পূজার আগেই রেল চলাচল বন্ধ এর ফলে ভোগান্তিতে সাধারণ নিত্য যাত্রীরা।
সেপ্টেম্বর এর ২৪ এবং ২৫ তারিখে রেল চলাচল বন্ধ নিয়ে খারাপ খবর শোনাল ইস্টার্ন রেলওয়ে। ১২ ঘণ্টার জন্য কোন ট্রেন চলবে না। বন্ধ রাখা হবে সকল রকম ট্র্যাফিক এবং রেলের লাইনের পাওয়ার। কারণ পূজার আগেই সব রকমের ত্রুটি সারিয়ে নিচ্ছে ইস্টার্ন রেলওয়ের।
দমদম জংশনের আপ ও ডাউন লাইনের বিভিন্ন জায়গায় এই রেল চলাচল বন্ধ হওয়াটা অনভিপ্রেত। গতকাল অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর রাত ১১ টা থেকে শুরু করে ২৫ শে সেপ্টেম্বর সকাল ১০.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে রেল চলাচল। বস্তুত, আগামী কালই হল পূজার আগের শেষ রবিবার। আর সেই জন্য সকাল থেকেই দোকানে দোকানে উপচে পড়া ভিড়ের বিষয়টি, এই রেল চলাচলে বিঘ্ন ঘটায় আর দেখা নাও যেতে পারে।
শিয়ালদহ মেন লাইনের অনেক ট্রেনই রয়েছে এই বন্ধ ট্রেনের তালিকায়। সেক্ষেত্রে কিছু কিছু ট্রেন চলবে। সেই জন্য রবিবার হলেও ট্রেনে প্রচুর ভিড় হবার প্রবল সম্ভাবনা। আগে থেকেই বেড়িয়ে পড়ুন নাহলে বেশ সমস্যায় পড়তে হতে পারে।
শিয়ালদহ শাখায় ইছাপুর স্টেশনের কাছে রেলের লাইনের কিছু কাজের কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে রেলের পাওয়ার এবং ট্র্যাফিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে জানানো হয়েছে যে, রেল ব্রিজের কাজ করা হবে। ব্রিজের ওজনকে এই গার্ডার নামক অংশটি পিলারে স্থানান্তরিত করে।
অবশেষে ইলেকট্রিক বিল কমাতে বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, পুজোর আগে বিরাট সুখবর।
এই গার্ডারকে বিভিন্ন নাম্বার দিয়ে শুনাক্ত করা হয়ে থাকে। ইছাপুরের রেল ব্রিজে 56/T- এ ব্রিজে গার্ডার পাল্টে নতুন গার্ডার স্থাপন করা হবে। আর রেল চলাচল বন্ধ না করলে কাজে ব্যাঘাত ঘটার কারণে সাময়িক ভাবে রেল চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে কল্যাণী সিমান্ত, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর- এই সকল লাইনের আপ এবং ডাউন লাইনের রেল চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে প্রত্যেক স্টেশনে বাতিল ট্রেনের লিস্ট দেওয়া হবে বলে জানা গেছে।
সরকারি কর্মীদের জন্য এবার ট্রেন ফ্রি করে দিলো সরকার, লাগবে না আর টিকেট।
গতকাল অফিস ফেরত অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আর রবিবারে পূজার শপিং এর জন্য ট্রেনে যে বিপুল ভিড় হতে চলেছে, তা পূর্বের অভিজ্ঞতায় সম্পূর্ণ স্পষ্ট। অনেক যাত্রীই না জেনে স্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে রীতিমত ভোগান্তিতে পড়তে পারেন।
তবে ইস্টার্ন রেলওয়ের তরফে এই বিষয়ের জন্য আগে থেকেই সাধারণ মানুষকে বৃহত্তর স্বার্থে বিষয়টি মানিয়ে নিতে বলা হয়েছে। সকলের সুবিধার্থে এই খবরটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।
Written by Mukta Barai.