For Jio Recharge – বিনামূল্যে 75 GB ডেটা, সাথে অন্যান্য সুবিধাও, স্বাধীনতা দিবসে দুর্দান্ত অফার।
For Jio Recharge – কত টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে সুবিধা? জেনে নিন।
গ্রাহকদের জন্য সুখবর (For Jio Recharge)। মোবাইল রিচার্জের পাওয়া যাবে ছাড়। হতো বছর একের পর এক টেলিকম সংস্থা মোবাইল রিচার্জের মূল্য বাড়িয়েছিল। তবে গ্রাহকদের কথা মাথা রেখে মোবাইল রিচার্জে একের পর এক নয়া সুবিধা এনেছে jio এর মতো টেলিকম সংস্থা।
আবারও গ্রাহকদের কথা মাথায় রেখে প্রিপেইড রিচার্জে jio নিয়ে এলো নয়া সুবিধা। অর্থাৎ গ্রাহকেরা এই রিচার্জে পেয়ে যাবেন ধামাকা অফার। কি সেই অফার? কত টাকার অফার দেওয়া হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। (For Jio Recharge)
Jio Independence offer, যেটি কথা ঘোষণা করা হয়েছে jio এর পক্ষ থেকে। কোন প্যাক রিচার্জে পাওয়া যাবে এই অফার?
Jio এর 2,999 টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যান রিচার্জে পাওয়া যাবে দৈনিক 2.5 GB হাই স্পিড ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 SMS এর সুবিধা। তাছাড়া ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন রিচার্জ মূল্য 499 টাকা। রিচার্জ প্ল্যানের মেয়াদ 365 দিন। (For Jio Recharge)
পশ্চিমবঙ্গে ডিএ দেওয়া নিয়ে রাজ্যের বক্তব্য জানালো তৃণমূল সরকার
এর সাথে বাড়তি সুবিধা হিসেবে পাওয়া যাবে 75 GB অতিরিক্ত ডেটা। যার খরচ 750 টাকা। এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র Ajio, Netmeds ও Ixigo থেকে রিচার্জ করলেই। দেওয়া হবে 750 টাকার কুপন। প্রত্যেক অনলাইন প্ল্যাটফর্ম থেকে রিচার্জে পাওয়া যাবে 750 টাকার পৃথক কুপন। (For Jio Recharge)
রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি