Colgate Scholarship 2022 – কোলগেট স্কলারশিপে আবেদন করলেই স্কুল ও কলেজ পড়ুয়ারা পাবে নগদ 30000 টাকা।

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে মিলবে Colgate Scholarship.

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যে কোন স্কলারশিপ ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রতি আগ্রহ অনেক গুণে বাড়িয়ে দেয়। Colgate Scholarship এর আবেদন করলেই পাওয়া যাবে 20-30 হাজার টাকার এক দুর্দান্ত স্কলারশিপ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আলাদা আলাদা পরিমানে টাকা দেওয়া হয়ে থাকে।

সরকার যেমন শিক্ষার জন্য নানা ধরণের সুযোগ সুবিধা বিনামূল্যে দিয়ে থাকে পড়ুয়াদের ঠিক তেমনই বেসরকারি নানা সংস্থা তাদের অবদান রাখে শিক্ষা ক্ষেত্রে। এই Colgate Scholarship তেমন একটি বিষয়। এখানে কোলগেট কোম্পানি এবং পামোলিভ কোম্পানির যৌথ প্রয়াসে বৃত্তি দেওয়া হয়।

এই Colgate Scholarship এর মাধ্যমে কত টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে পড়ুয়াদেরকে ক্লাস ভিত্তিক ভিন্ন ভিন্ন অংকের টাকা দেওয়া হবে। অর্থাৎ যে সকল পড়ুয়া মাধ্যমিক স্তরে আবেদন করবেন তাদেরকে দেওয়া হবে 20 হাজার টাকা, যারা উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করবেন তারা পাবেন 30 হাজার টাকা। এছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে আবেদনে মিলবে 30 হাজার করে স্টাইপেন্ড।

এই Colgate Scholarship পড়ুয়াদের আর্থিক দিক থেকে বেশ সুরক্ষা প্রদান করবে। এবারে জানবো যে আবেদন কিভাবে করবেন? Colgate Scholarship এর জন্য সম্পূর্ণনলাইনে আবেদন করতে হবে। এর জন্য গুগলে Colgate Scholarship অথবা অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com এ গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর সেখানে নাম, বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘OK’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে প্রার্থীদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে।

এরপর ‘Save and Continue’ অপশনে ক্লিক করলে সামনে নতুন পেজ খুলে যাবে যেখানে টিক বক্সে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ‘Preview’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনের সব তথ্য চেক করে সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে হবে।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দুর্দান্ত নতুন Online Scholarship, আবেদন করলেই পাবেন 12 থেকে 50 হাজার টাকা।

আবেদন কারা করতে পারবেন? অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এই কোলগেট স্কলারশিপ পাবার জন্য। সেক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিকে ৭৫% নম্বর এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর পেতে হবে। পড়াশোনা চলমান থাকলেই মিলবে এই স্কলারশিপ।

মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য:- মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের আবেদনে লাগবে মাধ্যমিক এর এডমিট, মার্কশিট, সার্টিফিকেট, জাতিগত সংশাপত্র, বিশেষভাবে সক্ষমতার সার্টিফিকেট, বর্তমানে পঠন-পাঠনের প্রমাণ, ইনকাম সার্টিফিকেট, নিজের স্থায়ী বাসিন্দার প্রমাণ, পাসপোর্ট সাইজের কালার ফটো, সিগনেচার ইত্যাদি।

স্কুল, কলেজ ও ITI পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে আবেদন করলেই মিলবে নগদ 30 হাজার টাকা।

উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য:- উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মাধ্যমিক পড়ুয়াদের মতো সকল প্রমাণই প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট অবশ্যই লাগবে। তাছাড়া নিজের বর্তমানে যেখানে পড়াশোনা করা হচ্ছে, তার ভর্তি স্লিপ দরকার হবে। এছাড়া ইনকাম সার্টিফিকেট এর প্রয়োজন হবে অবশ্যই।

এখন আবেদন গ্রহণ করা হচ্ছে অনলাইনে। তাই আপনি এই কোলগেট স্কলারশিপ এর আবেদন করতে চাইলে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিন। এছাড়া আরো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাতে পারেন। প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button