রেশন কার্ড

জেনে নিন রেশন কার্ড এ তথ্য সংশোধনের সকল পদ্ধতি।

রেশন কার্ড ছাড়া রেশন সামগ্রী তোলা সম্ভব নয়। তাছাড়া অনেক জরুরি কাজে নথি হিসেবে রেশন কার্ডের তথ্য প্রয়োজন হয়। সাথে প্রয়োজন হয় জেরক্স কপিও। সেক্ষেত্রে রেশন কার্ডে ভুল ভ্রান্তি থাকলে কাজ সম্পন্ন হয় না। তাছাড়া রেশন তোলার ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দেয়। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে কিভাবে রেশন কার্ডের ভুল-ভ্রান্তি বাড়িতে বসেই ঠিক করা যাবে।

Advertisement

রেশন কার্ডের তথ্য সংশোধনের নিয়ম-
১) পশ্চিমবঙ্গ সরকার খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://food.wb.gov.in/

পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের পুজোর মধ্যে বোনাস ও ২টি বড় সুখবর, চটপট জেনে নিন

২. নতুন পেজ ওপেন হলে একটু নিচে ‘CITIZEN’S HOME’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘APPLY FOR CORRECTION IN THE EXISTING RATION CARD’ অপশনের ‘Form – 5’ এ ক্লিক করতে হবে।
৩) রেশন কার্ডের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। নিজের বৈধ মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। এরপর Get OTP অপশনে ক্লিক করতে হবে।

৪) নতুন পেজ ওপেন হবে। সেখানে মোবাইল নম্বরে পাঠানো OTP প্রদান করতে হবে। Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫) নতুন পেজ ওপেন তাতে আবেদনকারীর নাম, পরিবারের সমস্ত সদস্যের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য দেখা যাবে। এরপর তথ্যে ভুল থাকলে তা ঠিক করতে হবে। সাথে কিছু প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৬) এরপর তথ্য সংশোধন করার পর ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।

Ads

সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, 20000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি

৭) প্রয়োজনীয় সকল তথ্য ঠিক থাকলে Terms and Conditions এ টিক করতে হবে। এরপর ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে।
৮) এরপর নতুন পেজ ওপেন হবে। তাতেও Terms and Conditions বাটনে টিক করতে হবে এবং ভেরিফিকেশনের জন্য Get OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর বৈধ মোবাইল নম্বরে OTP আসলে, তা নির্দিষ্ট জায়গায় লিখে Submit OTP অপশনে ক্লিক করলেই রেশন কার্ডে তথ্য সংশোধন প্রক্রিয়া সুসম্পন্ন হবে।

Advertisement

উল্লেখ্য, ভবিষ্যতে খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এই সকল তথ্য দেখা যাবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

সোনা এবার হাতের নাগালে! পুজোর আগে দাম কমলো বিপুল পরিমানে

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *