সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, প্রভিডেন্ড ফান্ড একাউন্টে 81 হাজার টাকা করে পাবেন, জানুন বিস্তারিত।
পুজোর আগেই এই দারুণ সুখবর পেতে চলেছে প্রভিডেন্ড ফান্ড গ্রাহকেরা।
অর্থই সব সমস্যার সমাধানের পথ দেখায়। আর এবারে কেন্দ্রের নতুন সিদ্ধান্তে প্রভিডেন্ড ফান্ড এর টাকার সুদ ঢুকতে চলেছে গ্রাহকদের একাউন্টে। আর এই টাকা যে পুজোর আগের ঢুকতে পারে, তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু কর্মীদের একাংশের মধ্যে।
সারা দেশে সরকারি কর্মীদের প্রভিডেন্ড ফান্ড এর বিষয়টি মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আছে EPFO. এই EPFO সংস্থার অধীনে রয়েছে প্রায় 6 কোটি গ্রাহক। তাদের একাউন্টেই পূজার আগে এই অর্থ ঢুকবে বলে খবর। বিপুল সংখ্যক গ্রাহকেরা এবারে এই দারুণ সুখবর পেতে চলেছেন।
কি এই টাকা? প্রত্যেক কর্মচারীদের EPFO একাউন্টে প্রতি মাসেই তাদের বেতনের একাংশ জমা হয় নিয়ম করে। সেই জমা ক্রা অর্থের ওপরে EPFO উচ্চ হারে সুদ দিয়ে থাকে। আর এবারে সেই সুদের টাকা ঢুকবে কর্মীদের একাউন্টে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ হিসেবে কোন কিছু বলা হয় নি এখনো।
অন্যান্য সকল সুদের থেকে এই EPFO তে মেলে সব থেকে বেশি সুদ। সেই হিসেবে সুদের পরিমান হিসেব করা হয় একাউন্টে জমা থাকা মোট টাকার ওপরে। এক্ষেত্রে প্রভিডেন্ড ফান্ড এর সুদের পরিমান দেওয়া হয় 8.1% হারে। তবে এই সুদের হার বিগত 40 বছরে সর্বনিম্ন। পূর্বে 8.5% হারে সুদ মিলতো কর্মীদের।
কিভাবে চেক করবেন প্রভিডেন্ড ফান্ড এর একাউন্ট ব্যালান্স? প্রথমত, মিসড কল দিয়ে ব্যালেন্স জানাঃ- PF চেক করতে হলে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে করতে হবে মিসড কল। এর পরে, আপনি EPFO-এর তরফে মেসেজের মাধ্যমে PF-এর বিবরণ পেয়ে যাবেন। এখানেও আপনার UAN, PAN এবং Aadhaar লিঙ্ক করা না থাকলে কোন রিটার্ন মেসেজ পাবেন না।
দ্বিতীয়ত, অনলাইনে ব্যালেন্স চেকঃ- অনলাইন ব্যালেন্স চেক করতে, EPFO ওয়েবসাইটে প্রথমে লগইন করতে হবে। epfindia.gov.in-এ ই-পাসবুকে অপশনে ক্লিক করুন৷ এবার passbook.epfindia.gov.in-এ একটি নতুন পেজ আসবে। এখন এখানে সঞ্চয়কারী নিজের নাম (UAN নম্বর), পাসওয়ার্ড এবং ক্যাপচা বসাতে হবে। এরপরই ই-পাসবুকে আপনার EPF ব্যালেন্স জানতে পারবেন নিমেষেই।
তৃতীয়ত, কেন্দ্রের আনা নতুন অ্যাপ UMANG – এ ব্যালেন্স চেক করা যায়। এর জন্য UMANG অ্যাপ খুলতে এবং EPFO-তে ক্লিক করতে হবে। এখানে Employee-centric services-এ ক্লিক করতে হবে। ‘ভিউ পাসবুক’-এ ক্লিক করে আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড (OTP) নম্বর বসাতে হবে। এর পরে কোনও ব্যক্তি PF ব্যালেন্স চেক করতে পারেন।
EPFO অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে অবশ্যই করুন এই কাজটি। New update 2022.
এছাড়াও, SMS – এর মাধ্যমে ব্যালেন্স চেক করা সম্ভব। যদি কোনও ব্যক্তির UAN নম্বর EPFO-তে রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে SMS-এর মাধ্যমে প্রভিডেন্ড ফান্ড ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN লিখে পাঠাতে হবে। PF ব্যালেন্সের জন্য UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, PAN এবং আধার (AADHAR) লিঙ্ক করা আবশ্যক।
কারা পাবে কত টাকা? একটা উদাহরণ দিয়ে হিসেব করে দেখা যাক যে কারা কেমন পাবে। যদি কোন কর্মীর প্রভিডেন্ড ফান্ড একাউন্টে থাকে 10 লক্ষ টাকা, তাহলে পাওয়া যাবে 81 হাজার টাকা। আর যদি কারো থাকে 5 লক্ষ, তাহলে মিলবে 40 হাজার 500 টাকা। আপনিও আপনার টাকার হিসেব করে দেখে নিন কত পাবেন? প্রতিবেদন ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.