CSS Scholarship দেশের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য আরো একবার হাত বাড়ালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক আবারো শুরু করা হলো সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। সাধারণত পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সকল ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে। কিন্তু অর্থের অভাবে অনেক সময় তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায়। অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়। ফলে ক্যারিয়ারে বড়সড়ো ক্ষতি হয় তাদের।
CSS Scholarship apply online
তাই এই সকল মেধাবী অসহায় ছেলেমেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে। এই সি এস এস হলো এরকমই একটি স্কলারশিপ। প্রতিবছরই এই সময়ে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপের আবেদন গ্রহণ করে থাকে। এবছরেও সম্প্রতি শুরু করা হয়েছে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের কাজ। কত তারিখ পর্যন্ত চলবে? আবেদন কি কি যোগ্যতা থাকতে পাওয়া যাবে? কত টাকাই বা পাওয়া যাবে? জানতে হলে পড়তে থাকুন।
CSS Scholarship কি?
CSS Scholarship হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্যার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপ টি প্রদান করে থাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বোর্ড। ২০০৮ সাল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ বা বৃত্তি প্রকল্প চালু করা হয়। কেন্দ্রের উচ্চশিক্ষা দফতরের উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনার অধীনে এই স্কলারশিপ প্রদান করা হয়। যে সকল পড়ুয়ারা উচ্চ শিক্ষা অনুসরণ করতে আগ্রহী রয়েছেন তাদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপের মাধ্যমে।
CSS Scholarship এ কত টাকা করে দেওয়া হয়?
১. কলেজ এবং বিশ্ববিদ্যালয় কোর্সের প্রথম তিন বছরের জন্য স্নাতক স্তরে 12,000/-বার্ষিক দেওয়া হয়।
২. স্নাতকোত্তর স্তরে প্রতি বছর 20,000 করে দেওয়া হয়।
৩. প্রফেশনাল কোর্স করা শিক্ষার্থীরা, যেখানে কোর্সের মেয়াদ পাঁচ (5) বছর/ ইন্টিগ্রেটেড কোর্স 4র্থ এবং 5ম বছরে 20,000/-প্রতি বার্ষিক পাবে।
৪. শিক্ষার্থীরা প্রযুক্তিগত কোর্স যেমন B.Tech, B.Engg. শুধুমাত্র স্নাতক স্তর পর্যন্ত বৃত্তি পাবেন অর্থাৎ 1ম, 2য় এবং 3য় বর্ষের জন্য 12,000 প্রতি এবং 4র্থ বছরে 20,000।
CSS Scholarship এ কি কি যোগ্যতা লাগবে?
১. আবেদনকারীকে 10+2 প্যাটার্ন বা সমমানের 12 তম শ্রেণিতে সংশ্লিষ্ট স্ট্রিম থেকে 80 শতাংশ বা তার উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২. আবেদনকারীকে অবশ্যই বর্তমানে নিয়মিত ডিগ্রি কোর্স অনুসরণ করতে হবে। কিন্তু চিঠিপত্র বা দূরত্ব মোড বা ডিপ্লোমা কোর্স অনুসরণ করলে এর সুবিধা দেওয়া হবে না।
৩. আবেদনকারীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অথবা অন্যান্য সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা স্বীকৃত কলেজ/প্রতিষ্ঠানে কোর্স করতে হবে।
৪. আবেদনকারীর অবশ্যই রাজ্য-চালিত স্কলারশিপ স্কিম/ফি অথবা অন্য কোনও স্কলারশিপ স্কিমের আওতায় সুবিধা পাওয়া যাবে না।
৫. আবেদনকারীর মোট পিতামাতা/পারিবারিক আয় বার্ষিক 4,50,000 এর বেশি হওয়া উচিত নয়।
৬. অধ্যয়নের প্রতি বছরে বৃত্তি পুনর্নবীকরণের জন্য, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পাওয়ার পাশাপাশি, কমপক্ষে 75% এর পর্যাপ্ত উপস্থিতি বজায় রাখাও মানদণ্ড হবে।
CSS Scholarship এ আবেদনে কি কি নথি লাগবে?
১. ব্যাঙ্কের বিবরণ পূরণের জন্য ব্যাঙ্ক পাসবুক
২. আধার নম্বর
৩. পারিবারিক আয়ের শংসাপত্র
৪. একটি ই-মেইল আইডি ও মোবাইল নম্বর
৫. যেখানে প্রয়োজন সেখানে জাত শংসাপত্র
৬. যেখানে প্রয়োজন সেখানে প্রতিবন্ধী শংসাপত্র।
৭. বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি।
CSS Scholarship এ আবেদন প্রক্রিয়া
১. scholarships.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রথমে।
২. রেজিস্ট্রেশন লিংকের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য লাগবে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
৩. এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪. Apply Now বাটনে ক্লিক করে আবেদনের পেইজটিতে আসতে হবে।
৫. সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
৬. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৭. সবকিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনের কাজ শেষ। এরপর দরকারি কাগজপত্র গুলির একটি করে হার্ডকপি প্রিন্ট করে নিতে হবে।
শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া! দেখেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
CSS Scholarship এ আবেদনের সময়সীমা
প্রতিবছর আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার। এবছরেও এই অক্টোবর মাসেই শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া। আবেদন কিন্তু বেশিদিন চলবে না। আগে থাকতেই এই প্রক্রিয়া সম্পন্ন করুন।
Written by Nabadip Saha.