ELI Scheme: যুবক, যুবতীরা প্রতিমাসে পাবেন 15,000 টাকা। কেন্দ্র চালু করলো নতুন প্রকল্প। আবেদন করবেন কিভাবে?
ELI Scheme By Central Government
ভারতবর্ষে চালু হচ্ছে নতুন সরকারি প্রকল্প। যার নাম হল কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম বা ELI Scheme. এই স্কিম চালু করছে কেন্দ্রীয় সরকার (Central Government). মূলত যুবক -যুবতীদের জন্য এই বিশেষ স্কিমটি চালু করা হয়েছে। তাঁদের ভবিষ্যত সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে। এই স্কিমে বিনিয়োগ কৌশল ও শর্তাবলী সম্পর্কে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
Central Government ELI Scheme
এমনিতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা জনসাধারণ উপকৃত হন। আর এবার ফের একটি প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রকল্পটি মূলত তরুণদের জন্য। এই স্কিমটিকে বলা হয় ইএলআই (ELI) বা অন্যভাবে বলতে গেলে কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম। কেন্দ্রীয় সরকার এই স্কিমটিতে বরাদ্দ করতে চলেছে প্রায় ৯৯,৪৪৬ কোটি টাকা।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
সরকারের তরফে এই বিশেষ স্কিমটি ডিজাইন করা হয়েছে তরুণদের জন্য। এই বিশেষ স্কিমের আওতায় সুবিধা পাবেন তরুণরা যারা প্রথমবার চাকরিতে যোগ দেবেন। কেন্দ্রের তরফে তাদের ১৫,০০০ টাকা সুবিধা দেওয়া হবে। এই স্কিমের সুবিধা পাবে কোম্পানিও। স্কিমের আওতায়, যে সব কোম্পানি যুবকদের চাকরি দেবে তাদেরও প্রতিমাসে দেওয়া হবে ৩০০০ টাকা।
বলা হচ্ছে, যদি কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট অথবা তার পরে চাকরিতে যোগদান করেন বা চাকরি শুরু করেন, তাহলে সরকার সেই ব্যক্তিকে ১৫০০০ টাকা দেবে। এই সুবিধা পাওয়া যাবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত। এর অর্থ, কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই-এর মধ্যে যদি চাকরিতে যোগদান করেন একমাত্র তবেই তিনি এই সুবিধা পাবেন।
প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন?
এই প্রকল্পের আওতায়, সরকার সুবিধাভোগীকে মোট দুটি কিস্তিতে ১৫০০০ করে টাকা দেবে। যার প্রথম কিস্তি পাওয়া যাবে চাকরি শুরু করার ছয় মাস পরে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ১২ মাস পরে। এছাড়া, এই প্রকল্পের আরও বিশেষ বিষয় হল, এই প্রকল্পের জন্য আপনাকে আর কোথাও আবেদন করতে হবে না। পিএফ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার ডেটা সরকারের কাছে চলে যাবে। টানা ৬ মাস ধরে যখন পিএফ টাকা কেটে নেওয়ার হবে তখন আর্থিক পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার?
উপসংহার
এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় মোট ১.০৭ লক্ষ কোটি টাকার ইনসেনটিভ দেবে সরকার। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকার গুরুত্বপুর্ন কয়েকটি ক্ষেত্র যেমন, জ্বালানি নিরাপত্তা, এআই ডিপ টেক, ডিজিটাল কৃষি ফার্মা, সহ ১৭টি মোট ১৭ টি ক্ষেত্রে গবেষণার প্রচারের জন্য সবমিলিয়ে ১ লক্ষ কোটি টাকার ইনসেনটিভ প্রদান করবে।