DR AMBEDKAR SCHEME FOR SOCIAL INTEGRATION for Inter Caste Marriages (Dalit)

সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে, এবং নদম্পত্তির সুরক্ষায় কেন্দ্র সরকারের অভিনব প্রকল্প Dr Ambedkar Scheme. এই প্রকল্পে আড়াই লাখ টাকা পেতে পারেন, শুধুমাত্র বিবাহের জন্য। এবং এই টাকা দেওয়া হবে সরাসরি নবদম্পত্তির ব্যাংক একাউন্টে। এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন, কারা আবেদন করবেন, আবেদন কিভাবে করবেন, বিষদ জানতে পুরো প্রতিবেদন পড়ুন।

Advertisement

Dr Ambedkar Scheme আইনে বিয়ে করে পেতে পারেন আড়াই লক্ষ টাকা। জানুন কীভাবে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কয়েকটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে Dr Ambedkar Scheme টি অভিনব ও অন্যতম। যে প্রকল্পের কথা উল্লেখ করা হচ্ছে, তার আওতায় সরকার নববিবাহিক দম্পতিতের আড়াই লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে থাকে।

প্রকল্পের নামঃ DR AMBEDKAR SCHEME FOR SOCIAL INTEGRATION for Inter Caste Marriages (Dalit).

আন্তঃ বিবাহ প্রকল্পঃ

প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন?

Dr Ambedkar Scheme প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে স্থানীয় সাংসদ কিংবা বিধায়কের কাছে আবেদন করতে হবে। এরপরে সেই আবেদনপত্র আম্বেদকর ফাউন্ডেশনের অফিসে পাঠানো হবে। এর পরেই আর্থিক অনুদান দেওয়া হবে পাত্র – পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। এই টাকা পেতে হলে মানতে হবে কয়েকটি শর্ত।

Advertisement

কারা আবেদনের যোগ্য?

কোনও তপসিলি, দলিত ছেলে বা মেয়েকে অন্য সম্প্রদায়ের পাত্র বা পাত্রী বিয়ে করলে এই প্রকল্পের অধীনে আর্থিক অনুদান দেওয়া হবে। অর্থাৎ, এখানে আবেদন করার জন্য পাত্র পাত্রীর মধ্যে যে কোনও একজনকে দলিত হতে হবে। দুজন দলিত হলে হবে না। পাশাপাশি, বিয়ে করতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী। অর্থাৎ রেজিস্ট্রি বিবাহ করতে হবে। দলিত শ্রেণীর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। নব দম্পত্তির জয়েন্ট একাউন্ট থাকতে হবে। বিবাহের উপযুক্ত বয়স হতে হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন না?

অন্যদিকে, এই প্রকল্পের সুবিধা নেওয়ার সময় দেখা হয়, আবেদনকারী পাত্র বা পাত্রী দুজনের কেউ কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিনা। কেউ যদি অন্য কোনও প্রকল্পের সুবিধা নেন, তাহলে সেই প্রকল্পের পাওয়া টাকার সুবিধা এই প্রকল্পের থেকে বাদ দিয়ে, বাকি টাকা ব্যাঙ্কে পাঠানো হয়। অর্থাৎ ধরুন, যেকোনো কেন্দ্রীয় প্রকল্পে দম্পত্তির মধ্যে যেকেউ বা দুজনে মোট ৫০ টাকার সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে তারা এই প্রকল্পে ৫০ হাজার টাকা বাদ দিয়ে মোট ২ লাখ টাকা পাবেন।

Ads

আবার বিবাহের সময়ে যদি যেকোনো একজন বা উভয়ে বিবাহের বয়স না হয়ে থাকে, তবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও আবেদন করলে টাকা পাবেন না।
বিবাহের আগে কোনও প্রকল্পে টাকা পেলেও সেই পরিমান টাকা কম পাবেন। ধরা যাক, আবেদনকারী পুরুষ বা মহিলার কেউ যদি অন্য কোনও প্রকল্পে ২৫ হাজার টাকার সুবিধা পান, তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প থেকে ২৫ হাজার টাকা কেটে ২ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

Dr Ambedkar Scheme এ আবেদন করার জন্য, নব বিবাহিত দম্পতিদের আবেদন পত্রের সঙ্গে তাঁদের বর্ণের শংসাপত্র যুক্ত করে দিতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে বিয়ের সার্টিফিকেট জমা করতে হবে। জমা দিতে হবে বিয়ে নিয়ে একটি হলফনামাও। সঙ্গে দুজনের নামে থাকা আধার যুক্ত যুগ্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে হবে। সেই অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করা হবে।

আরও জানতে এখানে ক্লিক করুন

আবেদন জমার পরে তা যাচাই করে দেখা হয়। প্রক্রিয়া সম্পন্ন হবার পরে সেই যুগ্ম অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা দেওয়া হয়। আর বাকি ১ লক্ষ টাকা নব দম্পত্তির নামে তিন বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেওয়া হয়।
এই প্রকল্পের নাম হল আন্তঃবর্ণ বিবাহের মাধ্যমে সামাজিক সংহতির জন্য ডঃ বিআর আম্বেদকর স্কিম।আরও বিশদে জানতে নীচের লিঙ্ক টি ক্লিক করে দেখতে পারেন –
http://www.ambedkarfoundation.nic.in/icms.html

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর পর বাংলা কাপাচ্ছে এই প্রকল্প।

Advertisement
One thought on “Dr Ambedkar Scheme – বিয়ে করতে 2.5 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, খুব সহজেই পাবেন আর্থিক সাহায্য।”
  1. ভারতবর্ষ:-
    আমার গর্ব আমি ভারতীয়।ভারত আমার জন্মভূমি।ভারতবর্ষ সব দেশের থেকে আলাদা একটি দেশ।একতার দেশ আমার এই ভারতবর্ষ
    🤝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *