Mid Day Meal হিসেবে স্কুলের খাবারে দিতে হবে ডিম, মাংস, ফল। এই টাকায় কি করে সম্ভব! বিশদে দেখুন।

বিদ্যালগুলিতে Mid Day Meal নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে নতুন বছরের শুরু থেকেই। কিছুদিন আগেই এই প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে স্কুল শিক্ষকেরা এই প্রকল্পের তালিকা অনুসারে পুষ্টি প্রদানে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই সরকারি এই নির্দেশ কিভাবে মানা যাবে, সে সংক্রান্ত নির্দেশিকা দেখে নেওয়া যাক।

Mid Day Meal এর খাবারে ডিমের সাথে Chicken আর Fruits, দায়িত্ব স্কুলের।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি রাজ্যেই পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় দল। এর মধ্যেই স্কুলের ছাত্র ছাত্রীদের দুপুরের Mid Day Meal এর খাবারকে আরও বেশি করে পুষ্টিকর করে তুলতে সরকারি নির্দেশিকা জারি করেছে সরকার। তবে এর জন্য কি বরাদ্দ হবে মাথাপিছু বরাদ্দ। নাকি এর ব্যবস্থা করতে হবে ঐ নির্দিষ্ট তাকাতেই! আসুন জেনে নেওয়া যাক।

এই পুষ্টিকর খাবার পেয়ে পড়ুয়াদের বিদ্যালয়ের Mid Day Meal এর ওপরে যে আকর্ষণ বাড়বে, সে বিষয়ে এক্কেবারে নিশ্চিত রয়েছে সরকার। এছাড়া বাচ্চাদের পুষ্টির ঘাটতি বেশ পরিমাণে পূরণ করা সম্ভব হবে বলেই দাবি করছে আধিকারিক মহল। এই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যের 24 জেলা শাসক, কোলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহাকুমা শাসকদের এই প্রকল্পের বাস্তবায়নে বিশেষ দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কেন্দ্রের PM Poshan প্রকল্পে স্কুল পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির যোগান দিতে সরকারের তরফ থেকে 371 কোটি 90 লক্ষ 78 হাজার 400 টাকার অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হচ্ছে। কি কি দেওয়া হবে এই খাদ্যের নতুন তালিকায়। এক্ষেত্রে জানানো হয়েছে যে, ডিম, মুরগীর মাংস এবং সাথে দিতে হবে মরসুমি ফল।

2023 সালে মোবাইল রিচার্জের খরচ হল অর্ধেক! হূড়মুড়িয়ে বাড়ছে BSNL গ্রাহক। বিস্তারিত দেখুন।

এর ফলে পড়ুয়াদের মিলবে বাড়তি পুষ্টি। এই বরাদ্দ দেওয়া শুরু করা হবে আগামী 23শে জানুয়ারি থেকে 23শে এপ্রিল তারিখ পর্যন্ত। সপ্তাহ ভিত্তিক এই বরাদ্দ করা হবে। অর্থাৎ 16 সপ্তাহের জন্য করা হবে এই বিশেষ বরাদ্দ। Mid Day Meal প্রকল্পের অর্থ বরাদ্দে কেন্দ্র এবং রাজ্যের বরাদ্দের শেয়ারের অনুপাত 3:2.

মিড ডে মিলে বরাদ্দবৃদ্ধি বিশিষ্ট মহলের বক্তব্য এমন যে, পৌষ্টিক আহারের জন্য সপ্তাহে যে 20 টাকা বরাদ্দ হয়েছে তা অত্যন্ত কম। একটা ডিমের দাম বর্তমানে 7 টাকা। সেখানে মাংস বা ফল তো পরের কথা। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তবে সরকারি নির্দেশ অনুসারে বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে, তাই এখন দেখার বিষয়।

অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা, “সম্পূর্ণটা একবারে দেওয়া সম্ভব নয়”।

এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। এছাড়া শিক্ষা সংক্রান্ত নানা আপডেট, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রকল্প, ব্যবসা, টেলিকম জগতের সেরা অফার, অনলাইন আয়ের নানা প্রতিবেদনের জন্য দেখতে থাকুন। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এই নতুন প্রকল্পে কিভাবে সম্ভাবনার পথ পাওয়া সম্ভব, আমাদের জানান আপনার সুচিন্তিত মতামত। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button