Free Course: বিনামূল্যে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে সরকারি সার্টিফিকেট, মোটা বেতনের চাকরির সুযোগ। কিভাবে আবেদন?
Free Hotel Management Course
শিক্ষার্থীদের জন্য দারুন সুযোগ। পাচ্ছেন ফ্রিতে কোর্স (Free Course) করার সুবিধা। পশ্চিমবঙ্গের যুবক -যুবতীরা এবার নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন উপযুক্ত কোর্স শেষে। আসলে অনেকেরই আগ্রহ থাকে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করার। কিন্তু এই কোর্সের খরচ সেটা সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তাই এবার ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণ করতে বিনামূল্যে কোর্সের সুবিধা দেওয়ার ঘোষণা হচ্ছে।
Free Course For Students 2025
পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় আগামী দিনের স্বপ্ন নিয়ে বেঁচে থাকেন। তাঁদের মধ্যে অনেকে জীবনে চিরাচরিত পথ না বেছে ভিন্ন পথে অগ্রসর হন। অনেকেই মেন কোর্স তথা গ্রাজুয়েশনে পড়াশোনা না করে ইদানিং বিভিন্ন ধরনের কোর্স করে যুক্ত হচ্ছেন চাকরিতে। তাই বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management Course). প্রতিবছর লাখ লাখ ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হচ্ছেন এবং হ্যাঁ প্লিজ শান্তি আমার এই আলো-আলো বিরক্ত লাগে চোখের মধ্যে। শান্তি বাবা এর ঘর ঘর লাগে। প্রতিষ্ঠিত হচ্ছেন।
পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্প
সমাজের যুব সম্প্রদায়ের হাতেই রাজ্যের ভবিষ্যৎ ন্যস্ত আছে। তাই রাজ্যের যুব সম্প্রদায়ের ছেলে-মেয়েদের তাঁদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে রাজ্যে শুরু হয়েছিল উৎকর্ষ বাংলা প্রকল্প (Utkarsh Bangla Prakalpa). এটি যে লক্ষ্যকে সামনে রেখে নির্মাণ করা হয়েছিল সেটি হল, বিভিন্ন বিষয়ের উপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে যাতে যুবক-যুবতীরা কর্মসংস্থান বা স্ব-কর্মসংস্থানের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেন। উৎকর্ষ বাংলা প্রকল্পে এই কোর্স রাজ্যের বিভিন্ন জেলাতে করানো হয়ে থাকে।
ফ্রিতে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করবেন কোথায়?
সম্প্রতি জানা যাচ্ছে, পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ের কাছে আমডিহার দুর্গা মন্দিরে পাশেই এটি বেসরকারি ইনস্টিটিউট রাজ্যের যুবক-যুবতীদের জন্য এই কোর্স করার সুযোগ দিচ্ছে। বিগত দেড় বছর ধরে এই ইনস্টিটিউটে পড়াশুনা চলছে। এই ইনস্টিটিউটে বিভিন্ন কোর্স, হোটেল ম্যানেজমেন্ট, মাল্টি স্কিল টেকনিশিয়ান, নার্সিং অ্যাসিস্ট্যান্টর কোর্স করানো হয়ে থাকে। এছাড়াও আছে অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার ব্যবস্থাও।
আরও পড়ুন: যুবক-যুবতীদের জন্য সেরা তিনটি ফ্রিল্যান্সিং কোর্স। একবার করলে মোটা বেতনের চাকরি পাকা।
তবে এইসব কোর্সের মধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করানো হয়। অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয়। শুধু তাই নয়, উৎকর্ষ বাংলার অন্তর্গত ট্রেনিংয়ের আওতায় থাকা স্টুডেন্টদের জন্য ট্রেনিংয়ের শেষে স্কলারশিপ দেওয়া হয়। হোটেল ম্যানেজমেন্ট কোর্স প্রশিক্ষণ একেবারে ফ্রিতে নিতে পারছেন যুবক-যুবতীরা। এছাড়াও আছে কিছু স্বল্পমূল্যের পেইড কোর্স। আছে কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্সও। আর প্রতিটি কোর্স শেষ হওয়ার পর ১০০ পার্সেন্ট চাকরির সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা! সবার জন্য খুশির খবর
উপসংহার
২০১৬ সাল থেকে রাজ্য সরকার যুবক যুবতীদের স্বার্থে এই প্রকল্প চালু করেছে। বিগত কয়েক বছর ধরে এই কোর্স করে উপকৃত হয়েছেন বহু যুবক-যুবতী। আগামী দিনেও অনেকের জন্য সুযোগের দরজা খোলা থাকছে। পুরুলিয়ার ইনস্টিটিউটের এই বিশেষ উদ্যোগে সেই জেলার ছেলেমেয়েরা স্বাবলম্বী হতে পারছেন।