West Bengal Durga Puja Holidays 2023 (দুর্গা পূজার ছুটি)

দুর্গাপূজায় ছুটি (Durga Puja Holidays) থাকবে না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের। রাজ্য সরকারের নতুন ঘোষণার পর হতাশ সরকারি কর্মীদের একাংশ। কাদের জন্য এই নির্দেশ, কত দিন বজায় থাকবে, বিস্তারিত জেনে নিন।

Advertisement

Durga Puja Holidays in West Bengal

সামনেই দুর্গোৎসব। বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর এই চারটি দিনের জন্য। কারণ এই দুর্গোৎসব হলো বাঙালির কাছে এক বিশেষ আবেগ। কারণ আমরা সারা বছর ধরে যে যা কাজই করি না কেন নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে মেতে উঠতে মন চায় পুজোর দিনগুলিতে।

পুজো প্যান্ডেলের আড্ডা, ঠাকুর দেখতে ঘুরতে বেরোনোর মজা ইত্যাদি নিয়ে হুল্লোড়ে কাটে এই সময়টুকু। এছাড়াও পুজোর সময় অনেক মানুষই বাইরে ভ্রমণে যায়। সব মিলিয়ে রাজ্যের দরিদ্র থেকে ধনী প্রতিটি মানুষের কাছে এই পুজোর দিনগুলি অত্যন্ত সুখের হয়। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি তথা বেসরকারি কর্মচারীরা পুজোর দিনগুলিতে ছুটির জন্য (Durga Puja Holidays) উৎসুক হয়ে থাকেন।

Ads

কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের এক ঘোষণা কেড়ে নিতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের হাসিমুখ। রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল কর্মচারীরা কোনোভাবেই ছুটি পাচ্ছেন না (Durga Puja Holidays) দুর্গোৎসবের দিনগুলিতে। আর ছুটি পেলেও রোস্টার মেনে ছুটি হবে। অর্থাৎ একই দিনে সবার ছুটি থাকবে না। রুটিন মিলিয়ে ছুটি নিতে হবে।

Advertisement

কাদের জন্য এই নির্দেশ

বছরে ৩৬৫ দিনের মধ্যে পুজোর দিনগুলিতে তাদের যেতে হবে কর্মক্ষেত্রে এবং কাজও করতে হবে ওই একই সময় পর্যন্ত। কিন্তু কারা পেতে চলেছেন এই ছুটি? কারাই বা পাবেন না? জেনে নিন আর দেরি না করে।
কিছুদিন আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন যে পুজোর সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোন ছুটি (Durga Puja Holidays) রাখা হবে না।

Advertisement
ছুটির বিজ্ঞপ্তি (Holiday Announcement)

অন্যান্য দিনের মধ্যেই ২৪ ঘন্টা কাজ করতে হবে তাদের। কারণ পুজোর সময় প্রতিটি পূজ্য প্যান্ডেলে যাতে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত থাকে সেই দিকটি বিশেষভাবে খেয়াল করতে হবে। তাই এব্যাপারে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে গ্ৰুপ ডি কর্মী সকলকে বিশেষভাবে সজাগ থাকতে বলেছেন তিনি। এছাড়াও তিনি জানান যে প্রতিটি পুজো প্যান্ডেলের সামনে মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হবে যাতে কোনো সমস্যা হলেই দ্রুত তার সমাধান করা যায়।

Ads

এছাড়াও খবর পাওয়া গেছে বিদ্যুতের ঘাটতি এড়ানোর জন্য নাকি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অধীনস্থ বড় বড় বিদ্যুৎ প্রস্তুত সংস্থা যেমন পাওয়ার গ্রিড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, কোল ইন্ডিয়া ইত্যাদির কাছে কোটেশন জমা দেয়া হয়েছে পুজোর দিনগুলিতে অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহের জন্য। কারণ এবার পুজোয় যাতে রাজ্যের কোন প্রান্ত অন্ধকার না থাকে সেটি দেখতেই এই তোড়জোর সরকারের।

পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আদালতে রাজ্য সরকারের ঘোষণা। কি জানা গেল?

তবে কেবলমাত্র বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরই নয়, পুজোয় ছুটি বাতিল (Durga Puja Holidays) করা হয়েছে আরও একাংশ রাজ্য সরকারি কর্মীদের। পুজোর আগেই পশ্চিমবঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে ব্যাপকহারে। ইতিমধ্যেই কলকাতায় মোট ২৭০০ জনের ও বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হল 26000 এরও বেশি। এই পরিস্থিতিতে মানুষের দরকার সঠিক স্বাস্থ্য পরিসেবার।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে চালু হলো দুয়ারে দলিল প্রকল্প। জমি দলিল ও ট্যাক্স, খাজনা সংক্রান্ত সমস্ত পরিষেবা

তবেই তারা রোগ মুক্তি লাভ করবেন। আর সেই কারণেই পুজোর দিনগুলিতে তৎপর থাকতে বলা হয়েছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের। রাজ্যের প্রতিটি শহর ও শহরতলী এলাকায় সঠিকভাবে ডিসইনফেকশন, স্যানিটাইজেশন এবং মানুষজনকে সতর্কীকরণ করতে হবে তাদের। এই ডেঙ্গুর প্রকোপ যাতে আর বেশিদূর গড়াতে না পারে সেদিকেই লক্ষ্য রাখতে পুজোর দিনগুলিতেও কাজ সমানে চালিয়ে (Durga Puja Holidays) যেতে হবে তাদের। এছাড়া পুলিশ, দমকল কর্মীরা ও পুজোর সময়ে নিরলস ডিউটি করে থাকেন, যাতে সকলে আনন্দে কাটাতে পারে।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *