DA Hike: চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

Government Employees DA Hike

অবশেষে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike). অনেকদিন ধরেই তাঁদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষা করেছেন সরকারি কর্মীরা (Government Employees). আর এবার এল সেই মাহেন্দ্রক্ষণ। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অবশেষে বৃদ্ধি পেল। কর্মীদের ডিএ বাড়লো। ডিএ বৃদ্ধির সুখবর শোনাল সরকার। আর এই সুখবরের ফলে প্রায় ৯ লাখ সরকারি কর্মীর ব্যাংক একাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা। কিন্তু কতটা বৃদ্ধি পেল ডিএ? যা জেনে নেওয়া দরকার প্রত্যেক সরকারি কর্মীর।

Government Employees DA Hike

সরকারি কর্মীরা সর্বদাই ডিএ বৃদ্ধির (DA Hike) সুখবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ডিএ বৃদ্ধি পেলে জীবনধারণ তুলনামূলক সহজ হয়। পকেটে আসে অতিরিক্ত টাকা। তবে সরকার সাধারণত প্রতিবছর একবার না হলে দুবার করে মহার্ঘ ভাতা সংশোধন করে। সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয় আর অবসরপ্রাপ্তদের দেওয়া হয় ডিআর। আর এবার চুপিসারে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হলো।

চুপিসারে বাড়ল সরকারি কর্মীদের ডিএ

এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। সকল কর্মচারীদের ভাতা বাড়িয়ে সুখবর দিল সরকার। সাধারণত, রাজ্য সরকারি কর্মীদের বেতনের সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আর সেই মতোই এবার ডিএ বৃদ্ধি করল সরকার। দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মীলাভ হল রাজ্যের ৯ লাখ সরকারি কর্মীর।

ডিএ বৃদ্ধির সুখবর পেলেন গুজরাট রাজ্যের সরকারি কর্মীরা। বুধবার সরকারের তরফে এই ঘোষণা করা হল যে, রাজ্যের নয় লাখ কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হবে। মূল বেতনের ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ৫০ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ডিএ এবার ৫৩ শতাংশ হল।

মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হল ১ জুলাই থেকে পূর্ববর্তী ভাবে। জুলাই থেকে নভেম্বরের বকেয়া ডিএ জানুয়ারি মাসের বেতনের সঙ্গে এই অতিরিক্ত টাকা ঢুকবে বলে জানিয়ে দিয়েছে সরকার। চলতি বছর দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেল ৩ শতাংশ। ডিএ বৃদ্ধি পেল ৫৩ শতাংশ। তবে এর আগেও ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছোঁয়ার পরই সরকারি কর্মীদের ট্র্যাভেল অ্যালাওয়েন্স, এইচআরএ সহ একাধিক ভাতা বৃদ্ধি পেয়েছিল। গুজরাটের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর শোনালো রাজ্য সরকার।

অবশেষে ডিসেম্বরেই DA ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের? 20% এর উপরে আসবে মহার্ঘ ভাতা?

কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মীদের ক্ষেত্রে বর্তমানে মহার্ঘ ভাতার হিসাব যদি করা হয় তাহলে অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স-এর গড়ের ওপর ভিত্তি করে সে হিসেব করা হবে। ডিএ বৃদ্ধির ফর্মুলাহল- গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০।

আচমকাই সরকারি কর্মীদের 5% ডিএ বাড়ল! কবে থেকে কার্যকর হচ্ছে বর্ধিত ডিএ?

গুজরাটের সরকারি কর্মীরা যারা সপ্তম বেতন কমিশনের অধীনে করা কাজ করছেন তাঁরাও এই ফর্মুলাতেই মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে‌ এখন সরকারি কর্মীদের মধ্যে প্রশ্ন, কবে নতুন করে বেতন কমিশন গঠন করা হবে?‌ এই প্রশ্নের জবাব খুঁজতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মী ইউনিয়ন গুলির। সেই বৈঠক হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। আপাতত যা খবর মিলছে, খুব সম্ভবত এই ডিসেম্বর মাসে বৈঠকটি হতে পারে। আর এই বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত হবে নতুন করে বেতন কমিশন গঠন হবে কিনা।

Related Articles

Back to top button