আটকে গেল সরকারী কর্মীদের বেতন, কি কারনে, কবে থেকে Salary ঢুকবে জেনে নিন।
মাসের শেষ, পকেট একদম ফাঁকা। আর এরই মাঝে সকাল সকাল খারাপ খবর। দেরি হতে পারে চাকরীজীবীদের বেতন পেতে। কি কারনে এই সমস্যা, কাদের বেতন দেরিতে হবে, জেনে নিন বিস্তারিত।
কি কারনে বেতন বিভ্রাট?
All India Bank Employees ব্যাংক ধর্মঘট ডাকায় জানুয়ারির শেষ সপ্তাহে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের পরিষেবা ব্যাহত হতে চলেছে। তবে বেতন পেতে দেরি হওয়া ব্যাংকের পরিষেবার কারনেই হতে পারে।
Bank ইউনিয়নগুলো ২ দিনের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে ব্যাংকের যাবতীয় পরিষেবা ব্যাহত হতে পারে বলেই জানা যাচ্ছে। ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকায় ATM থেকে বেশি পরিমান নগদ টাকা তোলার একটা প্রবনতা সৃষ্টি হতে পারে, আর যার জেরে ATM পরিষেবার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে।
ব্যাংক ইউনিয়নের ধর্মঘটের কারণ কিঃ
United Forum of Bank Union বা UFBU এর পক্ষ থেকে সপ্তাহে দুইদিন ছুটি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ২ দিনের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের উপর চাপ তৈরি করতেই ব্যাংক ইউনিয়নগুলো এই ধর্মঘট করছে। যার জেরে বন্ধ থাকবে ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকিং পরিষেবা ব্যাহত হবে।
কাদের বেতন পেতে দেরী হতে পারে?
যেসমস্ত রাজ্য, কেন্দ্র সরকারী ও প্রাইভেট সেক্টরের কর্মীদের ম্যানুয়াল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ক্রেডিট হয়, মাসের শেষ দিনে। ব্যাংক বন্ধ থাকলে তাদের অনেকেরই মাইনে পেতে দেরি হতে পারে। তবে যাদের IFMS বা অটোমেটিক ফান্ড ট্রান্সফার হয়, তাদের ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি না হলে Salary পেতে দেরি হবে না।
চাকরিজীবীদের কি করনীয়ঃ
যে সমস্ত চাকরিজীবীদের বিভিন্ন ক্ষেত্রে লোন বা EMI এবং পোষ্ট ডেটেড চেক বা ECS মাসের প্রথম দিনে ডেবিট হয়, তাদের ব্যালেন্স ফাঁকা হলে আহেতুক ফাইন বা চার্জ দিতে হবে, এছাড়া তাদের ক্রেডিট স্কোরেও প্রভাব পড়বে। তাই EMI সংস্থার সাথে যোগাযোগ করে দুই একদিন ডেট পিছিয়ে নিতে পারেন।
আরও পড়ুন, বাতিল হলো পশ্চিমবঙ্গের বহু ট্রেন, কোন কোন ট্রেন চলবে না?
কোন কোন দিন ব্যাংক বন্ধ?
৩০ এবং ৩১শে জানুয়ারি ব্যাংক ইউনিয়নগুলি ধর্মঘট (Bank Strike) ঘোষণা করেছে। এবার ২৮ জানুয়ারি চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে। তারপরে ২৯ জানুয়ারি রবিবারের কারণেও ব্যাংকগুলি বন্ধ থাকবে। ফলে শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ শেষ না করতে পারলে ১ ফেব্রুয়ারিতে গিয়ে কাজ করতে হবে।