Dearness Allowance in West Bengal

বকেয়া ডিএ নিয়ে রাজ্যের প্রতিক্রিয়া (Dearness Allowance)

২০১৬ সাল থেকে চলা DA মামলায় বার বার জয় লাভ করার পর ফের আড়াই মাস আগে কোলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশনের সমস্ত বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এবং তার জন্য ৩ মাসের সময়সীমা বেঁধে দেয়। যা শেষ হতে আর ৯ দিন বাকি।

Advertisement

অন্যদিকে সামনেই পুজো। ২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্য সরকার পুজোর আগে মোট ৪ বার ডিএ (Dearness Allowance) ঘোষণা করেছে। তাই পুজোর আগে একটা ডিএ ঘোষণার আসায় রয়েছেন রাজ্য সরকারী কর্মীরা। অন্যদিকে এই মামলা নিয়ে রাজ্যের কি পরিকল্পনা তা আজই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নবান্নের অন্দর থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্য সরকার দুটি বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে। (Dearness Allowance)

১) কয়েক কিস্তিতে ডিএ (Dearness Allowance) মিটিয়ে দেওয়া। যার মধ্যে রাজ্য সরকারী কর্মীদের পিএফ একাউন্টে ডিএ ক্রেডিট করা। অর্থাৎ সরাসতি টাকা না দিয়ে পিএফ এর মাধ্যমে দেওয়া। টবে পেনশন ভোগীদের সরাসরি টাকা দিতে পারে।

Ads

চাকরীর ফাঁকে পার্টটাইম কাজ করতে এখানে ক্লিক করুন

২) ডিএ না দিয়ে আইনি পথে কিভাবে এগোনো যায়, তা ও পর্যবেক্ষণে রয়েছে। যদিও এই পথে বেশি দূর যাওয়া যাবে না বলে মনে করছেন মামলাকারী আইনজীবী প্রবীর চ্যাটার্জী। তার মতে মহামান্য আদালতের দেওয়া সময়সীমা যেদিন শেষ হবে, সেদিনই কন্টেম পিটিশন ফাইল করার জন্য প্রস্তুত রয়েছে ইউনিটি ফোরাম। আর রাজ্য সুপ্রীম কোর্টে গেলে হাইকোর্টের অর্ডারই বহাল থাকবে বলে মনে হয়।

Advertisement

আজকের জি ২৪ ঘন্টা এর প্রতিবেদনে জানানো হয়, এই মুহূর্তে সম্পূর্ণ ডিএ (Dearness Allowance) দিতে যত টাকা প্রয়োজন সেই টাকা রাজ্য এই মুহুর্তে দিতে প্রস্তুত নয়। কয়েক কিস্তিতে তা দেওয়া যায় কিনা তার পরিকল্পনা করছে রাজ্য। যদিও তার উত্তরে সরকারী কর্মী সংগঠনের এক কর্তা জানান, রাজ্যের টাকা নেই, তা ও ক্লাবে ৫০ লাখ টাকা অনুদান দিতে পারছেন। অথচ যাদের প্রশাসনিক কাজের জন্য রাজ্য চলছে, তাদের হকের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে।

Advertisement

যদিও কর্মী মহল মনে করছেন খুব শীঘ্রই ডিএ ঘোষণা হবে। এই বিষয়ে আপনার মতামত, নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। কাল আবার আপডেট আসছে।

Ads

সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে, কর্মীদের মন রাখতে, কি ঘোষণা সরকারের, Breaking

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *