FD Interest Rate in SBI – স্বাধীনতা দিবসে নয়া স্কিম চালু করল SBI. পাওয়া যাবে উচ্চহারে সুদ।
FD Interest Rate in SBI – কতদিনের মধ্যে জানাতে হবে আবেদন?
টাকা সঞ্চয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ বেছে নেন নানা পন্থা (FD Interest Rate in SBI)। কেউবা ব্যাঙ্কে সেভিংস একাউন্ট বা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে সঞ্চয় করেন। আবার কেউ এক্ষেত্রে বেছে নেন পোস্ট অফিসকে। তবে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দারুন খবর। নতুন একটি স্কিমের মাধ্যমে বাড়ানো হয়েছে সুদের হার।
সম্প্রতি দেশ জুড়ে পালিত হয়েছে 75 তম স্বাধীনতা দিবস। দেশের এই অমৃত মহৎসবে দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন স্কিম চালু করেছে দেশের অন্যতম ব্যাঙ্ক SBI. যেখানে FD প্রকল্পে পাওয়া যাবে উচ্চহারে সুদ। চলুন আরো বিশদে জেনে নেওয়া যাক। (FD Interest Rate in SBI)
আপনার কাছে এই পুরাতন কয়েনগুলো থাকলেই আপনিও হতে পারেন কোটিপতি, অনলাইনে কিভাবে বেচবেন দেখুন
নয়া স্কিমের সম্পর্কে যে বিষয়গুলি জানা আবশ্যক-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় ‘উৎসব ডিপোজিট’ প্রকল্প (Utsav Deposit) চালু করা হচ্ছে। এই প্রকল্পের অধীন ১,০০০ দিনের FD তে পাওয়া যাবে উচ্চহারে সুদ। অর্থাৎ বার্ষিক 6.1% হারে সুদ পাবেন সাধারণ মানুষ। যেখানে প্রবীণ নাগরিকেরা পাবেন 6.6% হারে সুদ। (FD Interest Rate in SBI)
কতদিনের মধ্যে এই প্রকল্পের অধীন FD করলে পাওয়া যাবে ছাড়?
SBI এর তরফে জানানো হয়েছে, ১৫ আগস্ট থেকে ৭৫ দিন বা আড়াই মাসের মধ্যে ‘উৎসব ডিপোজিট’ স্কিমের অধীন FD করলে মিলবে উচ্চহারে সুদ। তাছাড়া এই প্রকল্প বাদেও SBI তে FD এর ক্ষেত্রে বাড়ানো হয়েছে সুদের হার। (FD Interest Rate in SBI)
অবশেষে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ এবার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা
১) ২ বছর-৩ বছরের কম মেয়াদযুক্ত FD তে সুদের হার বাড়িয়ে 5.5%. আগে ছিল 5.35%.
২) ৩ বছর-৫ বছরের কম মেয়াদর মেয়াদযুক্ত FD তে সুদের হার বাড়িয়ে 5.45%.
৩) ৫ বছর-১০ বছর মেয়াদযুক্ত FD তে সুদের হার বাড়িয়ে 5.65%. (FD Interest Rate in SBI)
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.