SBI Online – এবার SBI এর গ্রাহকেরা এই ব্যাঙ্কিং পরিষেবা পাবেন বাড়িতে বসেই, বিশদে জানুন।
SBI Online – কিভাবে মিলবে এই সুবিধা?
উপার্জন কম হোক বা বেশি, সুন্দর ভবিষ্যত ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় ব্যাঙ্কিং পরিষেবা সর্বদাই রয়েছে সাধারণ মানুষের জন্য (SBI Online)। এতদিন নয়া ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষকে নানান সুবিধা পাইয়ে দিয়েছে দেশের অন্যতম রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক। এবার আর এক নয়া সুবিধা নিয়ে এলো SBI.
এর আগে অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতি নিয়েও একাধিকবার সাবধান করা হয়েছে SBI ব্যাঙ্কের তরফে। এমনকি QR Code স্ক্যান নিয়েও ট্যুইট বা ভিডিও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। এবার সাধারণ মানুষের সুরক্ষা ও সুবিধার্থে আরো একধাপ এগোনো হল। দেওয়া হল বিশেষ সুবিধা। (SBI Online)
ডিএ নিয়ে মহা চাপে পশ্চিমবঙ্গ সরকার, তবে কি পুজোর আগে ডিএ ঘোষণা হবে?
কি সেই সুবিধা?
অতিমারীর আবহেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর তরফ থেকে চালু করা হয়েছিল ডোরস্টেপ ব্যাঙ্কিং এর সুবিধা। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC রেজিস্ট্রেশন থাকলেই মিলবে এই সুবিধা। এই পরিষেবার মাধ্যমে বাড়িতেই ব্যাঙ্কিং সংক্রান্ত সকল কাজ সারা যাবে। তবে বাড়ি থেকে ব্যাঙ্ক এর হোম ব্রাঞ্চের দূরত্ব ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে থাকতে হবে। (SBI Online)
কোন কোন সুবিধা মিলবে-
এই পরিষেবায় মিলবে ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, লাইফ সার্টিফিকেট পিকআপ, ড্রাফ্ট ডেলিভারি, ফর্ম পিকআপ, টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি ইত্যাদি পরিষেবা। তাও আবার বাড়িতে বসেই। (SBI Online)
দুর্গা পুজোয় স্কুল ও অফিস ছুটি নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর
কতবার মিলবে এই পরিষেবা-
প্রতি মাসে মোট ৩ বার মিলবে পরিষেবা। দেবে ব্যাংক। টুইটারে একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করে SBI ব্যাঙ্ক-এর তরফে এই পরিষেবা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে।
যোগাযোগের বিবরণ-
এই পরিষেবা নিতে হলে গ্রাহকদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের নম্বর নিচে দেওয়া হয়েছে। (SBI Online)
রেজিস্ট্রেশনের নম্বর-
18001037188 / 18001213721.
এই পরিষেবার সুবিধা কারা পাবেন?
সকল ব্যাঙ্ক গ্রাহকেরা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র প্রবীণ নাগরিক, শারীরিক অক্ষম, সার্টিফায়েড ক্রনিক রোগে আক্রান্ত, দৃষ্টিহীনদের জন্য এই পরিষেবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
সকল স্টুডেন্টদের জন্যে বিশাল বড় সুখবর! চলতি মাসেই চালু হচ্ছে সেরা 5 টি স্কলারশিপ, আজই আবেদন করুন
khetrar Mohan Kumar