E Scooter – বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম শুনলে অবাক হবেন।

E Scooter, স্কুটার বা বাইক বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই রয়েছে। কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু আপনার কাছে থাকা স্কুটারটি সত্যি কি ভাল ফিচারস দেয়? আমরা যে কোন জিনিস কেনার আগে তো তার ফিচারস দেখেই কিনে থাকি। তাহলে নিজের প্রিয় স্কুটার বা বাইক কেনার সময় কেন এর সঙ্গে সমঝোতা? আপনি যে স্কুটার বা বাইকটি কিনছেন সেটি তো বারবার পাল্টাবেন না? তাই সেটি উন্নত মানের ফিচারস প্রদান করে নাকি সত্যি তা দেখে তবেই কিনুন। এক্ষেত্রে আপনার স্কুটার অনেকদিন পর্যন্ত ভালোভাবে সার্ভিস দেবে আপনাকে।

E Scooter Price in India

আজ এমনই একটি স্কুটারের বিষয়ে কথা বলতে চলেছি আমরা। নতুনই লঞ্চ করা হয়েছে এই স্কুটারটি। ভারতের বাজারে গতকালই এর আগমন ঘটেছে। এটি হল একটি ই স্কুটার। এটি সম্পূর্ণ নতুন টেকনোলজি দিয়ে তৈরি। উন্নত মানের টেকনোলজি থাকায় এই স্কুটারের স্পিড এবং মাইলেজ অত্যন্ত বেশি যা আপনার যাত্রা কে আরো সহজতর করে তুলবে। এই স্কুটারে রয়েছে আরও অন্যান্য বেশ কিছু চমৎকার ফিচারস। এর মডেলটির ডিজাইনও দারুন আকর্ষণীয়।

তার সাথে এর দাম এত সস্তা যা শুনলে চমকে উঠবেন আপনি। তবে আর দেরি না করে বিস্তারিতভাবে জেনে নিন এর সম্পর্কে। এই ই স্কুটারটির নাম হল Okaya EV Moto Faast. এই স্কুটারটি জাপানে তৈরি। আমাদের দেশে গতকাল অর্থাৎ ১৭ই অক্টোবর তারিখে লঞ্চ করা হয়েছে এই ই স্কুটার। এটি ৪ রেটিং পেয়েছে কাস্টমারদের কাছে থেকে। তো বোঝাই যাচ্ছে এর পারফরমেন্স কতটা ভালো হতে চলেছে। এই স্কুটারে আপনি মোট পাঁচটি কালার অপশন পেয়ে যাবেন।

তার মধ্যে যেটি পছন্দ সেই রঙের E Scooter কিনতে পারেন আপনি। সিয়ান, ব্ল্যাক, গ্রিন, রেড, গ্রে এই পাঁচটি কালার রয়েছে মডেলটির। ভারতের বাজারে এর দাম ধার্য করা হয়েছে মাত্র দেড় লক্ষ টাকা। আমরা একটি সাধারণ স্কুটার যদি বাজারে কিনতে যাই তার দামও পড়বে সর্বনিম্ন ৭০ থেকে ৮০ হাজার টাকা। অন্যদিকে সেগুলিতে কোন স্মার্ট ফিচারও নেই। আর সেখানে নতুন লঞ্চ করে এই মডেলটিতে রয়েছে সমস্ত উন্নত মানের ফিচার্স।

তাই এই দামে মানুষ সহজেই স্কুটারটি কিনতে পারবে বলে আশা করছেন প্রস্তুতকারকগণ। তবে কোম্পানি মারফত এও জানানো হয়েছে যে এখন নতুন লঞ্চ করা হয়েছে বলে এর দাম অফারে চলছে। পরবর্তীতে এই দাম আরো বাড়ানো হবে। তাই এটাই হল এই ই স্কুটার কেনার সবচেয়ে বড় সুযোগ।

সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।

E Scooter Features

১. Okaya Moto Faast E Scooter এর সবথেকে আকর্ষণীয় দিক হল তার রেঞ্জ। স্কুটারটি এক চার্জে 120 কিলোমিটার থেকে 135 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
২. রেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে স্পিডও ব্যাপক দিতে পারে স্কুটার টি। সর্বাধিক 60 kmph – 70 kmph পর্যন্ত গতিবেগ Moto Faast-এর।
৩. এই স্কুটারে রয়েছে একটি LFP ব্যাটারি প্যাক, যা সিটের তলায় ভার্টিকালি প্লেস করা হয়েছে। অন্য দিকে দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ফ্লোরবোর্ডের ভিতরে হরাইজ়ন্টালি প্লেস করা হয়েছে।

৪. এই ই-স্কুটারটিতে একটি হাব-মাউন্টেড ইউনিট ও থাকতে পারে।
৫. এই স্কুটারে অ্যালয় হুইল থাকছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, টিউবলেস টায়ারও থাকতে পারে। টিউব-টাইপ টায়ারের তুলনায় টিউবলেস টায়ার থাকার ফলে পাংচার সারানো খুবই সহজ হবে।
৬. E Scooter এ কয়েকটি আকর্ষণীয় স্মার্ট ফিচারসও রয়েছে। যেমন, এই স্কুটারে থাকছে 7 ইঞ্চির ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, যা এর স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, রাইডিং মোড, টাইম এবং ব্যাটারি পার্সেন্টেজ ডিসপ্লে করতে পারে।

ChatGPT Api এর মাধ্যমে ঘরে বসে কিভাবে টাকা রোজগার করবেন? ইনকামের পরিমান জানলে চমকে উঠবেন।

৭. এই স্কুটারে রয়েছে হেডল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর্সে LED লাইটের সুবিধা।
৮. স্কুটারের সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক।
৯. ই বাইকের সামনে সাসপেনশন ডিউটি পারফর্ম করার জন্য রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক, পিছনে রয়েছে শক অ্যাবসর্বার।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button