E-Shram Card: সবার অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন জেনে নিন
E-Shram Card Benefits In India
ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য মোদি সরকারের অভিনব প্রকল্প E-Shram Card বা ই-শ্রম কার্ড। এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের দরিদ্র জনসাধারণ। তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠাচ্ছে সরকার। তবে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়ার জন্য কিছু বিষয় আগের থেকে জেনে নেওয়া জরুরী। আসুন এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
What is E-Shram Card?
ভারতের সরকার (Central Government) অসংগঠিত সমস্ত শ্রমিকদের সহায়তার লক্ষ্যে ২০২১ সালের ২৬ আগস্ট ই-শ্রম কার্ড প্রকল্পটি চালু করেছিল। যার ফলে দেশের ছোট ব্যবসায়ী বা অসংগঠিত শ্রমিকদের একটি নিজস্ব পরিচয়পত্র যেমন হবে, ঠিক তেমনভাবেই ভারতবর্ষে চালিত সরকারি প্রকল্পগুলি সরাসরি পৌঁছে দেওয়া যাবে উপভোক্তাদের কাছে। শুধু তাই নয়, যে সকল শ্রমিকদের স্থায়ী বা নির্দিষ্ট আয়ের উৎস নেই, তাঁদের একটি আয়ের উৎস ও ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিচ্ছে মোদি সরকার। সেই সময় থেকে এখনো পর্যন্ত প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
ই-শ্রম কার্ডের সুবিধাগুলি কী কী?
কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষের অ্যাকাউন্টে ৩০০০ টাকা আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি, সরকারি প্রকল্পগুলির বেনিফিট আরও সহজে পাবেন দীন দরিদ্র সাধারণ মানুষ। সবমিলিয়ে এই প্রকল্প জনতার মুখে হাসি ফোটাতে সক্ষম।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
- এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে।
- কোনো নির্দিষ্ট বা স্থায়ী ভাবে বেতন প্রাপ্ত কর্মী এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না।
- যে সকল ব্যক্তিরা আয়কর প্রদান করেন, তাঁদের এই প্রকল্পটি নয়।
- ই-শ্রম কার্ড প্রকল্পে আবেদন জানাতে পারবেন সেই সকল ব্যক্তি যাদের বয়স ১৬ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছর পর্যন্ত।
- এছাড়া যারা EPFO বা ESIC র সদস্য তাঁরাও প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। টাকা পেতে যে কাজটি কৃষকদের করতেই হবে, জেনে নিন
প্রকল্পের আবেদন জানাবেন কিভাবে?
কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার ই-শ্রম কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগ্রহ প্রার্থীদের অবশ্যই ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এই প্রকল্পের আবেদন জমা করা যাবে অনলাইন। স্টেপ বাই স্টেপ জেনে নিন।
- প্রথমে ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর বেছে নিন New Registration অপশনটি।
- এর পরের ধাপে Registration on E Labour বিকল্প বেছে নিতে হবে।
- তারপর আধার লিঙ্কড মোবাইল নম্বরটি পূরণ করুন শূন্যস্থানে।
- এবার আপনার মোবাইল নম্বরে আসা OTP উক্ত স্থানে বসিয়ে সাবমিট করে দিতে হবে।
- আবেদনকারী প্রার্থী তাঁর ব্যক্তিগত কাজের বিবরণ, তাঁর ব্যাংক ডিটেলস-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি এবার যথাযথ স্থানে বসিয়ে পূরণ করে নিন।
উপসংহার
বর্তমানে ভারতবর্ষের প্রচুর মানুষ এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। আপনিও যদি প্রকল্পের সুবিধা চান তাহলে উপরোক্ত পদ্ধতিতে আবেদন করুন। আপনি যোগ্য হলে আপনার একাউন্টেও টাকা পাঠাবে সরকার। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।