কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।
ভারতে যে কোনো রকম সরকারি কাজই হোক না কেন আধার কার্ড সব ক্ষেত্রেই বাধ্যতামূলক। এই Aadhaar Card শিক্ষা থেকে চাকরি হোক বা যে কোনো রকম সরকারি স্কিমের সুবিধা হোক সব ক্ষেত্রেই পরিচয় পত্র হিসেবে জমা দেওয়া আবশ্যক। এছাড়াও সাম্প্রতিককালে রেশন ব্যবস্থা (Rarioning System) থেকে শুরু করে ব্যাংক একাউন্ট সব ক্ষেত্রেই আধার নম্বর (Aadhar Number) সংযুক্ত করা বাধ্যতামূলক (Aadhaar Link) করেছে আমাদের কেন্দ্রীয় সরকার।
Free Aadhaar Card Update Online Last Date
তাই আধার ছাড়া ভারতের জনগণের জীবন অচল একথা বলা যেতেই পারে। এরকম একটি গুরুত্বপূর্ণ নথি হওয়ায় বর্তমানে ভারতের প্রায় সকল মানুষের কাছেই রয়েছে এই কার্ড। তবে এমন অনেকেও রয়েছেন যারা এখনো এই কার্ড (Aadhaar Card) করিয়ে উঠতে পারেন নি। যাদের এই নথি রয়েছে তাদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
সমস্ত আধার কার্ড হোল্ডাররা কেন্দ্রের তরফ থেকে পাচ্ছেন এই বিশেষ সুবিধা। তবে খুব বেশিদিন পর্যন্ত এটি পাওয়া যাবে না। অতি শীঘ্রই শেষও হয়ে যাবে এর সময়সীমা, এমনটাই জানা যাচ্ছে। কি সুবিধা, কবে পর্যন্ত পাওয়া যাবে, এসব বিষয়েই আজকের প্রতিবেদন। অযথা আর সময় নষ্ট না করে জেনে নিন বিস্তারিতভাবে।
আধার কার্ড আপডেট
আধার সংস্থা UIDAI এর নিয়ম অনুসারে, যে সমস্ত ব্যক্তির আধার কার্ড রয়েছে তাদের প্রতি ১০ বছর অন্তর আপডেট করতে হয় এই কার্ড। আর যে ব্যক্তি কাজ করাবেন না, বৈধতা বাতিল করে দেওয়া হয় সেই ব্যক্তির আধার কার্ডের। এক্ষেত্রে যাদের আধার কার্ডের সঙ্গে নিজের ফোন নম্বর সংযুক্ত আছে তারাই পারবেন এই আধার কার্ড আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ করতে।
Aadhaar Card Update Check
অন্যান্য যে সকল ব্যক্তিদের আধার কার্ডে মোবাইল নাম্বার নেই তাদেরকে তা লিংক করানোর পর ডকুমেন্ট আপডেট করতে হবে। এক্ষেত্রে প্রধানত দুটি ডকুমেন্ট আপডেট করতে হয় UIDAI এর ওয়েবসাইটে। একটি হলো পরিচয় এর প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড ইত্যাদি। আরেকটি হল স্থায়ী বাসস্থানের প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা ইলেক্ট্রিসিটি বিল বা গ্যাস বিল বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতা ইত্যাদি।
Aadhaar Card Update online
আধার কার্ড এর ডকুমেন্ট আপডেটের এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য চলতি বছরের শুরুতে UIDAI একটি নির্দেশিকা প্রকাশ করে। সেই অনুযায়ী ১৫ই মার্চ ২০২৩ পর্যন্ত জনগণের জন্য এই প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। UIDAI জানিয়েছিল নির্দিষ্ট তারিখের মধ্যে যারা এই প্রক্রিয়া করবেন তাদের বিনামূল্যে তা করানো হবে।
আরও পড়ুন, কিষাণ যোজনায় কৃষক বন্ধুদের এবার ডবল টাকা দেওয়ার ঘোষণা। কত টাকা পাবেন?
কিন্তু তারিখ পেরোনোর পর এই কাজ করতে নগদ 50 টাকা করে চার্জ দিতে হবে। কিছু মানুষ দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করেও ফেলেন। কিন্তু অনেকেই বিষয়টিকে হালকাভাবে বিবেচনা করে এড়িয়ে যায়। তাই নির্দিষ্ট তারিখের মধ্যে তারা সম্পন্ন করেননি এই প্রক্রিয়া। পরবর্তীতে আবারো এই সময় সীমা বাড়িয়ে ১৪ই জুন তারিখ করা হয়। কিন্তু তখনও বিষয়টিকে অগ্রাহ্য করেন অনেকেই।
Aadhaar Card Update status
অনেকে আবার মেয়াদ পেরোনোর পর ৫০ টাকা খরচ করে সেই কাজ করেছেন। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে বর্তমানেও দেশে নাকি এমন বেশ অনেক মানুষ রয়েছে যাদের বাকি রয়েছে আধার আপডেট করা। তাদের জন্য এবার বিনামূল্যে এটি সম্পন্ন করার শেষ সুযোগ দিয়েছে আধার সংস্থা UIDAI.
আরও পড়ুন, আধার এখন আধার কার্ডের বদলে করতে হবে এই কার্ড। কি কি সুবিধা পাবেন?
জানা গেছে, UIDAI এর তরফে Aadhaar Card Update করার এই সময় সীমা বাড়ানো হয়েছে সম্প্রতি। এই তারিখ পর্যন্তই বিনামূল্যে সংস্থার তরফে করা হবে এই কাজ। আগামী ১৪ ই ডিসেম্বর পর্যন্ত এটি করার শেষ সময় দেওয়া হয়েছে সকলকে। সঙ্গে এও জানানো হয়েছে এরপর থেকে আর কখনো বিনামূল্যে এই কাজ করার সুযোগ দেওয়া হবে না। আবারো চার্জ নেওয়া হবে। এমনকি চার্জ বাড়ানোও হতে পারে বলে জানিয়েছে সংস্থা। তাই আপনারা যদি এখনো বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চান তবে ১৪ই ডিসেম্বরের মধ্যে দ্রুত তা সম্পন্ন করে ফেলুন।
Written by Nabadip Saha.