Espresso Business Idea – পুজোর আগে এসপ্রেসো ব্যবসা শুরু করে প্রচুর টাকা আয় করুন। এসপ্রেসো কফি শপ ব্যবসা কিভাবে শুরু করবেন জেনে নিন।

Coffee Shop Espresso Business Idea

বর্তমানে প্রত্যেকটি মানুষ চায় স্বাধীনভাবে কিছু করতে। আপনিও যদি ভালো লাভের বিজনেসের সন্ধানে থাকেন, তাহলে Espresso Business Idea হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ চয়েস। এই বিজনেস শুরু করতে হলে বিপুল অর্থের প্রয়োজন নেই। মোটামুটি একটি মূলধন সংগ্রহ করে নিজের বাড়ির কাছে এই ব্যবসা শুরু করতে পারেন। আর পূজার মরশুমে এই ব্যবসা থেকেই দেদার মুনাফা অর্জন করতে পারবেন।

Espresso Business Idea 2025

ভারতবর্ষের মানুষের মধ্যে কফির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাই অনেকেই কফি শপ ব্যবসা শুরু করেছেন। ১ লাখ টাকারও কম মূলধন বিনিয়োগ করে বাড়ির কাছে এক্সপ্রেসো ব্যবসা (Espresso Business Idea) শুরু করতে পারেন আপনি। আপনি যদি সত্যিই মনস্থির করে থাকেন তাহলে পুজোর আগেই শুরু করে দিন কফি শপ কার্ট। এক্সপ্রেসো ব্যবসা শুরু করবেন কিভাবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

এই ব্যবসা কারা করতে পারবেন?

নিজের এলাকায় এক্সপ্রেসো কফি শপ ব্যবসা (Espresso Business Idea) শুরু করার জন্য কোন বাছ বিচার নেই। যে কোন মানুষ এই ব্যবসা শুরু করতে পারেন। তা সে শিক্ষার্থীরা, গৃহিণী বা অবসরপ্রাপ্ত কর্মী যেই হোন না কেন। তবে ব্যবসা শুরুর আগে নির্দিষ্ট পরিকল্পনা লাগে। এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন এবং ব্যবসা শুরুর ধাপগুলি আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

কফি শপ ব্যবসা শুরুর ধাপ

১) এলাকা নির্বাচন: প্রথমত আপনাকে উপযুক্ত এরিয়া নির্বাচন করতে হবে। স্কুল কলেজের এরিয়া কিংবা কোন মার্কেটের কাছাকাছি এই ব্যবসা শুরু করতে পারেন। সঠিক জায়গা নির্বাচনে আপনার ক্রেতা সংখ্যা বাড়বে। আর আপনার ব্যবসা দারুণ এগোবে।

আরও পড়ুন: বাড়িতে বসে এই ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করুন। ডিসপোজেবল স্লিপার ব্যবসা শুরুর প্রক্রিয়া, লাভের পরিমান জেনে নিন

২) মেশিন কেনা: এই ব্যবসা করার জন্য মেশিন কিনতে হবে। এর জন্য মোটামুটি কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা খরচ দরকার। ব্যবসার জন্য ভালো কফি মেশিন কিনবেন।

৩) ব্র্যান্ডিং ও মার্কেটিং: আপনার কফি শপকে পরিচিত করে তোলার জন্য ব্র্যান্ডিং ও মার্কেটিং করুন। সোশ্যাল মিডিয়ায় সাহায্য নিতে পারেন ও পোস্টার নিজস্ব এলাকায় ছড়িয়ে দিন।

ব্যবসার জন্য কত মূলধন লাগবে?

এই ব্যবসা শুরুর আগে আপনি যে জিনিসগুলো কিনবেন তার জন্য আপনার মোটামুটি খরচ হবে ৫০,০০০-৭৫,০০০ টাকা। ভাড়ার দোকান হলে খরচ আর একটু বেড়ে যেতে পারে। তবে লাখ টাকার কম বিনিয়োগে কফি শপ ব্যবসা শুরু করা যায়।

এই ব্যবসা থেকে মাসে কত টাকা ইনকাম হবে?

এই ব্যবসা থেকে আপনার মাসিক লভ্যাংশ পৌঁছে যেতে পারে ২৫,০০০-৭৫,০০০ টাকা। তবে সবটাই নির্ভর করছে আপনার পরিশ্রম এবং আপনি কি ধরনের এক্সপ্রেসো কফি সার্ভ করছেন তার উপর। আপনার কফি শপকে নির্দিষ্ট থিম মেনে সাজিয়ে গুছিয়ে নেবেন। তাহলে ক্রেতা সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়বে।

ব্যবসা বাড়ানোর জন্য কি করবেন?

আপনি এক জায়গায় এই কফি শপের বিজনেস শুরু করে আগামী দিনে আপনার এই বিজনেস সম্প্রসারণ করতে পারেন। এর জন্য একাধিক লোকেশন বাছাই করে সেখানে কফি শপ কার্ট বসাতে পারেন। ফ্রাঞ্চাইজি মডেল শুরু করতে পারেন। আর অনলাইনের মাধ্যমে বিভিন্ন ফুড কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করে বাড়িতে বাড়িতে আপনার কফির ডেলিভারি দিতে পারেন। আর এভাবে আপনি আপনার মুনাফা বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন: ঘরে বসে প্যাকিং এর কাজ করে পুরুষ মহিলা যে কেউ প্রচুর টাকা আয় করুন। বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ কিভাবে শুরু করবেন?

উপসংহার

বর্তমানে প্রত্যেকটি মানুষ চান স্বাধীনভাবে কিছু শুরু করতে। তাই ব্যবসার পথ বেছে নিচ্ছেন অধিকাংশ জন। আপনিও শুরু করতে পারেন কফি শপ ব্যবসা। ব্যবসার অগ্রগতি হলে মাসে এক লাখ টাকা ইনকাম সম্ভব। তাহলে আর দেরি কেন? এই ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনার হয়েছে। এবার পরিকল্পনা করে শুরু করেই দিন আপনার নিজস্ব বিসনেস।

Related Articles

Back to top button