Csss Scholarship: ছাত্র-ছাত্রীদের ২০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদন করলেই ঢুকবে টাকা। অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন

Csss Scholarship Application 2025

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ Csss Scholarship. ছেলেমেয়ে নির্বিশেষে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। উচ্চশিক্ষায় তাঁদের সাহায্য করার জন্য কেন্দ্রের এই ভূমিকা বিশেষ ভাবে প্রশংসনীয়। তাই যারা উচ্চশিক্ষায় অংশ নিতে চাইছিলেন, এই স্কলারশিপে দ্রুত নিজের আবেদন জমা করুন।

What is Csss Scholarship?

ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথমেই যে প্রশ্নটা আসবে Csss Scholarship আসলে কি। সেক্ষেত্রে বলি CSS Scholarship হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি বিশেষ স্কলারশিপ স্কিম। এই বৃত্তি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বোর্ড এই স্কলারশিপ প্রদান করে থাকে। ২০০৮ সাল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য চালু হয়েছ এই বৃত্তি প্রকল্পটি।

Csss Scholarship 2025

Csss Scholarship প্রদান করা হয় কেন্দ্রের উচ্চশিক্ষা দফতরের উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনার অধীনে। যারা উচ্চশিক্ষা অনুসরণ করতে আগ্রহী, কেন্দ্রীয় সরকার (Central Government) তাঁদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে এই স্কলারশিপের মাধ্যমে।

প্রত্যেক বছরেই পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফে সেই ট্রেন্ড চলে আসছে। চলতি শিক্ষাবর্ষের জন্যও এই স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন: সমস্ত ছাত্র ছাত্রীদের ২৫০০০ টাকা দিচ্ছে ডঃ আম্বেদকর স্কলারশিপে। যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ জেনে নিন

Csss Scholarship Eligibility

যারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন করছেন এমন স্নাতক স্তর থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য Csss Scholarship বৃত্তির ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। তবে এই স্কলারশিপ পেতে হলে কিছু যোগ্যতার মানদন্ড অবশ্যই মানতে হবে। কী কী? আসুন দেখে নিন।

  • স্কলারশিপের সাহায্য পাওয়ার জন্য পড়ুয়াদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
  • এই স্কলারশিপ পাবেন পুরুষ এবং মহিলা উভয়েই।
  • আবেদনকারী প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং দ্বারা নির্ধারিত আর্থিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় ভুক্ত অংশ হতে হবে।
  • আবেদনকারী প্রার্থী যদি অন্য কোনো স্কলারশিপের সাহায্যে পান তাহলে এই বৃত্তির সুবিধা পাবেন না।

Csss Scholarship Amount

Csss Scholarship এর মাধ্যমে স্নাতক স্তরের পড়ুয়ারা মাসে ১০০০ টাকা করে স্কলারশিপ পেয়ে থাকেন। আর স্নাতকোত্তরের পড়ুয়াদের ক্ষেত্রে এই বৃত্তির পরিমাণ হবে মাসে ২০০০ টাকা করে। প্রতি শিক্ষাবর্ষে এই ব্রত্তি ১০ মাস দেওয়া হবে। তারপর থাকছে পুনর্নবীকরণ বা রিনিউয়াল করার সুযোগ। ছাত্রছাত্রীরা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই বৃত্তির সুবিধা পেতে পারবেন।

Click Here

Csss Scholarship Application 2025

এই স্কলারশিপের সাহায্য পাওয়ার জন্য পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (এনএসপি) এর ওয়েবসাইট scholarships.gov.in- এ ভিজিট  করুন। তারপর আবেদন পত্রটি ফিলাপ করে উপযুক্ত নথি সহ জমা করুন। সংশ্লিষ্ট ওয়েবসাইট মারফত আপনার অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে। আবেদন জমা করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন: প্রথম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া, সবার একাউন্টে টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন ঐক্যশ্রী স্কলারশিপে

উপসংহার

আপনারা যদি এই স্কলারশিপের সাহায্য পেতে চান তাহলে নির্ধারিত তারিখের মধ্যে দ্রুত নিজের আবেদন জমা করুন। আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা যোগ্য হবেন অবশ্যই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাই আর দেরি না করে সত্বর নিজের অ্যাপ্লিকেশন জমা করুন।

Related Articles

Back to top button