Fixed Deposit: সিনিয়র সিটিজেনদের জন্য সেরা বিনিয়োগ স্কিম। উচ্চ হারে সুদ, ব্যাপক রিটার্ন। নামকরা প্রকল্পকে হার মানাবে
Fixed Deposit High Interest Rate
পরিবারের সিনিয়র সিটিজেনরা চান নিশ্চিত বিনিয়োগের প্রকল্প। তাই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করতে আগ্রহী থাকেন তাঁরা। তবে ব্যাংক ও পোস্ট অফিসের এমন কিছু প্রকল্প আছে, যেগুলি অল্প সময়ে নিশ্চিত ও বেশি পরিমাণে রিটার্ন দেয়। আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার বেশি থাকে। আসুন দেখে নেওয়া যাক দেশের প্রবীণ মানুষেরা কোথায় বিনিয়োগ (Investment) করলে অধিক লাভ পাবেন।
Fixed Deposit Interest Rate 2025
সিনিয়র সিটিজেনদের জন্য অধিকাংশ ব্যাংক ভাল সুদের হার অফার করে থাকে।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দেশের এই ছোটো ব্যাঙ্কগুলি সিনিয়র সিটিজেনদের ভাল সুদের হার দেয়। তাই ইনভেস্ট করার আগে সমস্ত ব্যাংকের সুদের হার বিবেচনা করে নেবেন। কোথায় কত শতাংশ সুদ দেওয়া হচ্ছে, পরখ করে নেওয়া ভালো।
১) স্মল ফাইন্যান্স ব্যাংক
প্রথমেই জানা যাক কিছু স্মল ফাইল্যান্স ব্যাংকের কথা। তার মধ্যে অন্যতম উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক। এখানে আপনি ৩ বছরে ৮.৫ শতাংশ সুদ পাবেন। এছাড়া জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক মোট ৩ বছরে ৮.২৫ শতাংশ হারে সুদ দেবে। আর স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক আপনাকে ৩ বছরে সুদ দেবে ৮.২৫ শতাংশ। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৮.১৫ শতাংশ সুদ দেবে তিন বছরে।
২) বন্ধন ব্যাংক
প্রবীণ নাগরিকদের জন্য দেশের অন্যতম নামী বন্ধন ব্যাঙ্ক তাঁদের দুই বছরের এফডিতে সর্বোচ্চ ৭.৯ শতাংশ সুদের হার অফার করে। এবার যদি একজন ব্যক্তি ফিক্সড ডিপোজিটে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে সেই ব্যক্তি হাতে পাবেন ১১,৬৯৩ টাকা।
আরও পড়ুন: মাত্র ১০০ টাকার বিনিয়োগে কোটিপতি হওয়ার হাতছানি। ৯০% মানুষ টাকা জমানোর এই সিক্রেট জানেন না
২) ইয়েস ব্যাঙ্ক
যদি আপনি ইয়েস ব্যাংকে বিনিয়োগ করেন তবে জেনে রাখুন, এখানে প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের স্থায়ী আমানতের উপর সুদ দেওয়া হয় সর্বোচ্চ ৭.৯ শতাংশ। এবার আপনি যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, তো মেয়াদ শেষে আপনি হাতে পাবেন ১২,৬২৬ টাকা।
৩) আরবিএল ব্যাংক
আরবিএল ব্যাঙ্ক দেশের প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ বছরের স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ অফার করে। এবার যদি আপনি এই স্থায়ী আমানতে ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, মেয়াদ শেষ হওয়ার পর আপনি পাচ্ছেন ১৪,৪৯৯ টাকা। একই সুদের হার অফার করছে ইয়েস ব্যাঙ্কও। এছাড়া ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কও। পিএনবি ও অ্যাক্সিস ব্যাঙ্ক আর একটু কম মোটামুটি ৭.৩ শতাংশ সুদ দিচ্ছে।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য SBI এর দুর্দান্ত স্কীম। পাবেন সর্বোচ্চ সুদের সাথে লাখ টাকা রিটার্ন!
উপসংহার
এবার আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে ভিজিট করে সুদের হার (FD Interest Rate) সম্পর্কে জেনে আসতে পারেন। একথা সত্য যে, একজন প্রবীণ নাগরিক অপেক্ষাকৃত বেশি সুদ পাবেন। ফিক্সড ডিপোজিট বিনিয়োগে আপনার নিশ্চিন্তে দিন কাটবে। বাদবাকি তথ্য জেনে তবে বিনিয়োগ করুন।