Electricity Bill 2024: বিদ্যুতের বিল কমবে হু হু করে! শুধু করতে হবে এই তিনটি কাজ! মাস গেলে পকেটে বাঁচবে টাকা

বিদ্যুতের বিল নিয়ে প্রত্যেক মধ্যবিত্তের বাড়িতেই চলে চিন্তা, দুশ্চিন্তা।‌ মাসের শেষে বিল বেশি এলে পকেট থেকে খসে অতিরিক্ত অর্থ। অতএব বিদ্যুৎ বিল(Electricity Bill) নিয়ে সাধারণ মানুষের চিন্তা রয়েই যায়। এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে দৈনন্দিন জীবনযাপন করা কঠিন হয়েছে। তার মধ্যে বিদ্যুৎ বিল (Electricity Bill) যেন লাফিয়ে বাড়ছে। আর তাই আপনাকে বলা রইল একটি ছোট্ট সিক্রেট। ‌ যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই কমবে। কি করতে হবে? আসুন বিস্তারিত জানা যাক।

Electricity Bill Tricks 2024

যত দিন যাচ্ছে মানুষ তত বেশি আধুনিক হচ্ছে। বাড়িতে আসছে নিত্য নতুন গেজেট। ইলেকট্রনিক্স জিনিসপত্র। যেগুলি চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়। আর বিদ্যুতের প্রয়োজন মানেই ইলেকট্রিসিটি বিল(Electricity Bill) হাই! যে বিল মেটাতে গিয়ে কালঘাম ছুটছে আমজনতার। এখন ঘরে ঘরে এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, টিভি ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্র। যত ব্যবহার বাড়ছে ততই যেন লাফিয়ে বাড়ছে বিল (Electricity Bill). তবে যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন তাহলে এক ধাক্কায় অনেকটাই বিদ্যুতের বিল কমতে পারে। কি করবেন আর কি করবেন না সেটাই বলা রইল এই প্রতিবেদনে।

ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট

Tip and Tricks to reduced Electricity Bill

১) ব্যবহার না করলে সুইচ বন্ধ রাখুন

অনেক সময় দেখা যায় আপনারা বাড়ির টিভি, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রগুলি ব্যবহার না করলেও সেগুলোর সুইচ অন করে রেখে দেন। মনে রাখবেন, ব্যবহার না করলেও শুধুমাত্র সুইচ অন করে রাখার জন্য বিদ্যুতের খরচ কিন্তু বাড়তে থাকে। তাই যদি ব্যবহার না করেন, তাহলে অবশ্যই সুইচ অফ করে দিন। তাই যে বৈদ্যুতিক সামগ্রীটি ব্যবহার করছেন না, সেটি সুইচ বোর্ড থেকে পুরোপুরি বন্ধ রাখুন। আর এতে অনেকটাই কমবে আপনার বিদ্যুতের বিল।

এসি কেনার আগে কি করণীয়, ঘরের সাইজ অনুসারে কত টন ও কত স্টার AC কেনা উচিত, কারেন্ট বিল কেমন আসবে?

২) বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার

বর্তমানে অনেকেই বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার করছেন। যত দিন যাচ্ছে ততই বাড়ছে LED বাল্বের ব্যবহার। এই বাল্বগুলি সাধারণত প্রতিদিনের ব্যবহৃত বাল্বের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করে। তাই ঘরে যদি এই ধরনের বাল্ব ব্যবহার করে থাকেন, তাহলে আপনি আলো বেশি পাবেন আর আপনার বিদ্যুৎ খরচও অনেক টাই কম হবে। যদি আপনি বিদ্যুতের বিল কম করতে চান তাহলে এই বাল্বগুলি বাড়িতে নিয়ে আসুন।

৩) পুরনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বদলান

অনেক বাড়িতেই এখনো পুরনো পাখা, আলো ও অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীর নিয়মিত ব্যবহার চলে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই পুরনো বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহারের ফলে বিদ্যুতের খরচ বেশি হয়। তাই আপনি যদি বিদ্যুতের বিল কম করতে চান তাহলে আপনাকে বাড়ির সমস্ত পুরনো ইলেকট্রনিক্স সামগ্রী বদলে ফেলতে হবে। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই টিপস খুব জরুরী। এতে আপনার ইলেক্ট্রিসিটি বিল কম আসবে।

Purbasha