রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কবে ঢুকবে Salary, সিদ্ধান্ত জানাল নবান্ন।
অবসরপ্রাপ্ত কর্মচারীরা Salary সংক্রান্ত কি এই সুবিধা পাবেন? জেনে নিন।
বকেয়া ডিএ কি পুজোর আগে মেলার সম্ভাবনা রয়েছে (Salary)? কার্যত এ নিয়ে নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা। তার উপরে বেতন নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং পুজোর আগেই সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর মধ্যেই পাবেন আগাম Salary. শুধু তাই নয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিরাও এই সুযোগ পাবেন।
কোলগেট স্কলারশিপে আবেদন করলেই স্কুল ও কলেজ পড়ুয়ারা পাবে নগদ 30000 টাকা
কি জানানো হয়েছে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের ২৮ তারিখই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে Salary ঢুকবে। তবে সুযোগ একই পেলেও অবসরপ্রাপ্ত (বয়স ৬০ এর বেশি) সরকারি কর্মীদের আরো ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। কারণ অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৯ অক্টোবর পেনশন দেওয়া হবে।
সরকারি কর্মচারীদের অবসরের বয়স 65 করার প্রস্তাব মন্ত্রীসভায়, কত সালে জয়েন করলে এই সুবিধা পাবেন
ডিএ মামলার কি রায়?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করেছে। বরং বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গত ২০ মে-র নির্দেই বহাল রেখেছে। অর্থাৎ রাজ্যকে ৩১ শতাংশ হারে DA মেটাতে হবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.