Flower’s Market : পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর ফুলের মার্কেট আগে কখনো দেখেননি
Flower’s Market : শহরের অন্যতম কয়েকটি অনেক সস্তায় এবং সেরা আকর্ষণীয় ফুলের বাজারের ঠিকানা জেনে রাখুন
ফুলের সুগন্ধ আমাদের মন ভরিয়ে তোলে (Flower’s Market), আবার ফুলের সৌন্দর্য্য আমাদের মনকে প্রশমিত করে। আমরা অনেকেই সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করি আবার অনেক সময় অনুষ্ঠানে ও গৃহসজ্জার কাজে আমরা ফুল ব্যবহার করে থাকি।
কিন্তু অনেক সময় ভালো ফুলের অভাবে কিংবা দাম অতিরিক্ত হওয়ায় গৃহসজ্জার সৌন্দর্য মাটি হয়ে যায়। তাই আমরা নিয়ে এসেছে অনেক কম দামে কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে কয়েকটি অপূর্ব ফুলের বাজারের সন্ধান জেনে রাখুন।
মল্লিক ঘাট
কলকাতা শহরের অন্যতম পুরনো বাজার হল এটি। মল্লিক ঘাটের ফুলের বাজারের (Flower’s Market) ভিড় শুরু হয়ে যায় প্রায় ভোর ৪ টে থেকেই। তাই বেশি দেরি করে দোকানে পৌঁছালে সমস্ত ভালো ফুল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে পাইকারী দামে ফুল পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ফুল দিয়ে সাজানোর জন্য সমস্ত ফুল ডেকোরেটর এই ফুল বাজার থেকে কিনে নিয়ে যায়। অনেক সস্তায় রকমারি ফুল পাওয়ার একমাত্র ঠিকানা মল্লিক ঘাট ফুল বাজার।
নিউ মার্কেট
দেশি-বিদেশি সমস্ত রকম ফুল পাওয়া যায় নিউমার্কেটে। যেকোনো রকম উপহার হিসেবেও অসাধারণ ফুলের বুকে পাওয়া যায় নিউ মার্কেটির ফুলের দোকানগুলোতে (Flower’s Market) এবং সুন্দর সুন্দর ফুলগুলোর দামও থাকে আপনার সামর্থের মধ্যে।
গোলপার্ক
গোলপার্কের ফুলের মার্কেট (Flower’s Market) বিখ্যাত গোলাপ ফুলের জন্য। অন্যতম জনপ্রিয় গোলাপ হলো ব্যাঙ্গালোর গোলাপ। এই মার্কেটে সব থেকে বেশি পরিমাণে কম দামে পাওয়া যায় ব্যাঙ্গালোর গোলাপ এবং রকমারি সব ফুল। অনুষ্ঠান বাড়িতে গোলাপ ফুল লাগানোর চল রয়েছে সেই ক্ষেত্রে এই মার্কেটের গোলাপ বেশ আকর্ষণীয়।
এয়ারপোর্ট এক নম্বর গেট
এয়ারপোর্ট এক নম্বর বাসস্ট্যান্ডের সামনে ফুলের মার্কেট (Flower’s Market) দেখে আপনার মন ভরে উঠবে রকমারি ফুলের সৌন্দর্য্যে। অর্কিড থেকে শুরু করে জুঁই ফুল, রজনীগন্ধা এবং আরো অনেক অপূর্ব ফুলের বাহার রয়েছে দমদম এয়ারপোর্ট এর এক নম্বর বাসস্ট্যান্ডের সামনের ফুলের বাজারে। যেকোনো অনুষ্ঠান বাড়িতে ফুল সজ্জার জন্য অন্যতম সেরা গন্তব্য এই ফুল বাজার।
এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
এই সম্পর্কিত আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন