Jio Offer Recharge – জিও গ্রাহকেরা রিচার্জ করলেই 100 টাকা ছাড়, Click করে অফার কোড জেনে নিন।

দীপাবলিতে Jio Offer Recharge হিসেবে জিও কোম্পানির নতুন চমক।

দৈনন্দিন জীবনে মোবাইল নিত্যসঙ্গী। Jio Offer Recharge সর্বদা জিও গ্রাহকদের মন জয় করতে ব্যস্ত। সামনের দীপাবলিতে জিও কোম্পানি নতুন চমক দেবেই। তবে এবারে তারা একা নয়। সাথে থাকছে তাদের এক রিটেইল পার্টনার। নতুন রিচার্জ অফার, অফার কোড জানতে নজর রাখতে হবে ওয়েবসাইটে। আসুন, আজকের বিশেষ অফার জেনে নেওয়া যাক।

এবারে Jio Offer Recharge করতে যেতে হবে না দোকানে। ঘরে বসেই নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন জিও রিচার্জ। আর শুধু তাই নয়। সাথে পাবেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এক্ষেত্রে যুক্ত হয়ে গেল পেটিএম। আপনি কি পেটিএম ইউজার? তাহলে আর বেশি কিছু করতে হবে না।

আপনার মোবাইল নম্বরটি রিচার্জ করতে হবে পেটিএম এর মাধ্যমে। মোবাইলের পেটিএম অ্যাপ থেকে মোবাইল নম্বর রিচার্জ অপশনে গিয়ে নিজের জিও প্রিপেইড নম্বরটি রিচার্জ করলে পাবেন এই দারুণ অফার। Jio Offer Recharge – এর ১০০ টাকার অফারটি নতুন এবং পুরাতন – উভয় গ্রাহকেরাই পাবেন।

দিওয়ালী মোবাইল রিচার্জ অফার, মাত্র 47 টাকায় চলবে 90 দিন, এই তারিখের মধ্যে রিচার্জ করুন।

এবারে জেনে নিন রিচার্জ কোড। নতুন গ্রাহকদের জন্য ব্যবহার করতে হবে যে রিচার্জ কোড সেটি হলো – FEST100. তবে যারা পুরাতন জিও গ্রাহক আছেন তাদের জন্য রয়েছে আলাদা কোড। পুরাতন গ্রাহকদের এই ১০০ টাকার অফার পেতে ব্যবহার করতে হবে PAYTM100 – এই কোডটি।

Mobile Recharge এর দারুণ অফার! এই দীপাবলিতে 1 মাসের রিচার্জে পান 2 মাস ফ্রি। দেখে নিন।

তাহলে আর দেরি কসের? যদি হন জিও গ্রাহক আর থাকে পেটিএম, এখুনি খুলুন আর রিচার্জ করে ফেলুন নিজের বা পরিবারের মোবাইল নাম্বারটি। পরবর্তী যে কোন আকর্ষণীয় অফার পেতে নজর রাখতে হবে আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

1 thought on “Jio Offer Recharge – জিও গ্রাহকেরা রিচার্জ করলেই 100 টাকা ছাড়, Click করে অফার কোড জেনে নিন।”

Leave a Comment