Fixed Deposit: ব্যাঙ্ক নাকি কর্পোরেট ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে কোনটি সবচেয়ে ভাল? বেশি লাভ পেতে কোথায় বিনিয়োগ করবেন?

Fixed Deposit Investment

বর্তমানে প্রচুর মানুষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-কে বিনিয়োগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন। এবার যদি আপনি এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান তবে কিছু বিষয় আগের থেকে জেনে রাখা জরুরী। এই যেমন মনে করুন, বিনিয়োগকারীদের প্রশ্ন থাকে, ব্যাংক এফডি না কর্পোরেট এফডি ঠিক কোনটি বিনিয়োগের সেরা মাধ্যম? কোথায় লাভ আসবে ভালো? আজকের প্রতিবেদন থেকে এই বিষয়েই আপনি বিস্তারিত জানতে পারবেন।

Bank Fixed Deposit Or Corporate Fixed Deposit?

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে দুই সুবিধা। এক, স্থিতিশীলতা আর অন্যটি হল নির্ভরযোগ্য রিটার্ন। আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিট বিনিয়োগ দীর্ঘসময়ের জন্য পছন্দের। তবে সাম্প্রতিক বছরগুলিতে ব্যাংকের এফডির পাশাপশি কর্পোরেট এফডি অন্যতম একটি বিকল্প বিনিয়োগ বিকল্প হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। উভয়ই আপনার সঞ্চয় বৃদ্ধি করে থাকবে। তবে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুটি এফডির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আপনার জানা উচিত।

ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুবিধা কী?

ব্যাংকের এফডি কে স্থায়ী আমানত বলা হয়। এটি হল একটি আর্থিক পরিকল্পনা যেখানে আপনি আপনার অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি পূর্বনির্ধারিত সুদের হারে এককালীন হিসেবে করতে পারেন। এছাড়াও এটি একটি কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসাবেও বিবেচিত হয়। এতে একটি নিশ্চিত রিটার্ন পাবেন। এতে মূলধনের পরিমাণ নিরাপদ থাকে। আর প্রায় প্রত্যেকটি ব্যাঙ্ক এফডি সময়কালের উপর নির্ভর করে বিনিয়োগকারীদের বিভিন্ন সুদের হার অফার করে থাকে।

কর্পোরেট এফডির সুবিধা কী কী?

এবার আসা যাক কর্পোরেট এফডির আলোচনায়।এটি হল একটি কোম্পানি বা কর্পোরেশনের প্রদত্ত স্থায়ী আমানত। সাধারণত ব্যাঙ্ক এফডির মতো, আপনি এখানেও নির্দিষ্ট সময়ের জন্য পরিমাণ জমা করে থাকেন। আর কোম্পানি আপনাকে মূলধনের উপর সুদ দিয়ে থাকে। তবে, এটা মনে রাখা দরকার যে, কর্পোরেট এফডিগুলি সাধারণত অতিরিক্ত ঝুঁকি নিয়েই থাকে। তবে ব্যাঙ্ক এফডির তুলনায় এগুলি বেশি সুদের হার অফার করে। এই বিনিয়োগে আপনার আগেই যেটা প্রয়োজন সেটি হল কোম্পানির আর্থিক অবস্থা সাবধানতার সঙ্গে মূল্যায়ন করা।

আরও পড়ুন: স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে 7.10% সুদ। মোটা অঙ্কের রিটার্ন নিয়ে সারাজীবন টেনশন ফ্রি থাকুন

কোথায় বিনিয়োগ করা লাভজনক হবে?

মনে রাখা দরকার, ব্যাঙ্ক এফডিতে সুদের হার সাধারণত কম থাকে। ব্যাঙ্ক এফডি একজন বিনিয়োগকারীর সময়ের আগে টাকা তোলার ক্ষেত্রে এক থেকে দুই শতাংশ সুদের জরিমানা ধার্য করে। সাধারণত ব্যাঙ্ক এফডি-তে বিনিয়োগের সময়কাল থাকে সাত দিন থেকে ১০ বছর পর্যন্ত।অন্যদিকে, কর্পোরেট এফডি-তে সুদের হার বেশি হয়। এটিকি সম্ভাব্য ভাল রিটার্ন দিতে পারে। তবে যদি আপনি সময়সীমার আগে কর্পোরেট এফডি-থেকে জমাকৃত অর্থ তোলার ভাবনায় থাকেন তবে, দুই থেকে তিন শতাংশ সুদ কেটে নেওয়া হয়। সাধারণত কর্পোরেট এফডি-তে ছয় মাস থেকে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা সম্ভব।

আরও পড়ুন: গ্রাহকদের সতর্ক করলো SBI. ব্যাংক একাউন্ট থাকলে অবশ্যই জানুন

উপসংহার

সবশেষে এই ধারণাটি স্পষ্ট যে, ব্যাঙ্ক এফডি-তে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে বিনিময়ে নিশ্চিত রিটার্ন পেতে পারেন। আপনার অর্থও অনেক বেশি নিরাপদ থাকে। তবে এক্ষেত্রে সুদের হার কিছুটা কম হতে পারে। কর্পোরেট এফডিতে সুদের হার বেশি হয়। তবে জমাকৃত অর্থের ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। দুই ক্ষেত্রেই বিনিয়োগ করার আগে বিবেচনা করা প্রয়োজন।

Related Articles

Back to top button