WB HS Results 2022 – বেরোচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল, কয়টি ওয়েবসাইট থেকে এবং কিভাবে দেখতে পাবেন জানেন?
WB HS Results 2022 – রেজাল্ট দেখতে শুধুমাত্র লাগবে উচ্চমাধ্যমিকের রোল নম্বর।
দু’বছর পর এবারে সুষ্ঠুভাবে সমস্ত নিয়ম ও সতর্কতা অবলম্বন করে হোম সেন্টারে আয়োজন করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Results 2022)। সেইমতো গত ২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর মোট ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয়েছিল। আজ সকাল ১১ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
গত সপ্তাহে বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল সকাল ১১:৩০ টা থেকে পরীক্ষার্থীরা (WB HS Results 2022) ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। তবে গত ৮ জুন শিক্ষা সংসদের তরফ থেকে অনলাইনে ফলাফল দেখার সময়ের বদল ঘটানো হয়েছে। এদিন নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুন দুপুর ১২ টা থেকে পরীক্ষার্থীরা পর্ষদের উল্লেখ করা ওয়েবসাইট ওপেন করে জানতে পারবেন ফলাফল।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কেউ ভর্তি হন প্রফেশনাল কোর্সে, আবার কেউবা করেন হায়ার স্টাডি রিসার্চ ওয়ার্কের জন্য মন দিয়ে পড়াশোনা। তাই পরীক্ষা (WB HS Results 2022) দেওয়ার আগে এবং পরে সকলেই আশায় দিন গুনে থাকেন কবে বেরোবে পরীক্ষার ফলাফল। যেহেতু স্কুলে গিয়ে রেজাল্ট হাতে পেতে লেগে যায় অনেকখানি সময়। তাই পরীক্ষার্থীরা এখন আগে বাড়িতে বসেই মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে অনলাইনে জেনে নেন পরীক্ষার ফলাফল।
শুধুমাত্র উচ্চমাধ্যমিকই নয় মাধ্যমিকের ফলাফলও জানা যায় অনলাইনের মাধ্যমে। ঠিক আছে অনেকেরই জানা কিভাবে দেখতে হয় ফলাফল। অনলাইনে ফলাফল জানার বিষয়টি অত্যন্ত সহজ হলেও অনেকের এই বিষয়ে বিশেষ জ্ঞান। তবে যারা জানেন না তারাও এবার মোবাইল বা ল্যাপটপ থেকে সহজেই জানতে পারবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB HS Results 2022)। শুধুমাত্র দেখার জন্য দিতে হবে পরীক্ষার রোল নম্বর। তাহলেই কয়েক সেকেন্ডের মধ্যে ফলাফল এসে যাবে সামনে।
তবে শুধুমাত্র ওয়েবসাইট নয়, পাশাপাশি SMS এর মাধ্যমেও দুপুর ১২ টা থেকে জানা যাবে ফলাফল (WB HS Results 2022)। এমনটাই ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফ থেকে। এইবারেও পরীক্ষা নেওয়া হয়েছিল। আর ওয়েবসাইটের কথা বলতে গেলে একাধিক ওয়েবসাইট রয়েছে যেগুলি থেকে সহজেই জানা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
এমনই কয়েকটি ওয়েবসাইট হলো-
১) https://wbresults.nic.in/
২) https://exametc.com/
৩) https://m.jagranjosh.com/
৪) https://www.results.shiksha/
৫) https://technoindiagroup.com/
মাত্র 2000 টাকার পুঁজিতে শুরু করতে পারেন এই ৫ টি দুর্দান্ত ব্যবসা
৬) http://abpananda.abplive.in/
৭) http://news18bangla.com
৮) http://abpeducation.com/
৯) http://bangle.hindustantimes.com/
১০) http://indiatoday.in/education
এবারে জেনে নেওয়া যাক কিভাবে https://wbresults.nic.in এর মাধ্যমে জানা যাবে ফলাফল (WB HS Results 2022)-
১) মোবাইল ফোন, কম্পিউটার কিংবা অন্যান্য যে কোন ডিভাইস থেকে সার্চিং ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে www.wbresults.nic.in
২) তারপর ‘Enter Your Registration No.‘ এর জায়গায় পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে।
৩) তারপর ‘Submit‘ বাটনে ক্লিক করলেই জানা যাবে রেজাল্ট।
45 কোটি SBI গ্রাহকদের সতর্ক করে দিলো ষ্টেট ব্যাংক কর্তৃপক্ষ, দায় নেবেনা ব্যাংক
এমন অনেক পরীক্ষার্থীর সাথেই হয় যে তারা পরীক্ষায় একরকম উত্তর লিখে এসেছেন এবং রেজাল্টে তার অনুরূপ প্রতিচ্ছবি দেখতে পান না। ফলে আশাহত হতে হয় তাদের। তবে এক্ষেত্রে রেজাল্ট হাতে পাওয়ার পর কোনও পরীক্ষার্থীর ফল (WB HS Results 2022) আশানুরূপ মনে না হলে তিনি ওই নির্দিষ্ট বিষয়টির পুণর্মূল্যায়ণের জন্য আবেদন জানাতে পারবেন এবং পুণর্মূল্যায়ণের পর উক্ত বিষয়টিতে আগের চেয়ে নম্বর বাড়লে সেই পরীক্ষার্থীকে সংসদের তরফ থেকে নতুন করে মার্কশিট প্রদান করা হবে।
শিক্ষা, চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
৮ থেকে ৮০, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে সবার মুখে ফুটবে হাসি, কিসে জানেন?