Cyclone Mocha - মোচা ঘূর্ণিঝড়

Cyclone Mocha Effect! ৪০ ডিগ্রী ছাড়াতে চলেছে তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা রাজ‍্যে

এক দিকে Cyclone Mocha আসছে, তার উপর ফের দাপট দেখাতে শুরু করেছে গরম। তবে কি আগের মত গরমের ঝোড়ো ব্যাটিং শুরু হবে? আবার সেই পুরনো তীব্র দাবদাহ, দহন জ্বালা ধরাতে শুরু করবে বাংলার মানুষের? প্রশ্নটা উঠতে শুরু করেছে। তার কারণ, ইতিমধ্যেই সোমবার থেকে অস্বস্তিকর গরম আবহাওয়া শুরু হয়েছে। যার ফলে মানুষের একেবারে গলদঘর্ম অবস্থা।

Advertisement

এপ্রিলের প্রথম দিকে তীব্র দাবদাহ চলছিল রাজ্যজুড়ে। তাপপ্রবাহ চলছিল। যার ফলে মানুষের পরিস্থিতি একেবারে নাজেহাল হয়েছিল। তবে তারপরেই আবহাওয়ার পরিবর্তন হয়। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হওয়ার কারণে সেই তাপপ্রবাহ কমে যায়। কিছুদিন তীব্র গরম বাংলার আবহাওয়া থেকে চলে গিয়েছিল। স্বস্তি ফিরেছিল রাজ্যবাসীর। কিন্তু তার মধ্যেই আবার নতুন আশঙ্কা দানা বাধতে শুরু করেছে।

তার কারণ, সাইক্লোন মোকা (Cyclone Mocha) দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে ঘূর্ণাবর্ত ১০ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার সেই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। তবে মোকার (Cyclone Mocha) পরোক্ষ প্রভাবে রাজ্যে যে ফের গরম ঊর্ধ্বমুখী হতে চলেছে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Ads

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দুই দিনের মধ্যে কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে। পাশাপাশি, পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যাবে। দহন জ্বালা শুরু হতে চলেছে রাজ্যে। বুধ, বৃহস্পতিবার পর্যন্ত কোনো ঝড়-বৃষ্টি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। যার ফলে তীব্র গরম অনুভূতি হবে।

Advertisement
How to apply for SBI ATM Franchise (স্টেট ব্যাংক এটিএম)

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে দুই দিনের মধ্যে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠে যাবে। পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বইতে শুরু করবে। এটা সাইক্লোন মোখার (Cyclone Mocha) পরোক্ষ প্রভাব বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে (Forecast) তাপপ্রবাহের কথা বলা হয়নি। এখনো পর্যন্ত তাপপ্রবাহের কোনো সতর্কতা দেওয়া হয়নি। কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে।

Advertisement

পোস্ট অফিস সেভিংস একাউন্টে কি কি সুবিধা মেলে, কত চার্জ দিতে হয়?

ফলে তীব্র গরম ফের বাড়তে চলেছে রাজ্যে। সাইক্লোন মোকা পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব ফেলবে কিনা সেই বিষয়ে কিছু জানা না গেলেও হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এবং মায়ানমার উপকূল এলাকার দিকেই সাইক্লোন মোকার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে মোকার গতিপথের উপর নজরদারি রয়েছে হাওয়া অফিসের। সরাসরি বাংলার উপরে প্রভাব ফেলবে কিনা সেটা স্পষ্ট করতে পারেনি আবহাওয়া দপ্তর। কিন্তু তার পরোক্ষ প্রভাবে গরম যে বাড়তে চলেছে, সেটাই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। তাই একে মোচার আতঙ্ক অন্যদিকে গরমের তীব্র যন্ত্রণা একের পর এক ধাক্কায় অস্বস্তিতে বঙ্গবাসী।
Written by Shatadal.

Ads
Advertisement
One thought on “Cyclone Mocha – মোচা ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর রূপ নিলো, দুই শত্রুর আগমনে কপাল খারাপ বাংলার।”
  1. To all the Government Employees thought that the chair they hold is the treasure of their forefathers, please keep thinking the the poore section of the nation who attend to bed with empty stomach or raising blood in the every limbs to get a square meals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *