DA Case সংক্রান্ত মামলা কতদূর এগোল?
বকেয়া ৩১% DA মেলেনি এখনও পর্যন্ত। পুজোর আগে কি মিলবে? DA Case নিয়ে কি আপডেট? আদৌ কি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে? এই নিয়ে নানান প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের মনে উঠে আসছে। এরই মাঝে আদালত কি জানাল?
গত ২০ মে DA Case নিয়ে আদালতের নির্দেশের পরও ডিএ মেলেনি রাজ্য সরকারী কর্মীদের। উল্টে রায় পুনঃবিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছে। আর তাতে কি আদৌ সুবিধা করতে পারবে রাজ্য?
পুরাতন 25 পয়সা বাড়িতে থাকলেই মিলবে লাখ টাকা, অনলাইনে কিভাবে বেচবেন দেখুন।
আদালতের কি বক্তব্য?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বকেয়া মহার্ঘ ভাতা বা DA Case নিয়ে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে তার প্রেক্ষিতে এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাশ সামন্তের বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, এই মামলার পুনর্বিবেচনার সুযোগ কম। যদিও এদিন মামলার শুনানি দেওয়া হয়নি। এর কারণ রাজ্যের তরফ থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, সেই মামলার প্রতিলিপি সকল মামলাকারী সরকারি কর্মচারী সংগঠনের কাছে পৌঁছায়নি।
পুজোর আগে ডিএ দেবে?
তবে আদালত সূত্রের খবর, এই DA Case মামলা দুই-একটি শুনানি হয়েই শেষ হবে। তার পর রাজ্যের ডিএ দেওয়া ছাড়া উপায় থাকবেনা। তবে কর্মী মহলের আশংকা, রাজ্য সরকার বার বার কাল বিলম্ব করার পলিসি নিয়েছে। যেন, দিতে তো হবেই, কিন্তু যতটা দেরী করা যায়। আর একবার পঞ্চায়েত ভোটের সুচী ঘোষণা পর্যন্ত দেরী করতে পারলেই, আবার কয়েকমাস পেছানো যাবে।
বাংলায় আর বেকার থাকবে না, 100 Days Work Scheme ও নতুন চাকরী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার এটাই দেখার রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়। তবে কর্মী মহলের মতে রাজ্যের দেওয়ার সদিচ্ছা না থাকলে, মামলা পেছনোর অনেক রাস্তা আছে। তাই পুজোর আগে ডিএ ঘোষণার সম্ভাবনা, ক্রমে ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। মামলার পরবর্তী শুনানি বা এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
স্বাবলম্বী হওয়ার জন্য টাকা দিচ্ছে সরকার, এই সুযোগ নিয়ে নিজের পায়ে দাড়ান
Iam interested for Govt.empllye news to receive update.
Iam iterested Sukhobor news.
পুজোর পর রায়দান দিলে ভালো হয় দয়া করে আর দেরি করবেন না।