সুবিধামতো কাজগুলি সেরে নিন। নাহলে সমস্যা হতে পারে।
2023 থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য চালু হচ্ছে ভয়ংকর নিয়ম,নিজের টাকা রেখেও শান্তি নেই
এই রকম আরও গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। সরকারী ও বেসরকারি প্রকল্প, চাকরী, ব্যবসা, মোবাইল রিচার্জের দারুণ অফার, LIC, আর্থিক বিনিয়োগ সম্পর্কে জানতে আমদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Useful Articals