Google থেকে আপনি কী কী ভাবে ইনকাম করতে পারবেন? সহজ পাঁচটি পদ্ধতি শিখে নিন

How To Earn Money From Google

বাড়ি বসে টাকা ইনকাম করতে চান? আপনার হাতের কাছে আছে স্মার্টফোন ও Google অ্যাপ। আমরা সবাই এই অ্যাপটির ব্যবহার জানি। কোন দরকার হলেই সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে সার্চ করি। এছাড়া পেমেন্ট করা, রাস্তা খোঁজা, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা সবেতেই আমাদের ভরসা গুগল। তবে এসব ছাড়াও Google দ্বারা ইনকাম করাও সম্ভব (Earn From Google) কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

How To Earn Money From Google

১) Blogger

ব্লগার হল একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের মতো করে ব্লগ লিখতে পারেন। ফ্রিতে ব্লগ ওয়েবসাইট খুলে লেখালেখি করার জন্য আদর্শ এই ব্লগার। এখানে আপনি বাংলা বা ইংরেজী ভাষায় লিখতে পারেন। যদি আপনি গুগলে কিছু ভালো লেখেন তাহলে তার বিনিময়ে ইনকাম করা সম্ভব। এর জন্য আপনাকে Blogger থেকে ফ্রিতে একটি ওয়েবসাইট খুলতে হবে। তারপর ভাল করে লিখতে হবে। যখন আপনার এই ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে Google Adsense এর মাধ্যমে অ্যাড লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম (Online Earning) করা যাবে।

২) Google Ads

দ্বিতীয় যার কথা বলব সেটি হল Google Ads. এটি হল আরো একটি সার্ভিস। এর মাধ্যমে যে কেউ তাঁর বিজ্ঞাপন, ব্যবসা, প্রতিষ্ঠানের এড দিয়ে থাকে। আর এই বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানটিকে টাকা দিতে হয় গুগলকে। আপনি চাইলে এই বিজ্ঞাপন দেওয়ার কাজটি শিখতে পারেন। এর উপর অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। আপনি চাইলে সেখান থেকে দেখে এই কাজটি শিখে নিতে পারেন। তারপর আপনি এই কাজটি অন্যকে করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন।

৩) Books on Google play

Books on Google play হল গুগলের অন্যতম জনপ্রিয় একটি সার্ভিস। এখানে আপনি বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন। আপনিও চাইলে  নিজের একটি বই লিখতে পারেন। এই বইগুলি এখানে সেল করে আপনি তার বিনিময়ে মূল্য নির্ধারণ করে নিতে পারেন। প্রতিদিন এই অ্যাপে লাখ লাখ বই বিক্রি হয়।

আরও পড়ুন: ছবি তুলতে ভালবাসেন? আপনার তোলা ছবি কিভাবে অনলাইনে বিক্রি করে মোটা টাকা রোজগার করবেন?

৪) গুগল প্লে স্টোর

আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তারা Google Play Store সম্বন্ধে অবহিত। এই প্লে স্টোরে পাওয়া যায় বিভিন্ন Apps, Games ইত্যাদি। যেকেউ বানিয়ে এগুলি Google Play Store এ সেল করে। ডেভেলপার হিসেবে কাজ করে তাঁরা প্রত্যেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। আপনারাও ডেভেলপার হিসেবে কাজ করে গুগল থেকে টাকা রোজগার করতে পারবেন।

৫) Google Maps

গুগল ম্যাপ হল এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা খুব সহজেই কোনো জায়গা খুঁজে পাই ও সহজেই সে জায়গাতে যেতে পারি। তো এবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চায় তাদের কাস্টমারেরা যেন সঠিক লোকেশন খুঁজে পায়। Google Maps এ এজন্য তাদের সঠিক লোকেশন, আর তার সাথে ওয়েব অ্যাড্রেস, রিভিউ ও ফোন নাম্বার, ইত্যাদি যোগ করে থাকে। তারা অন্যকে দিয়ে এই কাজটি করিয়ে নেয়। এই কাজের বিশাল চাহিদা। আপনিও চাইলে এই কাজ করে বাড়ি বসে টাকা রোজগার করতে পারেন।

আরও পড়ুন: একটু বুদ্ধি খাটিয়ে বিনা মূলধনে ঘরে বসে মোটা টাকা আয় করার 6টি সহজ উপায়।

উপসংহার

চিরাচরিত পদ্ধতিতে গুগলকে ব্যবহার না করে এর দ্বারাই বাড়ি বসে টাকা রোজগার করা যায়। তাছাড়া গুগল বিভিন্ন কোর্স করায় সেগুলি শিখে নিয়ে যদি বাস্তব জীবনে ব্যবহার করা যায় তাহলে কর্মজগতে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব।

Related Articles

Back to top button