Business Idea: পুজোর আগেই বাড়ির কাছে শুরু করুন এই ব্যবসা। দিনে আয় 2000 টাকা। সারাবছর রমরমিয়ে চলবে

Daily Income Business Idea 2025

পুজোর আগে নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন? তাহলে এবার শুরু করাই যায় এক বিশেষ ধরনের ব্যবসা (Business Idea). শুধু পুজো কেন, সারাবছর ধরে আপনার ব্যবসা রমরমিয়ে চলবে। এই ব্যবসা থেকে প্রতিদিন ২০০০-২৫০০ টাকা আয় করা সম্ভব। বাড়ির কাছেই এই ব্যবসা শুরু করুন আর মাত্র কয়েক মাসের মধ্যে মোটা অংকের অর্থ জমিয়ে ফেলুন।

Daily Income Business Idea In India

আপনি যদি ব্যবসা করবেন বলে ভেবেই থাকেন তবে এমন ব্যবসা করুন যার থেকে প্রতিদিন লাভ আসবে (Daily Income Business Idea). যে ব্যবসা শুরু করতে প্রচুর মূলধন লাগে না অর্থাৎ কম বিনিয়োগে ব্যবসা। অল্প একটু জায়গার মধ্যে এই ব্যবসা (Business Idea) শুরু করা যায় আর ইচ্ছে মতো সেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আর এই ব্যবসাটি ভারতের মতো দেশ ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে দারুনভাবে লাভদায়ী।

বাড়ির কাছে লাভজনক বিজনেস

আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে যুক্ত আর দেশের মানুষের সকাল বিকেলের অভ্যাস হল চা। সকালে ঘুম থেকে ওঠা থেকে কোনো সন্ধ্যাবেলার আড্ডা, আমাদের জীবনে সবকিছুর সঙ্গেই চা জড়িত থাকে। তাই যদি আপনি এই ব্যবসা (Tea Stall Business) শুরু করেন, তাহলে আপনার ক্রেতার অভাব হবে না। প্রতিদিন আপনার দোকানে আসবেন অসংখ্য ক্রেতা। মোটামুটি প্রতিদিন ২০০০-২৫০০ টাকা আয় হয়েই যাবে এই ব্যবসা থেকে। কিন্তু ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরী। আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্যবসা শুরু করবেন কিভাবে?

১) ব্যবসার উপযুক্ত জায়গা বেছে নিন

এই ব্যবসা (Business Idea) শুরু করতে হলে প্রথমে আপনাকে একটা জাকজমকপূর্ণ অথবা লোকজনের চলাচল হয় এমন জায়গা বেছে নিতে হবে। হতে পারে সেটা জমজমাট মার্কেট, স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ বা কোনো কোচিং সেন্টারের সামনে। মোট কথা এমন জায়গা বেছে নিতে হবে যে জায়গায় ক্রেতাদের চলাচল হয়।

ঘরে বসে নতুন ব্যবসার আইডিয়া দেখুন।

২) দোকান অথবা স্টল

আপনি আপনার এই ব্যবসা (Business Idea) দুভাবে শুরু করতে পারেন। এক স্টল দিতে পারেন, আর দুই দোকান ভাড়া দিয়ে ব্যবসা (Business Idea) করতে পারেন। স্টল দিলে সেটা চলমান অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিক্রি করা যায়। আর দোকান কিনে কিংবা ভাড়া নিয়ে ব্যবসা (Business Idea) শুরু করলে এক জায়গাতেই আপনাকে সারা বছর ব্যবসা করতে হবে। আর দোকানে বসার জন্য চেয়ার, টেবিল, বেঞ্চও কিনে নিতে হবে।

৩) কী কী জিনিসপত্র কিনবেন

চায়ের দোকানের ব্যবসা (Tea Stall Business) শুরু করতে হলে কিছু জিনিসপত্র কিনতে হবে। যেমন, চা বানানোর জন্য কিনে নিতে হবে স্টিল বা অ্যালুমিনিয়ামের বড় হাঁড়ি। চা বানানোর জন্য গ্যাস সিলিন্ডার ও চুলা লাগবে। এছাড়া কাপে চা পরিবেশনের জন্য প্রয়োজন হয় পেপার কাপ বা মাটির ভাঁড়। তার সঙ্গে কিনে নিতে হবে চা বানানোর সব উপকরণ।

ব্যবসা শুরু করার জন্য কিরকম খরচ হবে?

যদি আপনি স্টলে ব্যবসা শুরু করতে চান তবে আপনার খরচ হবে মোটামুটি ৭-১০ হাজার টাকা। আর যদি আপনি দোকানে ব্যবসা শুরু করতে চান তবে দোকান কিনতে চাইলে সেই দোকানের খরচ আর দোকান ভাড়া নিলে মাসে মাসে দোকান ভাড়া খরচ সামলে তার সঙ্গে ৫-৬ হাজার টাকা ব্যবসা শুরু করার জন্য খরচ হবে।

ব্যবসাটি শুরু করার আগে কিছু অনুমতি নিতে হবে। যেমন স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য আর ব্যবসাটি রাস্তার ধারে হলে পুলিশ অথবা মিউনিসিপ্যালিটির অনুমতি প্রয়োজন হবে।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।

উপসংহার

আজকালকার দিনে অনেকেই এই ব্যবসা শুরু করেছেন। আপনিও ব্যবসা শুরু করতে পারেন আর নিজের পায়ে দাঁড়াতে পারেন। এই ব্যবসার আইডিয়া (Business Idea) আপনার জন্য উপযুক্ত। আর এই ব্যবসা নিজের এলাকায় শুরু করা সম্ভব। যেহেতু অনেকেই এই ব্যবসা করছেন তাই সমস্ত অনুমতি পেতেও খুব একটা দেরি হয় না। তাই আর দেরি কেন, পুজোর আগেই শুরু করুন নিজের ব্যবসা।

Related Articles

Back to top button