পুজোর কেনাকাটায় বাম্পার Offer 80%, কোন সাইটে কবে থেকে সেল শুরু হচ্ছে, দেখুন।

এই Offer কতদিন পর্যন্ত চলবে?

পুজোর সময়ে শুধু জামাকাপড়ই কেনে তা কিন্তু নয়। টিভি, ফ্রিজ অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে ফ্যাশন প্রোডাক্ট, সকল কিছুই offer এ কিনে থাকেন সাধারণ মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমানে এই সকল কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, তাও এগুলির চাহিদা কমেনি। কিন্তু সকলে যাতে স্বল্প দামে ব্যান্ডেড জিনিস উপভোগ করতে পারেন, তাই বিশেষ সুবিধা দেওয়া হবে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ফ্লিপকার্ট এর তরফ থেকে বিশেষ Offer দেওয়ার খবর পাওয়া যাচ্ছিলো। এবার সেই খবরে সিলমোহর পড়লো। চলতি মাসেই মিলবে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ছাড়। এই ছাড়ের সুবিধা মিলবে ৮ দিন ধরে।

WB HS Exam 2023 সময়সূচি প্রকাশ, বিস্তারিত জেনে নিন

কবে থেকে মিলবে?
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, Amazo, Flipkart, Myntra, Ajio তে মিলবে এই বিশেষ Offer. এই সেলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে ব্যাঙ্ক কার্ডে। বিশেষত অফার পাওয়া যাবে Axis Bank ও ICICI Bank -এর কার্ডে ৷

এবারের পুজোয় বাজার মাতাচ্ছে এই 5 টি পোশাক, পুজোয় সাজিয়ে তুলুন ট্রেন্ডিং নতুন স্টাইলে।

কোন কোন জিনিসে মিলবে ছাড়?
টিভি, ফ্রিজ ছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসে মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়৷ এছাড়া ছাড় পাবেন ফ্যাশান প্রোডাক্টেও৷ যেসকল গ্রাহকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ভালো মোবাইল ফোন কেনার জন্য, তাদের কাছে বড়ো সুযোগ। Google Pixel 6A মিলবে ২৭,৬৯৯ টাকায়৷ 70 হাজারের আইফোন ১৩ মিলবে ৪৯ হাজার টাকায়। এছাড়া সিলেক্টেড ব্র্যান্ডের পোশাকে মিলবে ২৫% থেকে ৪০% পর্যন্ত ছাড়।

সাথে Poco কোম্পানির বিভিন্ন ফোনে অফার পাওয়া যাবে। বিশেষভাবে iPhone 13 কেনার ক্ষেত্রে মিলবে অফার৷
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

এবার LPG Cylinder Business করে আপনিও আয় করতে পারেন লাখ টাকা, দেখে নিন বিস্তারিত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button