Gold Price Today in Kolkata
সোনার দাম কমায় এবার হ্যাট্রিক পার। বিগত ২০ সেপ্টেম্বর একবারে (Gold Price Today) ৪০০ টাকা দাম বেড়েছিল ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার। তবে, এরপর থেকে সোনার দাম টানা কমেই চলেছে। বিগত ২১ সেপ্টেম্বর সোনার দাম কমেছিল ২৫০ টাকা। এরপর ২২ তারিখও সোনার দাম কমেছিল ১৫০ টাকা। আজও সেই ধারা অব্যাহত রেখে সোনার দাম কমল। তাই বলা যায় পরপর তিনদিন সোনার দাম কমায় , সোনার দাম হ্যাটট্রিক পার করল।
ভারতে সোনা ও রুপোর দাম (Gold Price Today) অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক হয়। দেশের টাকা, মার্কিন ডলার, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দেশের ভেতরের বাজার দেখে ঠিক হয় সোনার রেট। তাছাড়া, বিভিন্ন রাজ্যে আলাদা করের জন্য সোনা এবং রুপোর দামও আলাদা হয়। আজ ভারতবর্ষের অন্যান্য রাজ্য সহ কলকাতাতেও সোনার দাম অনেকটাই কমেছে।
জিএসটি এবং টিসিএস বাদে আজকে কলকাতায় সোনার রেটঃ
1) ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৫৯৫০ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৫৯৫০০ টাকা।
2) ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে ৫৯৮০ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৫৯৮০০ টাকা।
সুতরাং, গতকালকের তুলনায় আজকে পাকা সোনার দাম কমেছে ১০০ টাকা।
Gold Price Today in kolkata
জিএসটি এবং টিসিএস বাদে আজকে কলকাতায় হলমার্ক সোনার রেটঃ
২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে ৫৬৮৫ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৫৬৮৫০ টাকা।
গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৫৬৯৫০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৫৬৯৫ টাকা। সুতরাং, গতকালের তুলনায় আজ ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০০ টাকা।
বিগত ১ সপ্তাহে কলকাতায় হলমার্ক সোনার রেটঃ
15 সেপ্টেম্বর – ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম (Gold Price Today) ছিল ৫৬৪৫০ টাকা।
16 সেপ্টেম্বর – ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৭৫০ টাকা।
17 সেপ্টেম্বর – ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৯৫০ টাকা।
18 সেপ্টেম্বর – ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৯৫০ টাকা।
19 সেপ্টেম্বর – ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৯৫০ টাকা।
20 সেপ্টেম্বর – ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭৩৫০ টাকা।
21 সেপ্টেম্বর – ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭১০০ টাকা।
আজকে কলকাতায় রুপোর দামঃ
1) প্রতি কেজির রূপোর বাটের দাম ৭৩৪০০ টাকা।
2) প্রতি কেজি খুচরো রুপোর বাটের দাম ৭৩৫০০ টাকায়।
গতকাল কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৭২৪৫০ টাকা। আর সেদিন কলকাতায় খুচরো রুপোর দাম ছিল ৭২৫৫০ টাকা। অর্থাৎ, গতকালকের তুলনায় আজ রুপোর দাম বেড়েছে ৯৫০ টাকা।
বিগত ১ সপ্তাহে কলকাতায় রূপোর রেটঃ
15 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭০৪৫০ টাকা।
16 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭১৯০০ টাকা।
17 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল ৭২১০০ টাকা।
18 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল ৭২১০০ টাকা।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কারেন্ট বিল নিয়ে চিন্তার অবসান। কমে গেল খরচ।
19 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল ৭২১০০ টাকা।
20 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল ৭২৯০০ টাকা।
21 সেপ্টেম্বর – প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল ৭২৫০০ টাকা।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।
মূলত, সোনা কিংবা রুপোর দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করে। বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বদলের অনেক কারণ রয়েছে যেমন – আন্তর্জাতিক বাজার, মুদ্রার দাম, মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনার পরিমাণ, সুদের হার, জুয়েলারি খাত, ভৌগলিক অবস্থা ইত্যাদি। এই সব সোনার দামকে প্রভাবিত করে। তবে, উৎসবের মরশুমে পরপর তিনদিন সোনার দাম কমে যাওয়ায় লক্ষীলাভ হল ক্রেতা সহ বিক্রেতা সকলেরই।
5 টি জেলায় প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। যেকোনো জেলার প্রার্থীরা আবেদন