Post Office Investment Scheme 2022 – পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগে মিলবে প্রতি মাসে প্রায় ৫ হাজার টাকা। Best Investment Plan 2022.
Post Office Investment Scheme 2022 – একক এবং যৌথ উভয়ভাবেই খোলা যাবে অ্যাকাউন্ট।
আজকাল আয়ের পাশাপাশি সঞ্চয় করাটাও (Post Office Investment Scheme 2022) সকলের পক্ষে জরুরী হয়ে উঠেছে। নিত্যদিন দাম বাড়ছে প্রয়োজনীয় জিনিসের। যার ফলে একটু বেশি টাকা রোজগার করতে নাজেহাল অবস্থা হচ্ছে আমজনতার। সেজন্য সকলেই চান সঞ্চয়ের মাধ্যমে আগামী ভবিষ্যৎকে সুন্দর করতে। আর তাই পোস্ট অফিস নিয়ে এসেছে একটি বড় সুবিধা।
ভারতের যেকোনো নাগরিক যাদের ১৮ বছরের ঊর্ধ্বে বয়স, সকলেই করতে পারবেন এই স্কিমে (Post Office Investment Scheme 2022) আবেদন। এটি একটি মাসিক স্কিম। এটি প্রতিমাসে বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট পরিমান টাকা আয় করার সুযোগ করে দেয়। অনেকেই বেসরকারি বিভিন্ন কোম্পানিতে টাকা বিনিয়োগ করতে দ্বিধাবোধ করেন।
সেদিক থেকে দেখতে গেলে পোস্ট অফিস বা ইন্ডিয়া পোস্ট কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সুতরাং নেই কোন টাকা খোয়া যাওয়ার ভয়। এটি স্কিমটির (Post Office Investment Scheme 2022) মেয়াদ ধার্য করা হয়েছে ৫ বছরের জন্য। বিনিয়োগকারী যদি চান তাহলে পরবর্তী ৫ বছরের জন্য এটিকে আরো বাড়াতে পারেন।
MIS -এর মাধ্যমে সর্বাধিক কত টাকা বিনিয়োগ করা যাবে?
১) একটি একক অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা করা যাবে বিনিয়োগ।
২) একটি যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৯ লক্ষ টাকা করা যাবে বিনিয়োগ।
কিভাবে খোলা যাবে এই অ্যাকাউন্ট? (Post Office Investment Scheme 2022)
১) পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম ১ হাজার টাকা লাগবে।
২) ১৮ বছরের ঊর্ধ্বে ভারতে বসবাসকারী যে কোন ভারতীয় নাগরিক খুলতে পারবেন এই অ্যাকাউন্ট। (Post Office Investment Scheme 2022)
৩) বিনিয়োগকারীরা চাইলে একক অ্যাকাউন্ট অথবা যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারেন খাতা।
৪) যৌথ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একজন অ্যাকাউন্ট ওপেনার বা বিনিয়োগকারী সর্বোচ্চ তিনজন অ্যাকাউন্টধারীর সঙ্গে খুলতে পারবেন খাতা।
স্কিম সম্বন্ধিত গুরুত্বপূর্ণ সূচনা-
১) অ্যাকাউন্ট যৌথ হোক কিংবা একক, বিনিয়োগকারীরা ১ বছরের আগে তুলতে পারবেন না বিনিয়োগ করা অর্থ। (Post Office Investment Scheme 2022)
২) যেহেতু এই স্কিমের মেয়াদকাল ৫ বছর, তাই মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ৩ থেকে ৫ বছরের মধ্যে বিনিয়োগ করা অর্থ তুলে নিলে মোট মূলধনের ১ শতাংশ অর্থ কেটে নেওয়ার পরে তা ফেরত দেওয়া হবে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে গোপন তথ্য ফাঁস, কড়া গার্ড ও খাতা দেখা, সবার নম্বর বাড়বে? দেখুন
পোস্ট অফিসের এই স্কিমে সুদের পরিমাণ কত এবং কত পরিমান টাকা পাওয়া যাবে এটির থেকে?
পোস্ট অফিসের এই স্কিমে বার্ষিক ৬.৬ শতাংশ হারে পাওয়া যায় সুদ। বিনিয়োগ শুরু করার ৫ বছর পর থেকে প্রতি মাসে শুরু হবে নিশ্চিত আয়। এক্ষেত্রে যদি অ্যাকাউন্টটি যৌথ হয় এবং ৯ লক্ষ টাকা এককভাবে জমা করা হয়, তবে ৫ বছর পর বার্ষিক ৬.৬ শতাংশ সুদের হারে মোট মিলবে ৫৯,৪০০ টাকার সুদ। (Post Office Investment Scheme 2022)
অর্থাৎ প্রতি মাসে সুদ হিসেবে মিলবে প্রায় ৪,৯৫০ টাকা। অন্যদিকে একটি একক অ্যাকাউন্টে সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা জমা করলে মাসিক সুদ হিসেবে মোট মিলবে ২,৪৭৫ টাকা। তাহলে চিন্তা কিসের। এখনই নির্ধারণ করে ফেলুন বিনিয়োগের পরিমাণ এবং শুরু করুন সঞ্চয়। প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ফের বাড়ছে গরমের ছুটি। কবে খুলবে স্কুল?
I want this