ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items List)

মহামারীর পর থেকে আমাদের দেশে চালু হয় বিনামূল্যে রেশন বন্টন ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত Ration Items List বা রেশন দেওয়া হচ্ছে বিনামূল্যে। তবে শুধু কেন্দ্রীয় সরকারই নয় পশ্চিমবঙ্গ সহ কিছু কিছু রাজ্যও বিনামূল্যে সে রাজ্যে নাগরিকদের রেশন সামগ্রী প্রদান করে আসছে এখনো। কোটি কোটিরও বেশি মানুষ এখনো পর্যন্ত বিনামূল্যে এই রেশন লাভের সুবিধা লাভ করে চলেছেন।

Advertisement

Ration Items List September 2023

আর এবার সেপ্টেম্বর মাসের রেশন সামগ্রী ব্যবস্থা নিয়ে তাদের জন্য রয়েছে আরও এক দারুন সুখবর। বিনামূল্যে চাল এবং গম রেশনে তো দেওয়া হয়েই থাকে। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চাল এবং গমের সঙ্গে বিনামূল্যে চিনিও প্রদান করা হতে চলেছে। যার ফলে আরও অতিরিক্ত পরিমাণ রেশন সামগ্রী (Ration Items List) লাভ করতে চলেছেন রাজ্যের নাগরিকেরা।

আর এবার চাল গমের সাথে চিনি পাবেন একদম বিনামূল্যে। তাই এই খবর শোনার পর আশাকরি আনন্দিত হবেন অনেকেই। তো চলুন দেখে নিই এ ব্যাপারে বিস্তারিতভাবে কি বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। গ্রাহকদের প্রতি নিবেদন, পুরো তথ্য না জেনে বিভ্রান্ত হবেন না। কোন কার্ডে এই সুবিধা পাবেন জেনে নিন।

Ads

সেপ্টেম্বর মাসে রেশন সামগ্রী বন্টন ব্যবস্থায় এই যে পরিবর্তন আনা হয়েছে তার মাধ্যমে অতিরিক্ত পরিমাণে রেশন লাভ করতে চলেছেন রেশন কার্ড হোল্ডাররা। কিন্তু এই সুবিধা সারা মাস জুড়ে দেওয়া হবে না, এটিও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। চলতি মাসে নির্দিষ্ট তারিখেই প্রদান করা হবে এই বাড়তি সুবিধা। তারপরে কোন রেশন কার্ড হোল্ডার চাইলেও আর এই সুবিধা পাবেন না।

Advertisement
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা Pradhan Mantri Ujjwala Yojana

বিনামূল্যে যেমন চাল ও গম দেওয়া হয় (Ration Items List) তার সঙ্গে একবারে তিন মাসের চিনিও বিনামূল্যে প্রদান করা হবে রেশন দোকানগুলিতে। তবে এই সুবিধা সকলের জন্য উপলব্ধ নয় এমনটাও ঘোষণা করা হয়েছে সরকার কর্তৃপক্ষের তরফ থেকে। আমরা যে রেশন কার্ডগুলি ব্যবহার করি সেগুলির অনেক ধরনের প্রকারভেদ হয়। যেমন RKSY-1, RKSY-2, SPHH এবং AAY ইত্যাদি।

Advertisement

আরও পড়তে ক্লিক করুন, কম সময়ে টাকা ডবল করতে চাইলে, সরকারের এই স্কীমে বিনিয়োগ করুন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে রেশন সামগ্ৰীতে এই যে পরিবর্তন আনা হয়েছে তা কেবল অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) আওতায় থাকা রেশন কার্ড হোল্ডারদের জন্যই উপলব্ধ। সরকারি তরফ থেকে আরো বলা হয়েছে যদি কোন রেশন ডিলার এই অতিরিক্ত সামগ্রী (Ration Items List নিয়ে অসাধু উপায় ব্যবসা করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের প্রতিটি মানুষ যাতে তার প্রাপ্য সুবিধাটুকু থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাকে সুরক্ষিত করতেই সরকারের এরূপ সিদ্ধান্ত।

Ads

আরও পড়ুন, ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?

তবে বলে রাখা দরকার যে ভারতের সব রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের জন্য কিন্তু এই ঘোষণা করা হয়নি। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের যে সকল নাগরিকেরা অন্তদয় রেশন কার্ডের আওতায় আছেন তাদেরই এই সুবিধা প্রদান করা হবে। বিনামূল্যে চাল ও গমের সঙ্গে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের চিনিও সেপ্টেম্বর মাসে প্রদান করা হবে তাদের সকলকে। উত্তরপ্রদেশের ডিএসও বিজয় প্রতাপ সিং এই ঘোষণা জারি করেছেন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, বিশ্বকর্মা পুজোয় অতিরিক্ত ছুটি, কি জানা গেল?

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *