বিনামূল্যে রেশন সামগ্রী বা Ration Items Lis

অতিমারির আগে পর্যন্ত রেশনে বিনামূল্যে রেশন সামগ্রী বা Ration Items List পাওয়া যেত না। কম দামে এই রেশন দেওয়া হতো। যেমন চালের দাম ৩০ টাকা হলে সেটি ৮ টাকায় মিলতো। তবে অতিমারি পরিস্থিতিতে কেন্দ্র সরকার Free Ration দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর একই পথে হেটে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার রেশন সামগ্রী দেওয়া শুরু করে। বর্তমানে রেশনে কমদামে কেরসিন দেওয়ার পরিমান কমিয়ে দিয়েছে। তবে পুজোর মাসে রেশন নিয়ে বোড় আপডেট পাওয়া গেল একাধিক রাজ্য থেকে। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে নিন।

Advertisement

Free ration Items List in various Ration Card

শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজে আনন্দে মেতে উঠেছেন সকল মানুষেরা। তবে সম্প্রতি একাধিক রাজ্য সরকারের তরফে বিভিন্ন ঘোষণা জারি করা হয়েছে যা রাজ্যের নাগরিকদের উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করে তুলবে। জানানো হয়েছে যে উৎসবের মাসে নাকি রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের অতিরিক্ত পরিমাণ সুবিধা মিলতে চলেছে। প্রাপ্য খাদ্যদ্রব্যের উপর অতিরিক্ত পরিমাণ সামগ্রী লাভ করবেন তারা।

কেন্দ্রীয় সরকার তার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Garib Kalyan Anna Yojana Scheme) মাধ্যমে দেশের সকল দারিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিদের বিনামূল্যে বেশি পরিমাণ রেশন সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া অন্যান্য কিছু রাজ্যের সরকারও বিনামূল্যে তার রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের দিয়ে থাকে খাদ্য সামগ্রী। তবে বর্তমান সময়ে উৎসবের কারণে একাধিক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মানুষজনকে অতিরিক্ত পরিমাণ খাদ্য সামগ্রী প্রদান করার।

Ads

আর সরকারের এই সাহায্যে উপকৃত হতে চলেছেন হাজার হাজার গরিব মানুষ। কিন্তু কবে দেওয়া হবে এই রেশন? কতটা পরিমাণ অতিরিক্ত বিনামূল্যে রেশন সামগ্রীই বা দেওয়া হবে? সেসব বিষয় জানতে পড়তে থাকুন।
রেশন কার্ড তো ভারতের প্রতিটি জনগণের কাছেই মুল্যবান নথি। এই ডকুমেন্টস শুধু নথি হিসাবেই কাজে লাগে না, এর মাধ্যমে সাধারণ মানুষ সরকারি ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী (Ration Items List) অল্পমূল্যে বা বিনামূল্যে পেয়ে থাকে।

Advertisement

অর্থাৎ এটি একদিকে যেমন সরকারের কাছ থেকে খাদ্য সামগ্রী পাওয়ার কাজে প্রমাণ হিসেবে লাগে, তেমনি অন্যদিকে বিভিন্ন সরকারি কাজকর্মে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবেও ব্যবহৃত হয়। তবে সরকারের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে এই সুবিধা কিন্তু সকলকে দেওয়া হবে না। প্রধানত অন্ত্যোদয় ক্যাটেগরীর রেশন কার্ড যে সমস্ত ব্যক্তির রয়েছে তারাই পাবেন উৎসবের সময় এই অতিরিক্ত সামগ্রী সুবিধা।

Advertisement

কয়েকদিন আগেই কেন্দ্র সরকারের খাদ্য দপ্তর মারফত এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে উৎসবের মাসে কতটা পরিমাণ অতিরিক্ত সামগ্রী উপলব্ধ হবে প্রতিটি কার্ড পিছু। যদিও এই ভর্তুকিতে শুধু কেন্দ্রই নয়, ৬০% অর্থ রাজ্যকেও বহন করতে হবে। আর সেই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য মেনে নেয় নি। পশ্চিমবঙ্গের খাদ্যসাথি নামে নিজস্ব প্রকল্প রয়েছে। এছাড়া কেন্দ্রের কাছ থেকে একাধিক আর্থিক বঞ্চনা রয়েছে রাজ্যের। তাই রাজ্য সরকার এই প্রকল্প মেনে নেয়নি। এই প্রকল্পে সরকারের দেওয়া রেশন কিটে ৬ রকমের খাদ্যসামগ্রী থাকবে বলে জানা গেছে।

Ads

Ration Items List এর মধ্যে রয়েছে,
১ কেজি চিনি,
১ লিটার ভোজ্য তেল,
আধ কেজি চানা বা ছোলা, ডাল ও ময়দা।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারে এই মাসে পাবেন ডবল টাকা।

তবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খাদ্যসাথী প্রকল্পের অধীনে এই মাসে কি কি Ration Items List বা রেশন পাবেন জেনে নিন।
AAY রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম এবং ২১ কেজি চাল দেওয়া হবে। এবং ১৩ টাকা ৫০ পয়সা দরে এক কেজি চিনি দেবে।
PHH Ration Card গ্রাহকদের মাথাপিছু ৩ প্যাকেট করে আটা বা ২ কেজি গম এবং মাথাপিছু ৩ কেজি করে চাল দেওয়া হবে।
RKSY-1 Ration Card গ্রাহকেরা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন।

রাজ্য সরকার মনে করছে তাদের এই উদ্যোগ সেই রাজ্যের মোট ৬ কোটি ৬৬ লক্ষ ৭১ হাজার অসহায় দরিদ্র শ্রেণীর মানুষদের উপকার করতে সক্ষম হবে। তাদেরও মুখে ফুটবে হাসি। উৎসবের সময়ে যাতে রাজ্যের কোন মানুষের ঘরে আহার্য সামগ্রীর (Ration Items List) কোন অভাব না থাকে সেই কারণেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন, 1980 সালের পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

তবে সকল কার্ডে কিন্তু এই সুবিধা সমান নয়। কার্ড অনুযায়ী কিন্তু বিনামূল্যে প্রাপ্ত রেশনের পরিমান ভিন্ন। এমনটা জানা গিয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে। নির্দিষ্ট ক্যাটেগরির রেশন কার্ড হোল্ডারদের নির্দিষ্ট পরিমান Free ration Items List ই দেওয়া হবে। যাই হোক, Ration Items List নিয়ে সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সেই রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাস করা সকল জনগণের একটা বিরাট অংশ চরমভাবে উপকৃত হতে চলেছেন, এটাই অনেক বড় কথা।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *