Business Ideas: বাড়িতে বসে এই ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করুন। ডিসপোজেবল স্লিপার ব্যবসা শুরুর প্রক্রিয়া, লাভের পরিমান জেনে নিন

Disposable Slipper Making Business

ঘরে বসে ব্যবসা (Business Ideas) করতে চান? তাহলে বাড়িতে বসেই শুরু করতে পারেন নতুন একটা ব্যবসা। আর সেটা হলো ডিসপপ্সিবল স্লিপারের ব্যবসা (Disposable Slipper Making Business). প্রচুর মানুষ বর্তমানে এই ব্যবসা করে লাভবান হচ্ছেন। অল্প সময়ের মধ্যে আসছে ব্যাপক মুনাফা। তাই আপনিও যদি এই ব্যবসা শুরু করতে চান, তাহলে ব্যবসা শুরুর প্রক্রিয়া ও লাভের পরিমাণ সম্পর্কে জেনে নিন (Business Ideas From Home).

Disposable Slipper Making Business

বর্তমানে প্রচুর মানুষ চাইছেন চাকরির বাজারের প্রতিযোগিতার অংশ হওয়ার পরিবর্তে নিজেদের মতো করে ব্যবসা (Business Ideas) শুরু করতে।‌ কারণ এক্ষেত্রে স্বাধীনভাবে বাঁচা যায় ও টাকা রোজগার করা যায়। আর এভাবেই দারুন জনপ্রিয় হয়েছে বাড়ি বসে যেসব বিজনেস করা যায় সেগুলি (Business Ideas From Home).

আজকের আমাদের আলোচনার বিষয় ডিসপোসিবল স্লিপার মেকিং বিজনেস (Disposable Slipper Making Business). এই ব্যবসা শুরু করা যায় একেবারেই কম বিনিয়োগে। ৫০,০০০ টাকার চাইতেও কম টাকা ইনভেস্ট করে। ভারী মেশিন কিংবা বড় দোকান কোনটাই এই ব্যবসার জন্য লাগেনা।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা?

এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে কিছু উপকরণ কিনে নিতে হবে। মনে রাখবেন, এই ব্যবসার জন্য আপনাকে কোন প্রোডাকশন ইউনিট ভাড়া নিতে হবে না। উপকরণ হিসেবে যেগুলি লাগবে-

  • মোটা চার্ট পেপার/ওয়েস্ট বোর্ড
  • কাঁচি বা কাটার জন্য কোন উপকরণ
  • স্ট্যাপলার
  • ফেভিকল বা গাম
  • এছাড়াও প্রয়োজন হবে সাজানোর বিভিন্ন উপকরণ।

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের মানুষের শূন্য পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া। সরকারি সাহায্য নিয়ে ব্যবসা করুন

তৈরি করার পর এগুলি কোথায় বিক্রি করবেন?

আপনি কাজ শুরু করলে একজোড়া স্লিপার বানাতে আপনার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট। অল্প কিছু ট্রেনিংয়ের পর মোটামুটি এক ঘন্টায় ৮ থেকে ১০ জোড়া স্লিপার তৈরি করতে পারবেন। প্রোডাক্ট গুলি তৈরি হয়ে যাওয়ার পর সেগুলি বিক্রি করার জন্য সরাসরি অফলাইনে বিভিন্ন দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার অনলাইনেও এগুলি বিক্রি করা সম্ভব (Business Ideas From Home)

ব্যবসা শুরুর খরচ ও ব্যবসা থেকে লাভের পরিমাণ

মোটামুটি হিসাব করলে বলা যায় এই বিজনেসের  কাঁচামাল, ব্যবসার অগ্রগতির জন্য বিজ্ঞাপন, স্টোরেজ এবং ট্রান্সপোর্ট খরচ সব মিলিয়ে এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার খরচ হতে পারে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এবার আসা যাক লাভের অংকে।

প্রত্যেকটি স্লিপারের জন্য আপনার খরচ পড়বে দু টাকা করে। সেটি যদি আপনি ১০ টাকায় বিক্রি করেন তাহলে আপনার প্রত্যেক স্লিপারের জন্য লাভ আসবে আট টাকা করে। ২০০ জোড়া আট টাকা করে বিক্রি করতে পারলে আপনার লাভ হবে ৪৮ হাজার টাকার কাছাকাছি। অর্থাৎ প্রত্যেক মাসে ঘরে বসে ব্যবসা করে (Business Ideas From Home) আপনার লাভ হতে পারে ৪৮ থেকে ৫০ হাজার টাকা। বাকিটা নির্ভর করছে আপনার পরিশ্রম ও সময়ের উপর।

আরও পড়ুন: Gas Agency Dealership নিয়ে প্রতিমাসে লাখ টাকা আয় করুন। গ্যাস এজেন্সি নিতে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও টাকার পরিমাণ জেনে নিন

উপসংহার

আজকালকার দিনে এই ব্যবসা (Business Idea) দারুন লাভজনক হয়ে উঠেছে। গৃহবধূ থেকে স্কুল কলেজের স্টুডেন্ট সকলেই এই ব্যবসা করতে পারবেন। তাছাড়া বাড়ি বসি নারী-পুরুষ উভয়ই এই ব্যবসাকে দাঁড় করাতে পারবেন। আপনি যদি ভালোভাবে পরিশ্রম করতে পারেন তাহলে এই ব্যবসাই আপনাকে লাখপতি করে তুলবে।

Related Articles

Back to top button