Fixed Deposit এ 10% সুদ ঘোষণা। এইভাবে টাকা রাখলে, ঝড়ের গতিতে বাড়বে টাকা।

এবার থেকে ফিক্সড ডিপোজিট বা Fixed Deposit এর উপর সুদের হার (interest rate) আরো বৃদ্ধি করল এই ব্যাংক, মালামাল হয়ে যাবেন সকল গ্রাহক। কত টাকা বিনিয়োগ করবেন। কোন ক্ষেত্রে কত সুদ। কি নিয়ম মেনে চলতে হবে, আপনার কষ্টের টাকা কথাও বিনিয়োগের আগে এই নিয়ম কানুন গুলো জেনে নিন।

Fixed Deposit interest rates 2023

ব্যাংকে আমরা সকলেই টাকা রাখি। এমন কি বেশিরভাগ মানুষই আমাদের দেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনা ব্যাংককেই তাদের টাকা পয়সা জমা রাখার বেশি উপযুক্ত প্রতিষ্ঠান বলে মনে করে। কারণ এতে একদিকে যেমন সুরক্ষা আছে তেমনি অন্যদিকে টাকা বাড়েও রকেটের স্পিডে। ফিক্স ডিপোজিট (FD) থেকে শুরু করে এমআইএস (MIS), ইন্সিওরেন্স (Insurance) ইত্যাদি সকল সুবিধাই আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি।

তাই এই সকল সুবিধাতে যদি লাভ আরো বেশি পাওয়া যায় তাহলে ভালো কার না লাগে? হ্যাঁ আজকে আমরা এমনই এক বিশেষ সুবিধার কথা আপনাদের জানাতে চলেছি যেখানে ব্যাংকে যে কোন অ্যামাউন্টের টাকাই আপনারা ফিক্স ডিপোজিট করে রাখুন না কেন তাতে সুদ পাবেন চড়াহারে।

কিন্তু তার আগে জেনে নিন, দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংকে Fixed Deposit interest rates 2023 বা স্থায়ী আমানতে সুদের হার কত? তাহলেই আপনার বুঝতে সুবিধা হবে।

SBI Fixed Deposit interest rates 2023

সময়সীমাসুদের হার
৪০০ দিন৭.১০%
১ বছর৬.৮০%
২ বছর৭.০০%
৩ – ৫ বছর৬.৫০%
বয়স্ক নাগরিকদের০.৫০% বেশি
আয়কর সাশ্রয়ী প্রকল্পে৬.৫০%

অর্থাৎ স্টেট ব্যাংকের Fixed Deposit Scheme এ সর্বোচ্চ ৭.৫০% সুদ পাওয়া যাবে। তবে ভারতের অন্যতম বৃহৎ প্রাইভেট সেক্টর ব্যাংক Unity Small Finance Bank সর্বোচ্চ ১০% সুদ দিতে পারে। তাহলে আর দেরি কিসের চলুন এই বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। আর তারপর যাদের বর্তমানে এই ব্যাংকে কোন ফিক্স ডিপোজিট নেই তারা দ্রুত যেকোনো পরিমাণের টাকা ফিক্স ডিপোজিট করে দিন।

LIC Pension Policy - LIC Jeevan Akshay policy details (এলআইসি পেনশন পলিসি)

Unity Small Finance Bank এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত এমনটি জানা গেছে। এ বিষয়ে কিছুদিন আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অনলাইনে। এছাড়া আরো একটি বড় সুখবর হলো যে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই Fixed Deposit এর উপর এই নতুন সুদের হার গুলি কার্যকর করা হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন সুদের হার সম্পর্কে সম্প্রতি ঘোষণা করা হয়েছে ওই নোটিশে। জানা গেছে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার যথাক্রমে ৪.৫০ থেকে ৯.৫০ দেওয়া হয়ে থাকবে ফিক্সড ডিপোজিট এর উপর।

Fixed Deposit interest rate

বিভিন্ন মেয়াদের সুদের হারের তালিকাঃ
১) বর্তমানে এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত Fixed Deposit এর ক্ষেত্রে ৪.৫% সুদের হার ধার্য করেছে।
২) ১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৪.৭৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে।
৩) ৪৬ দিন থেকে ৬০ দিন পর্যন্ত ডিপোজিটের মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৫.২৫ শতাংশ উপলব্ধ হয়েছে।

৪) ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত ডিপোজিটের মেয়াদে মূলধনের ওপর ৫.৫ শতাংশ সুদ দেওয়া হবে।
৫) ৩ মাস থেকে ৬ মাসের মেয়াদে সুদের হার ৫.৭৫ শতাংশ করা হয়েছে।
৬) ৬ থেকে ৯ মাসের মেয়াদে মূলধনের ওপর সুদ দেয়া হবে ৮.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেন দের ৯.২৫ বা প্রায় ১০%।
৭) ৯ মাস থেকে ১ বছর পর্যন্ত মেয়াদে সুদ হল ৬ শতাংশ।

আরও পড়ুন, পোষ্ট অফিসের 10 টি নতুন সঞ্চয় প্রকল্প। গরীব মানুষের কথা ভেবেই উচ্চ সুদ।

৮) ১ বছর থেকে ৫০০ দিনের জন্য টাকা জমা রাখলে তার ওপর সুদ দেওয়া হবে ৭.৩৫ শতাংশ।
৯) ৫০১ থেকে ১৮ মাসের মেয়াদের ক্ষেত্রে টাকার ওপরে ৭.৩৫ শতাংশ সুদ দেওয়া হবে।
১০) ১৮ মাস থেকে ১০০০ দিন পর্যন্ত রাখা টাকার ওপর সুদের হার হবে ৭.৪০ শতাংশ।
১১) ১০০১ দিন থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে মূলধনের ওপর সুদ প্রদান করা হবে ৭.৬৫ শতাংশ।
১২) ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার প্রদান করা হবে ৮.২৫ শতাংশ।
১৩) আর ৫ থেকে ১০ বছরের মেয়াদের ক্ষেত্রে ৭.০% সুদের হার দেওয়া হবে।

আরও পড়ুন, মধ্যবিত্তদের মাথায় হাত! পুজোর আগেই বৃদ্ধি পেতে চলেছে রান্নার তেলের দাম। জেনে নিন নতুন রেট।

এই সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে অনুরোধ করা হচ্ছে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।
তাহলে আর দেরি কিসের? Unity Small Finance Bank এর সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের উদ্দেশ্যে বলা হচ্ছে দ্রুত এই সুবিধা ভোগ করার জন্য আজই আপনার নিকটবর্তী যে এই ব্যাংকের শাখা সেখানে গিয়ে যোগাযোগ করুন।

এরপর এবিষয়ে বিস্তারিতভাবে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে জানানো হবে। সবকিছু হয়ে গেলে ফিক্সড ডিপোজিটের একটি আবেদনপত্র নিন ও সঠিকভাবে ফিলাপ করে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ব্যাংকে জমা করে দিন। এক্ষেত্রে আপনারা নিজের পছন্দমত যেকোনো পরিমাণের টাকা যে কোন সময়ের মেয়াদের জন্য রাখতে পারেন। কিন্তু সব ক্ষেত্রেই পাবেন উচ্চহারে সুদ লাভের সুবিধা।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button