Daily Horoscope – রাশিফল 9ই নভেম্বর, 2022. জেনে নিন, কেমন কাটবে আপনার আজকের দিনটি।

ভারতীয় মতে, প্রত্যেক রাশিফলের ক্ষেত্রেই দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope গণনা করা হয় গ্রহের অবস্থানের ওপরে ভিত্তি করে। চন্দ্রের অবস্থান এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পাশ্চাত্য মতানুসারে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে সান সাইন হিসেবে উদ্ধৃত করা হয়। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। সেই হিসেবেই গননা হয় রাশিফল।

দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope Today, 9 November 2022: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক, কোন রাশির ভাগ্যে কী লেখা আছে।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি ক্ষেত্রে দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope কী নির্দিষ্ট করে রেখেছে, তার জাতক-জাতিকার জন্য৷ আসুন, আজকের আলোচনায় সবটা দেখে নেওয়া যাক।
মেষ রাশিঃ- (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯)
অন্যদের নিয়ে না ভেবে এবার নিজের মতো থাকার সময় এসেছে। শুধু দেখবেন আপনার কথায় কেউ যেন আঘাত না পান। ভেবে চিন্তে কথা বলা খুব দরকার।

বৃষ রাশিঃ- (এপ্রিল ২০ থেকে মে ২০)
বিষয়-সম্পত্তির দিকে কিছুটা হলেও মনোযোগ দিতে হবে। নিজের ঘনিষ্ঠদের এই ব্যাপারে আপনার সাহায্য দরকার হতে পারে। তাঁদেরকে বিষয়টি জানিয়ে রাখতে পারেন আগে থেকেই।
মিথুন রাশিঃ- (মে ২১ থেকে জুন ২০)
বিশেষ করে দিনের প্রথম ভাগ আপনার অনুকূলেই থাকবে। এর মাঝেই আপনার সারা দিনের গুরুত্বপুর্ণ কাজগুলি মিটিয়ে রাখুন। সন্ধ্যায় অপ্রত্যাশিত অতিথির আগমন হতে পারে।

Daily Horoscope Today:- রাশিফল ৯ই নভেম্বর, ২০২২; দেখে নিন কেমন যাবে আজকের দিন।
কর্কট রাশিঃ- (জুন ২১ থেকে জুলাই ২২)
নিজেকে সময় দিতে হবে, তবে হইচইয়ের মধ্যে দিয়ে নয়, বরং বিশ্রামে এবং শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটালে শরীর-মন ভাল থাকবে।
সিংহ রাশিঃ- (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২)
প্রতিপক্ষদের বাধা পেরিয়ে এগোতে হবে, তাই আগে থেকেই তাদের পর্যুদস্ত করার কৌশল ভেবে রাখলে সব দিক ঠিক থাকবে।

কন্যা রাশিঃ- (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope
ব্যক্তিজীবন হোক বা কর্মজীবন- সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে নানা দিক থেকে লাভজনক সাব্যস্ত হতে পারে।
তুলা রাশিঃ- (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২)
মাত্রাতিরিক্ত খরচ শুধু সঞ্চয় ধ্বংস করে, আত্মসুখ দেয় না, এটা মনে রেখে নিজেকে সংযত করে খরচে রাশ টানলে উপকার হবে।

বৃশ্চিক রাশিঃ- ((অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১)
বেশ কিছু ব্যাপারে সাহায্য এবং পরামর্শের প্রয়োজন হতে পারে, তাই আগামী পরিকল্পনা নিয়ে প্রিয়জনদের সঙ্গে আলোচনা উচিত হবে।
ধনু রাশিঃ- (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope
অতীতের কারও সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে কাজে আসবেন, তাই সাহায্য করতে এবং নিতে মনে সঙ্কোচ রাখলে চলবে না।

মধ্যবিত্তেরা অল্প অল্প করে কোথায় টাকা রাখলে সব দিক থেকে বেশি লাভবান হবেন?

মকর রাশিঃ- (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯)
অন্যদের নিয়ন্ত্রণ করার অভ্যাস ছাড়তে হবে, ঘনিষ্ঠজনের কাছ থেকে অপ্রত্যাশিত কোনও খবর পাওয়ার জন্য নিজেকে তৈরি রাখতে হবে।
কুম্ভ রাশিঃ- (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮)
বিশ্লেষণী স্বভাবগুণে যে কোনও সমস্যার সমাধান করা সহজ হবে, অন্যেরাও এই গুণের জন্য প্রশংসা করবেন, সর্বত্র সমাদর মিলবে।

ঘরে এই পুরনো নোট থাকলে হাতে হাতে লাখ টাকা পাবেন, প্রতারণা ছাড়া বিক্রয় করার উপায়।

মীন রাশিঃ- (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope
ভাগ্যের ওপরে সম্পূর্ণ ভরসা না করে সঞ্চয়ে মন দেওয়া দরকার, ঘন ঘন মেজাজ পরিবর্তনে নিজের এবং অন্যের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিদিনের রাশিফল বা দৈনিক রাশি অর্থাৎ Daily Horoscope জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। নিজের জীবনকে কোন দিকে নিয়ে গেলে পাবেন সফলতা? জানতে হলে নজর রাখতেই হবে। সকলের মঙ্গল কামনা করেই আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

Leave a Comment