EPFO Pension – এবার থেকে অভিভাবকের অনুপস্থিতিতে বেসরকারি কর্মচারীর সন্তানরাও পাবেন পেনশন। New Update 2022.
EPFO Pension – কত টাকা পাবেন জানেন?
চাকুরীরত বা চাকুরিরতা থাকাকালীন প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ (EPFO Pension) উপার্জনের দ্বারা চালানো হয় সংসার। তবে চাকরি থেকে অবসর গ্রহণের পর কর্মচারী যদি পেনশনভোগী খাওয়ার সুযোগ পেয়ে থাকেন তবে সেই অর্থ দিয়েই চলে সংসার। কিন্তু যে সমস্ত সন্তানের বাবা-মা থাকে না তাদের কি হবে?
তাই এবার থেকে চাকুরীজীবী বাবা-মা যদি পেনশন স্কিমের (EPFO Pension) অন্তর্ভুক্ত হন তাহলে তাঁদের মৃত্যুর পর সেই পেনশন ভোগ করতে পারবেন তাদের সন্তানরা। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত গ্রহণ? জানা যাচ্ছে, যেহেতু অতিমারির সময়ে অনেক সন্তান তাদের বাবা অথবা মাকে আবার দুজনকে একসঙ্গে হারিয়ে হয়েছিলেন সম্পূর্ণ অনাথ।
একে বিশ্বজুড়ে তান্ডব দেখাচ্ছিলো করোনা। তারপরে হতে হয়েছে অনাথ, নিঃস্ব। এমত অবস্থায় যারা সরকারি-বেসরকারি নানা সাহায্য পেয়েছে তাদের কষ্ট যতটা হয়েছে তাতে কারও বেশি কষ্ট পেয়েছেন যারা কোনরকম সাহায্য পাননি। তাই এবার এদের কথা ভেবে EPFO শুরু করেছে এই বিশেষ প্রকল্প (EPFO Pension)। যেখানে চাকরিজীবী বাবা অথবা মায়ের অবর্তমানে পেনশন ভোগ করবেন তাদের সন্তানরা।
অনেকেই হয়তো জানেন না কর্মচারীদের এই পেনশন কীভাবে জমা পরে। ইপিএফও পেনশন স্কীমে কর্মচারীর বেতন থেকে টাকা কাটে কোম্পানি। শুধুমাত্র কোম্পানির অবদানের একটি ছোট্ট অংশ জমা হয় ইপিএসে (EPFO Pension)। এবার দেখে নেয়া যাক EPS -এর অধীনে ক্ষুদে গ্রাহকরা কি সুবিধা পেতে চলেছেন।
১) EPS এর আওতায়, যে সমস্ত অনাথ শিশুদের বয়স ২৫ বছরের মধ্যে তারাই পাবেন এই সুবিধা ভোগ করার সুযোগ। (EPFO Pension)
২) তবে যে সমস্ত শিশুরা শারীরিক দিক থেকে অক্ষম তারা সারাজীবন ভোগ করতে পারবেন এই সুবিধা।
৩) এক্ষেত্রে তাদের পেনশনের হার হবে মাসিক বিধবা পেনশনের ৭৫ শতাংশ।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে গোপন তথ্য ফাঁস, কড়া গার্ড ও খাতা দেখা, সবার নম্বর বাড়বে? দেখুন
৪) তার সাথে সাথে নির্ধারণ করা হয়েছে ন্যূনতম পেনশনের অ্যামাউন্ট। এক্ষেত্রে একজন সন্তান থাকলে তিনি পাবেন ন্যূনতম সাড়ে ৭০০ টাকা।
৫) দু’জন সন্তান থাকলে তারা পাবেন মাসে ন্যূনতম ৭৫০ টাকা করে ১৫০০ টাকা।
৬) তবে শুধুমাত্র যে সমস্ত কর্মচারীর মূল বেতন ১৫ হাজার টাকার মধ্যে তাদের সন্তানদের পাবেন এই সুবিধা। ঠিক আছে জেনে রাখা দরকার মূল মাইনে ১৫ হাজার টাকা ফলে সেখান থেকে ১২৫০ টাকা কোম্পানি ইপিএসে জমা করে। (EPFO Pension)
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ, কি কি লাগছে?
অর্থাৎ ভালো করে বলতে গেলে মোট বেতনের ৮.৩৩ শতাংশ জামা পড়ে ইপিএসে। প্রসঙ্গত গত ৪০ বছর পরে এই পিএফ এর সুদ নির্ধারণ করা হয়েছে সবচেয়ে কম। অর্থাৎ সম্প্রতি এটি ৮.৫ শতাংশ থেকে নেমে দাঁড়ায় ৮.১ শতাংশতে। স্বাভাবিকভাবেই বেশ দুশ্চিন্তায় ফেলেছে আমজনতাকে। সুদের হার কমানোয় সরাসরি ৬ কোটি পিএফ অ্যাকাউন্ট ধারকের উপর এসে পরে চাপ।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ