Coal India Jobs 2022

Coal India Jobs – জেনে নিন চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আপনি কি একজন চাকরিপ্রার্থী? খোঁজ করছেন কোন সরকারি চাকরির? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুসংবাদ (Coal India Jobs)। কেন্দ্রীয় সরকারি কোল ইন্ডিয়া লিমিটেডে চলছে প্রচুর সংখ্যায় কর্মী নিয়োগ। চলুন জেনে নেওয়া যাক চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

নিয়োগকারী সংস্থা– কোল ইন্ডিয়া লিমিটেডে (Coal India Limited)।
মোট শূন্যপদ সংখ্যা– ৪৮১ টি। (Coal India Jobs)
শূন্যপদের নাম ও সংখ্যা-
১) পারসোনেল ও HR -১৩৮ টি,
২) পরিবেশ- ৬৮ টি,
৩) মেটেরিয়াল ম্যানেজমেন্ট-১১৫ টি,
৪) মার্কেটিং ও সেলস- ১৭ টি,
৫) কমিউনিটি ডেভলপমেন্ট -৭৯ টি,

আধার কার্ড ব্যবহার নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। বাতিল করা হল প্রায় 6 লক্ষ আধার কার্ড

৬) লিগাল-৫৪ টি,
৭) পাবলিক রিলেশন- ০৬ টি,
৮) কোম্পানি সেক্রেটারি- ৪ টি।
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা– ইচ্ছুক আবেদনকারীদের হতে হবে স্নাতক পাশ। তবে স্নাতকোত্তর পাশ অথবা ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়ারাও করতে পারবেন এই পদের জন্য আবেদন।

Ads

আবেদনকারীর বয়সসীমা-
৩১ মে, ২০২২ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে (Coal India Jobs)। তাছাড়া সরকারের নিয়মে তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি চাকরি প্রার্থীরা পাবেন বয়সসীমায় ছাড়। এর পাশাপাশি প্রতিবন্ধী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীরাও নিয়ম অনুযায়ী পাবেন ছাড়।

Advertisement

এবার গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতির অভিযোগে জড়ালো পার্থ চ্যাটার্জীর নাম

আবেদন পদ্ধতি-
যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://www.coalindia.in/ ওপেন করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। এটি পরবর্তীকালে কাজে লাগতে পারে। তাই যত্ন করে রেখে দিতে হবে।

Advertisement

প্রার্থী বাছাই পদ্ধতি-
যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কোল ইন্ডিয়া অফিসার ওয়েবসাইট https://www.coalindia.in/ থেকে জানতে পারবেন আবেদনকারীরা।(Coal India Jobs)
আবেদনের শেষ তারিখ- আগামী ৭ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Ads

পুরনো ৫ টাকার নোট থাকলেই মিলবে ৩ লক্ষ টাকা

Advertisement
3 thoughts on “Coal India Jobs 2022 – কেন্দ্রীয় সরকারের কোল ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *