IRCTC – রেল টিকিট এক বারেই কনফার্ম, শুধু জেনে রাখুন এই নিয়ম।

বছরে একবার ঘুরতে যান না, এমন মানুষ বিরল। IRCTC এর মাধ্যমেই পরিচালিত হয় ভারতীয় রেল। তবে ঘুরতে যাবার আগে এই রেল টিকিট কনফার্ম করতেই সাধারণ মানুষের ঘাম ছুটে যাবার মতোই পরিস্থিতি তৈরি হয়। তবে এবারে ততকাল বুকিং করার পদ্ধতি নিয়ে নতুন পদ্ধতি অবলম্বন করলেই আপনি ঝামেলা ছাড়াই করে ফেলতে পারবেন নিজের রেল টিকিট বুকিং। তাহলে আর বেশি দেরি না করে চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।

IRCTC এর মাধ্যমে রেল টিকিট বুকিং করার সহজ আর নিশ্চিত পদ্ধতি।

ঘুরতে যাবার জন্য সবসময় আগের থেকে IRCTC টিকিট বুক করে রাখা সম্ভব হয় না। এমতাবস্থায় যাত্রীদের ভরসা থাকে IRCTC এর তৎকাল টিকিটে। সাধারণত, দূরপাল্লার ট্রেনে যাত্রার একদিন আগে তৎকাল টিকিট কেটে ভ্রমণ করা যায়, কিন্তু যদি সেই সময় কোনো উৎসব পড়ে, তাহলে এই তৎকাল টিকিট পাওয়াও হয়ে ওঠে দুঃসাধ্য। কিন্তু আপনি কি জানেন, একটা ছোট্ট জিনিস মেনে চললে উৎসবের মাঝেও আপনিও তৎকালে কনফার্ম টিকিট পেতে পারেন?

এটা কীভাবে সম্ভব, সেটা জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। IRCTC এর তৎকাল টিকিট কাটার জন্য আপনি যদি মাস্টার লিস্ট ফিচারটি ব্যবহার করেন তাহলে আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে৷ এই মাস্টার লিস্ট ফিচারটি আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন? তৎকালের টিকিট বুকিং শুরু হওয়ার আগেই নিজের জন্য তৈরি করে নিন মাস্টার লিস্ট৷

IRCTC-র ওয়েবসাইটে বা অ্যাপ থেকে এই মাস্টার লিস্ট তৈরি করা যায়। লিস্টের জন্য এখানে যাত্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে হয়। তৎকাল বুকিং শুরু হওয়ার আগেই যদি আপনি, আপনার যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে রাখেন, তাহলে বুকিং শুরু হবার পরে তথ্য দেওয়ার জন্য আলাদা করে সময় নষ্ট হবে না। টিকিট বুকিং শুরু হতেই কেবল আপনার আগে থেকে বানিয়ে রাখা মাস্টার লিস্টটি সিলেক্ট করতে হবে৷

দোল, হলি কাটলেই ভাগ্য খুলছে এদের, দেখুন সাপ্তাহিক রাশিফল।

লিস্ট অ্যাটাচ করে সরাসরি পেমেন্ট করতে পারবেন এখানে। মাস্টার লিস্ট বানাবার জন্য নীচের ধাপগুলি অণুসরণ করুন-
1. প্রথমে IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপটিতে যেতে হবে।
2. এরপরে ‘My Account’ এ গিয়ে My Profile’  অপশনটি সিলেক্ট করতে হবে।
3. এখানে ‘Add/Modify Master List’ এর অপশন দেখতে পাবেন। এখানে আপনার এবং বাকি যাত্রীদের নাম, জন্মতারিখ, লিঙ্গ, ট্রেনের বার্থ, সিট সংক্রান্ত তথ্য ফিলাপ করে ফেলুন।

4. এরপর ‘Submit’ অপশনে ক্লিক করুন। আপনার মাস্টার লিস্ট তৈরী।
5. তৎকাল বুকিং খুললে, ‘My Passenger List’ এ গিয়ে সরাসরি কানেক্ট করে দিন।
6. সব শেষে পেমেন্ট অপশন থেকে, আপনার পছন্দ মত যে কোনও একটি অপশন সিলেক্ট করে পেমেন্ট করে ফেলুন।

গরীব মানুষের জনপ্রিয় সঞ্চয় প্রকল্প, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে সংসার খরচ পান।

প্রসঙ্গত উল্লেখ্য, AC ক্লাসের জন্য তৎকাল বুকিংয়ের সময় সকাল 10:00 থেকে শুরু হয়, আবার নন-এসি অর্থাৎ স্লিপারক্লাসের জন্য বুকিং সকাল 11:00 থেকে শুরু হয়। তবে অনেক সময় তৎকালেও মেলেনা টিকিট। তবে এবার থেকে এই মাস্টার লিস্টটি বানিয়ে রাখুন আগে থাকতেই। এর ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button