বলুনতো সিগারেটের বাংলা নাম কি? 99 শতাংশ লোকই সঠিক জানেন না।

জেনেনিন সিগারেটের সঠিক বাংলা নাম সাথে আরও অনেক অজানা তথ্য।

খুব চিন্তা, মাথাব্যথা, মন খারাপ হাজারো সমস্যার এখন একটাই সমাধান। এক কাপ চা আর সিগারেট। অনেক ছেলেদের কাছে সবকিছুর ওষুধ ওই সাদা কাঠি। তবে বর্তমানে শুধু ছেলেরাই নয় এখন মেয়েরাও এটিকে সঙ্গী করে নিয়েছে এই ঔষধকে। শুধুমাত্র কারণে নয় অনেকে স্ট্যাটাস মেন্টেন করার জন্য অনেকে সেবন করে থাকেন। তবে কি আপনি এই সিগারেটের বাংলা মানে জানেন? আমরা কিছু শব্দের ইংরেজি  অর্থ ব্যবহার করতে করতে বাংলা টাই ভুলে যাই। আসুন জেনেনি এরকমই অজানা কিছুতথ্য।

১) সিগারেট এর বাংলা অর্থ কি?
– বাংলা অর্থ ধূমপান দণ্ড।
২) কোন দেশ সর্বপ্রথম এটি বানিয়েছিল?
– মেক্সিকো। তবে সিগারেট শব্দটি সর্ব প্রথম হাঙ্গেরী ও আফ্রিকায় প্রথম ব্যবহার করা হয়।
৩) কবে সিগারেট আবিষ্কার হয়?
– ১৭দশকের দিকে আবিষ্কার হয়।

বলুন তো চানাচুরের ইংরাজি নাম কি? ৯৯% লোক ভুল করবে

৪) কিভাবে হল এর আবিষ্কার?
-মেক্সিকানরা প্রথমে টাকোস্ আবিষ্কার করেছিল প্রথমে তারা সেটিই সেবন করত। তবে ঠিক মনের মত না হওয়ায় সেটাকে আরও উন্নত করার চেষ্টা করে। এরপরই আবিষ্কার হয় ধূমপান দণ্ড।
৫) কোন দেশের মানুষ সব থেকে বেশি তামাক সেবন করেন?
-চিনের প্রায় ৩০ কোটি ৮ লক্ষ মানুষ তামাক সেবন করেন। তবে  রাশিয়ার ৬০ শতাংশ পুরুষ তামাক সেবন করেন।

৬)ভারতে কত মানুষ তামাক সেবন করেন?
– ২৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ধূমপান করেন। তবে দেশের ২০ কোটি ৫৯ লক্ষ মানুষ তামাক সেবন করেন না।
৭) সিগারেটের কি কি উপাদান থাকে জানেন?
– এটি তৈরির জন্য প্রায় ৬০০ টি উপকরন দরকার। অ্যামনিয়া কম্পোজ, কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যলকোহল ইত্যাদি। যখন সিগা’রেট সেবন করা হয় সেখান থেকে প্রায় ৭ হাজার রাসায়নিক গ্যাস উৎপন্ন হয়।

সোনার দাম এক লাফে আকাশ ছুল, কবে এই দাম কমবে, কবে কিনলে কমে পাবেন।

তবে  এগুলি দেখে আপনার মনে হবে এগুলি অত্যন্ত স্বাস্থ্যকর কত সমস্যার সমাধান করছে। কিন্তু যখনই এটি পুড়ে আপনার দেহে প্রবেশ করছে সেটি আপনার দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। শুধুমাত্র যে ব্যক্তি সেবন করছেন তার জন্য ক্ষতিকারক হোয়াট ইজ ছাড়ার পর আশেপাশে মানুষের জন্য এটি অত্যন্ত ক্ষতিকারক।
Written by Jayashree Chatterjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button